ঠাকুরগাঁওয়ে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন (২৩) নামের এক যুবককে অপহরণ করেছিল একটি চক্র। পরে অপহরণকারীদের চাহিদামত মুক্তিপণের ২৫ লাখ টাকা দিয়েছিলেন তার বাবা। কিন্তু, ছেলেকে জীবিত ফেরত পাননি।

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার জামালপুল ইউনিয়নের শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকা থেকে মিলনের লাশ উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিলনের গলিত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মিলনকে হত্যা ও মুক্তিপণের ২৫ লাখ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, অপহরণকারীদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহেশপুর বিট বাজার এলাকার মতিউর রহমানের ছেলে সেজান আলী, আরাজি পাইক পাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে মুরাদ ও একই এলাকার রত্না আক্তার ইভা।

নিহত মিলন হোসেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও চাপাপাড়া এলাকার পানজাব আলীর ছেলে। তিনি দিনাজপুর পলিটেকনিক কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত ২২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছন থেকে নিখোঁজ হন মিলন। ঘটনার দিন রাত একটার দিকে মিলনের পরিবারকে মুঠোফোনে অপহরণের বিষয়টি জানানো হয়। অপহরণকারীরা ১২ ঘণ্টার মধ্যে মুক্তিপণের ৩ লাখ টাকা দাবি করে। পরদিন দুপুরে মুক্তিপণের তিন লাখ টাকা দিতে রাজি হন মিলনের বাবা। পরে অপহরণকারীরা মুক্তিপণের টাকা বাড়িয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। এরপরের দিন মুক্তিপণের দাবি বেড়ে দাঁড়ায় ১০ লাখে। তিন দিন পর ১৫ লাখ আর সবশেষ ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তাদের চাহিদামত ২৫ লাখ টাকা দিলেও মিলনকে জীবিত পাওয়া যায়নি।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘‘কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে কাজ করছিলাম আমরা। কোনো ক্লু পাচ্ছিলাম না। প্রযুক্তির সহযোগিতায় তিন জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিলনের লাশ উদ্ধার করা হয়।’’

ঢাকা/হিমেল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ২৫ ল খ ট ক অপহরণক র ঠ ক রগ এল ক র

এছাড়াও পড়ুন:

বন্দরে নারীর ফাঁদে অপহরণ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বন্দরে নারী দিয়ে ফাঁদ পাতা অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।  আটককৃতরা হলো বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার পীর মোহাম্মদ মিয়ার ছেলে রোমান (২৫) ও তার স্ত্রী মারিয়া (১৯)।

এ ঘটনায় অপহৃত যুবক ইমন হাসান বাদী হয়ে আটকৃত স্বামী/স্ত্রীসহ ৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। 

এর আগে গত মঙ্গলবার (১৮ মার্চ) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের  মুকফুলদি এলাকা থেকে এদেরকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা।

পুলিশ আটককৃতদের উল্লেখিত মামলায় বুধবার (১৯ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।   মামলার অন্যান্য আসামিরা হলো  ডেবিড(২৮), শাহজাহান(২৪), সাইদুল(১৯) ও রিয়াদ(২৪)।

মামলার তথ্য  সূত্রে জানাগেছে,  বন্দরের নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার মীর মোহাম্মদের ছেলে রোমান, তার স্ত্রী মারিয়াকে দিয়ে ফেসবুক মেসেঞ্জারে কুমিল্লা চান্দিনা সাতগাঁও উত্তর বৃষ্ণপুর গ্রামের মনির হোসেনের ছেলে ইমন হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।

 গত মঙ্গলবার সন্ধ্যার পর ইমন হাসানকে  নবীগঞ্জ বাসস্ট্যান্ড দেখা করতে আসতে বলে মারিয়া।

গত মঙ্গলবার সন্ধ্যায়  ইমন হাসান দেখা করতে আসলে ওই সময় পূর্ব পরিকল্পিত ভাবে মারিয়াসহ  ১০/১২ জন ওই যুবককে অপহরণ করে তুলে নিয়ে মুখফুলদি স্কুল মাঠের r নির্জন এক কোনে নিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবিতে মারধর করে নগদ দুই হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।  

এসময় অপহৃত যুবকের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নারী ফাঁদ চক্রের দুই সদস্য উল্লেখিত স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন,  সংঘবদ্ধ একটি চক্র নারী দিয়ে ফাঁদ পেতে  কৌশলে এনে অপহরণ করে মুক্তিপন আদায় করে আসছে।  এ চক্রের দুই স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • অপহৃত কিশোরী ৩৭ দিন পর উদ্ধার
  • প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, ২৫ লাখ টাকা মুক্তিপণ দিয়েও পরিবার পেল লাশ
  • শিশু অপহরণ করে হত্যার পর মাইকিং করেন দুই প্রতিবেশী, ৭২ দিন পর গ্রেপ্তার
  • মির্জাপুরে এক মাস পর ‘অপহৃত’ স্কুলছাত্রী উদ্ধার
  • বন্দরে নারীর ফাঁদে অপহরণ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
  • ‘অপহরণ-ধর্ষণ, মামলা করায় বাবাকে হত্যা’ মামলায় চাঞ্চল্যকর তথ্য
  • অপহরণের ৫২ ঘণ্টা পরও উদ্ধার হয়নি নববিবাহিত যুবক
  • ৫২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি অপহৃত নয়ন, মুক্তিপণ দাবি
  • যুদ্ধাপরাধের অভিযোগে রোহিঙ্গা বিদ্রোহীদের জবাবদিহির আওতায় আনুন: ফরটিফাই রাইটস