সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে ভারত সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার বিকেলে বিছনাকান্দি সীমান্তের মরকি টিলা এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ দুজন হলেন, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়ার পাড় এলাকার জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া (২২) ও তার চাচা আক্তার হোসেন।  তারা দু’জন ভারতীয় চিনি চোরাকারবারি সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দা শামীম মিয়া জানান, সীমান্তে চিনি আনতে গিয়ে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। তারা গোপনে সিলেট শহরে চিকিৎসা নিচ্ছেন। 

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিছনাকান্দি ইউনিয়নের বিছনাকান্দি বিওপি এলাকায় সীমান্তের ১২৬৪ নম্বর মেইন পিলার থেকে ২০০ গজ ভারতের ভেতরে মরকিটিলা এলাকায় ইয়ামিন মিয়া ও আক্তার হোসেনসহ একদল বাংলাদেশি চোরাকারবারি চিনি আনতে যান। এ সময় চোরাকারবারিরা খাসিয়াদের সঙ্গে টাকা পয়সার  লেনদেন নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে খাসিয়ারা তাদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে দু’জন গুলিবিদ্ধ হন।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.

নাজমুল হক বলেন, সীমান্তের ওপারে  দুজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছে। ভারতীয় খাসিয়ার সঙ্গে চোরাচালান লেনদেন নিয়ে তর্কে জড়িয়ে এক পর্যায়ে খাসিয়াদের ছোঁড়া গুলিতে দুজন আহত হওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

তারুয়া, লাল কাঁকড়ার দেশ

ভোরের কুয়াশা তখনও কাটেনি। ভ্রমণিয়াদের ভিড়ে ঠাসা চরফ্যাশনের কচ্ছপিয়া ঘাট। লঞ্চের অপেক্ষায় বসে আছে কয়েকশ ভ্রমণিয়া। ব্যাকপ্যাকে ক্যাম্পিং, বারবিকিউ সরঞ্জাম, বাইনোকুলার আর লম্বা লেন্সওলা ডিএসএলআর ক্যামেরা। শেষ হেমন্তের বিগত সন্ধ্যায় সদরঘাট থেকে জাহাজে চেপেছিল তারা। মধ্যরাত অবধি কোলাহলান্তে শেষরাতে নদীমগ্ন ঘুমের পর ভরফজরে নেমেছে বেতুয়া ঘাটে। অনতিদূরের বাজার থেকে বোরাক বা মোটরসাইকেলে চেপে শশীভূষণ বাজার পেরিয়ে পৌঁছেছে এই ট্রলার ঘাটে। কেউ কেউ এসেছে রিজার্ভ বাসে। মেঘনা মোহনায় জেগে ওঠা দ্বীপ তারুয়ার সৈকতমুখী এই ভ্রমণমিশন। ভিশন– কংক্রিটের শহর ছেড়ে নির্জন প্রকৃতিবিহার। এ রকম মানব প্রকৃতিপ্রেমিক পৃথিবীতে হাতে গোনা বটে!
জোয়ার-ভাটার নিয়ম মেনে ঘাট থেকে লঞ্চ, ট্রলার ছেড়ে যায়। এখন মেঘনায় জোয়ারের বেলা নয়, ভাটার টান। লঞ্চ, ট্রলার সব বন্ধ। প্রহর গোনা ছাড়া ভ্রমণিয়াদের কাজ নেই। বৃন্দভ্রমণের মুখ্য কুশীলব অনিকেত হাতমাইকে অস্থিরকণ্ঠে এলান দিচ্ছে– ভাইসব, মাঝিদের বরাত দিয়ে জানানো যাচ্ছে যে, জোয়ারে সমুদ্রে ভেসে থাকা তারুয়া দ্বীপভ্রমণ অনিশ্চিত হতে পারে, মাঝসমুদ্রে থাকতেই জানিয়ে দেব, ওকূলে না ভিড়লে যাতে আনন্দতরী ভেড়ানো যায় কুকরিমুকরি কূলে। আগাম টিম স্পিডবোটে রেকি করবে, সব জোগাড়যন্ত্র আছে আমাদের। 
জোগাড়যন্ত্র যে আছে, পূর্ব-অভিজ্ঞতায় ভ্রমণিয়ারা নিশ্চিত। অধীর-অস্থির অনিকেত উচ্চতায় হ্রস্ব, ভ্রমণকল্পে দীর্ঘ, শিল্পভ্রমণে তার সিদ্ধহস্ত প্রলম্বিত। এন্তেজামপ্রধান পারভেজ শান্ত, ধীর-স্থির, কেজো। দোঁহের গঠিত টিমের হাতে ভ্রমণভাগ্য সঁপে নির্ভার সবাই। অনিকেতের অস্থিরকণ্ঠকে ভ্রমণিয়ারা পাত্তায় না এনে তাই প্রশান্ত পারভেজের দিকে তাকিয়ে কোরাস গাওয়ায় মনোনিবেশ করেছে। কোরাস: ‘শোন আমিনা, রেখে দে রে কাজ ত্বরা করি মাঠে চল, এলো মেঘনায় জোয়ারের বেলা এখনই নামিবে ঢল’। ‘এলো মেঘনায় জোয়ারের বেলা’ স্তবক উচ্চারিত হচ্ছে বারবার। পার-আকাঙ্ক্ষীদের বিশ্বাস, আল্লাহ, ভগবান, ঈশ্বর, সমুদ্র দেবতা বা প্রকৃতি এই ডাকে সাড়া দিলে এখনই আসতে পারে জোয়ার।
পারঘাটাতে পারের কড়ি গুনতে হয়নি পার-আকাঙ্ক্ষী দলের অর্ক-শশী জোড়ের। বিলাসবহুল জাহাজ শুভরাজে রাত গুজরান করে এই সূর্য ও চন্দ্র জোড় প্রথম নোঙর ফেলে জাহাজমারায়। তারপর কচ্ছপিয়ায়। গভীর পানিতে চলে বলে জাহাজ চলাচলে জোয়ার-ভাটার আসর নেই। কচ্ছপিয়াঘাটের মতো কোথাও অপেক্ষা করার দরকার পড়েনি। জাহাজযাত্রী হয়ে এসে ভোলার বেতুয়া থেকে লঞ্চে তারুয়া দ্বীপ যাত্রার কারণ সমুদ্রঘেরা দ্বীপে লঞ্চ, ট্রলারই কেবল তীরে ভিড়তে পারে, জাহাজ নয়।  
শশী হিন্দি সিনেমাবুঁদ মানুষ। কমলারঙা টসটসে গাল, আয়তচক্ষু, সুচালো নাসিকা, মাদকতাময় ওষ্ঠ। সাউথ ইন্ডিয়ার নিকষ কালো রং, গভীর চোখ আর চওড়া গোঁফওলা হিরোদের প্রেমে কাবু। নায়কদের পর্দা কাঁপানো দেখে দেখে তার মানস অধিকার করে রেখেছে  জিমনেসীয় তামিল ফিগার ও বীরত্ব। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই মানস-অবস্থাকে ইরোটোম্যানিয়া বলা যায় কিনা, তা চিকিৎসকরা ভালো জানেন। অর্ক চেহারাসুরতে মাশাল্লাহ সূর্যের মতোই রঙা। মননে সরল ও আবেগি। তামিল হিরোদের মতো তেল কুচকুচে শরীর, গোঁফ কিছু নেই তার। পছন্দিদা তালিকার না হলেও নতুনের হাত ধরে টাইটানিক আমেজে বিগত সন্ধ্যায় সমুদ্রগামী জাহাজে উঠে পড়েছিল চন্দ্রের মতো দুধসাদা শশী। 
জাহাজের তিনশ কেবিনভর্তি যুগল। জুটিছুট ভ্রমণিয়াদের ঝিমানোর জায়গা স্লিপিং চেয়ারে। এ যেন প্রীতি, স্মৃতি ও সৃজন কারবারিদের ভাসমান মেলা। মেঘনা মোহনাবিহারী এ জাহাজ শশীর জন্য জীবন্ত টাইটানিক। নদীলগ্ন কেবিনের জানালায় আছড়ে পড়া তৃতীয়া তিথির জোসনা আর উচ্ছল ঢেউ অর্ক-শশীকে হলিউডি জ্যাক-রোজের ইয়াদ দেলাতে কসুর করেছে বলে মনে হয় না। দুলুনির তালে তালে নৃত্য করতে করতেই তারা চলে এসেছে মোহনায়; দ্বীপমালা ঘেরা নদীগুলো যেখানে সাগরে মিলিত হওয়ার অমিত আবেগে ভরা। একটি বানানো মঞ্চ ছাড়া জাহাজের দুলুনিতে এর কোন কোণে কার মন কেমন দুলছে আল্লাহ মালুম!
মেঘনা মোহনা বিহারে আমি কে! আমি প্রেমযাত্রার বেরসিক একক, জুটিছুট। এককগণের অনেকে স্লিপিং চেয়ারেই নিয়তি মেনেছেন, আমি নিয়েছি একলা এক কেবিন। নিঃসঙ্গতার সঙ্গী করেছি প্রিয় কাফকার মেটামরফোসিস আর কালো কফি। প্রেম ও রোমাঞ্চ বোঝাই জাহাজের লম্বা গল্পগুলোর মধ্য থেকে অর্ক-শশীর জীবনকে বেছে নিয়েছি বলার জন্য। আর অখণ্ড অবসরে দেখে চলেছি নদীমাতৃক প্রকৃতি। যুদ্ধক্ষেত্রে সেনারা যেমন অন্য সৈনিকদের কাভার দেয়, আলোচ্য যুগলের টাইটানিকীয় রোমান্সকে লোকচক্ষু থেকে বাঁচাতে পাশের কেবিনে আসন পেতেছি। সম্ভাব্য উৎপাতে কৌতূহলী প্রশ্নবাণের মুখে অনায়াসে উত্তর হিসেবে দাঁড় করানো যায় দুই কেবিনের তিন আসন। টাইটানিকীয় নায়ক-নায়িকাকে রোমান্সে পাঠিয়ে মনে সাজিয়ে নিচ্ছি জাহাজভর্তি রোমান্সের টুকরো টুকরো গল্প। আহা, ছোট্ট পরিসরের ভ্রমণগদ্যে তিনশ গল্প তো আর লেখা যায় না!
এ যুগলের দু’জনই আমার বন্ধু বলে জেনেছি যে অভিযাত্রার মাস দেড়েক আগে থেকেই চলে আসছে তাদের জাহাজ ভ্রমণকেন্দ্রিক রসালাপ। সে আলাপে টাইটানিক ধারণাটি শশীই প্রথম তোলে। এ নিয়ে যেসব মান-অভিমান পরিকল্পনা আর গল্প তৈরি হয়েছিল তা শোনা ও গোনা এ রকম–
: জেনো জনাব, এই জাহাজ ভ্রমণ হবে আমার জীবনের টাইটানিক। প্রান্তবেলায় নাতি-নাতনিকে সে গল্প শোনাব। 
: দ্বীপ তারুয়ায় রোমান্সের সূচনা না হতেই আমার মৃত্যু চাও নাকি? এমন হলে জাহাজ ভ্রমণ বাদ। 
: আরে না, তা চাইব কেন! টাইটানিক সিনেমার গল্পটির শেষাংশে বদলে দেব। সেখানে আনন্দ ছাড়া, থাকবে না মৃত্যু ও জরা। 
: তাই বলো। শুনেছি এমভি শুভরাজেও টাইটানিক জাহাজের মতোই ডেক। সেখানেও সমুদ্রছোঁয়া শীতল বাতাসের তীব্র ঝাপটা। 
: তারচে’ বলো, টাইটানিকের চেয়ে আরেক কাঠি সরেস। শুভরাজ আসল সমুদ্রে ভাসবে, সিনেমার টাইটানিক তো ভাসেনি … সমুদ্রের উত্তাল ঢেউয়ে মন-তরঙ্গ মিলে এ ভ্রমণ হবে রোমাঞ্চকর ও রোমান্সময়। 
এর মধ্যেই এসে গিয়েছিল ভ্রমণের দিনক্ষণ। কথাবার্তা থেকে বোঝা যায়, অর্ক-শশী পরিণত ভালোবাসায় নিজেদের জড়াতে মানসিক প্রস্তুতির সময় পেয়েছে বহুদিন। দ্বীপ তারুয়াগামী জাহাজে পা ফেলার আগেই আমার প্রতীতি জন্মায় যে, ভাসমান যানে দীর্ঘ ভ্রমণের ফুরসতে এ যুগল ঝালিয়ে নিতে পারবে প্রেম নামের চিরায়ত অমর অক্ষয় বস্তুটির ভেতর বাহির। 
কচ্ছপিয়াঘাটে অনিকেত অনিকেত ধ্বনিতে আমার সংবিৎ ফেরে। বুঝতে বাকি থাকে না– ভ্রমণিয়াদের কাঙ্ক্ষিত জোয়ার শুরু হয়েছে। তারুয়া দ্বীপসৈকতগামী লঞ্চ-ট্রলার 

ছাড়া এখন সময়ের ব্যাপার। আমাদের জন্য মজুত তিনটি লঞ্চ। লঞ্চের ছাদ রঙিন কাপড়ের ঝালরওলা শামিয়ানায় সজ্জিত। ভিতরে চিরায়ত কেতার কাঠের লম্বা বেঞ্চ। ডেক ও শামিয়ানার নিচে প্লাস্টিকের চেয়ার। ভিতরে বাজছে আবদুল জব্বারের ভরাট কণ্ঠ ‘ও রে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া’। এই আমুদে আয়োজন অর্ক ও শশীর অমর প্রেমকে স্মৃতিময় রাখার জন্য জুৎসই বলে ভেবে নিতে ক্ষতি নেই। লঞ্চে ওঠার তোড়জোড় চলছে। আসন নেওয়ার আগে এক প্রস্ত চা পান করে নিচ্ছে সবাই। চায়ের জন্য চাপাচাপি করছে এ অংশের আয়োজনের কারুকার হাসান। এটা হাসানের এলাকা আর উদার আতিথেয়তা তার মজ্জাগত। 
যুগলগণ আসন নিতে শুরু করেছে। বড় জাহাজ বোঝাই হয়ে আসা এত এত ভ্রমণিয়াকে মাত্র তিনখানা ছোট লঞ্চ অনায়াসে পুরে নিচ্ছে পেটে। থ্যাঙ্ক গড, শরীর খারাপ বা রাতে ঘুম হয়নি অজুহাতে বহু জোড়া বেতুয়া ঘাটে নোঙর জাহাজেই থেকে গেছে। হাতমাইকে লঞ্চ ছাড়ার ঘোষণা দেওয়া হচ্ছে। কী আশ্চর্য, অর্ক হন্তদন্ত হয়ে একা ছুটে আসছে আমাদের লঞ্চের দিকে। ফিসফিস করে জানাল, শশীকে সে খুঁজে কোথাও পাচ্ছে না। কোন লঞ্চে উঠল, আদৌ উঠল কিনা সে জানে না। ফোনও তুলছে না শশী। হয় সে বেবুঝ, হয় অতি-অভিমানী নয় নতুন বন্ধুসন্ধানী। রিজার্ভ বাসে কচ্ছপিয়াঘাটে নামা পর্যন্ত দেখা গেছে তাকে। সবাই যখন চা পানে ব্যস্ত, তখন থেকে হাওয়া। লঞ্চের আমার আসনের পাশেই বসে পড়ে অর্ক। শশীবিরহে উদ্‌ভ্রান্ত, বিষণ্ণ, নিশ্চুপ। লঞ্চ বুঝি ছাড়ল!
সাগর মোহনায় ছোট নদী খালের অনেক ধারায় নিজেকে ভাগ করে সমুদ্রে মিশেছে মেঘনা। মেঘনাদুহিতার একটির নাম তেঁতুলিয়া। তেঁতুলিয়ার ক্ষীণস্রোতা খালেই এই কচ্ছপিয়া ঘাট। ছাড়ার পর তিনটি লঞ্চ পরপর চলতে শুরু করল। খালের ক্রমবর্ধমান আয়তন চলমান লঞ্চগুলো পাশাপাশি নিয়ে এলো। ডিসেম্বরের নরম রোদে সাগরস্পর্শী বাতাস আমাদের মাতাল করে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এসে পড়ি মোহনার বিশালতায়। আদিগন্ত নীল আকাশ, কূলকিনারাহীন দিগন্তজোড়া জলরাশি। ভ্রমণিয়া শাকুর ভাটির দেশের গানপাগল মানুষ। মাঝির পাটাতনে এক গায়েনকে এনেছে ফোনক্যামেরার ফোকাসে। ঝিরি ঝিরি বাতাসে সুর ভাসছে: ‘নদীর কূল নাই কিনার নাই রে…।’ শ্রোতারা সুরেলাকণ্ঠের জাদুতে আনন্দে গদগদ। দয়িতাবিরহে অর্কের অবস্থা পূর্ববৎ।  
দেখতে দেখতে সমুদ্রের পানি ছুঁয়েছে লঞ্চ। গতিভিন্নতা ও জলরাশি মধ্যকার দূরত্বও দিয়েছে বাড়িয়ে। একে অপরের নাগাল থেকে ক্রমশ বিচ্ছিন্ন। এ যেন অর্কের চোখ থেকে শশীকে আড়ালে সরে যাওয়ার নামান্তর। জেগে কি স্বপ্ন দেখছি আমি! দৃশ্যপটে আকস্মিক শশীর আবির্ভাব। দৃষ্টি থেকে অপস্রিয়মাণ অন্য লঞ্চের ডেকে সুহৃদ সমভিব্যাহারে শশী। দূর থেকেও দীর্ঘকায় রূপবতীকে চিনে নেওয়া যায়। আমার অস্ফুট ধ্বনি: ওই যে শশী!
অর্ক ধড়মড়িয়ে সেদিক পানে চেয়ে মাথা ঝাঁকায়। হন্তদন্ত হয়ে একজনের কাছ থেকে জোগাড় করে নেয় বাইনোকুলার। বাইনোকুলারের লেন্সে দূরদৃষ্টি ফেলে বলে ওঠে– হুমম, সেইই। নানা ভঙ্গিতে ছবির পোজ দিচ্ছে। দুই সুহৃদ পরিণত সুন্দরীর ভ্রুভঙ্গি আর বাতাসে এলোমেলো কেশদামের ছবি তুলেই ধন্য। বাইনোকুলার রেখে মুকুল ফোনে নিমগ্ন। হয়তো চলছে অভিমান-অনুযোগ। 
নীল দিগন্তছোঁয়া সমুদ্রের মধ্যে একটু টুকরো দ্বীপের ছায়া আমাদের চোখে ভেসে ওঠে। মাঝি ভাইয়ের উচ্চ স্বর: ‘লাল কাঁকড়ার দেশ– তারুয়া, তারুয়া’। মিনিট দশকের মধ্যে পৌঁছে যাব পৃথিবীতে অচিন প্রায় মাঝিকথিত ‘লাল কাঁকড়ার দেশে’। সামনে যখন লাল কাঁকড়ার দেশ, পেছনে তখন বুনোসবুজের পটভূমিতে লাল বিন্দুর সমষ্টি। মাঝি ভাই জানায়, পেছনের লাল হচ্ছে চর কুকরিমুকরি। বিন্দুগুলো বন অফিসের লালটিনের চালা। 
ছুটে আসছে স্পিডবোট। ছুটন্ত বোটে দাঁড়িয়ে অনিকেত হাতমাইকে বলে গেল তারুয়ার ঘাট ডুবেছে জোয়ারে। আমাদের বিকল্প নোঙর কুকরিমুকরি। ঘুরে যায় লঞ্চের নিশানা। একটি লঞ্চ তারুয়া সৈকতে পৌঁছেছে প্রায়। খবর এলো, সাঁতরে হলেও তারুয়ায় না নেমে অভিযাত্রীরা ফিরবে না। আমাদের পেছনে থাকা লঞ্চ দেখাদেখি ঘুরে গেছে কুকরিমুকরির লাল নিশানার দিকে। কুকরিমুকরির যত কাছে আসছি, ততই দেখা যাচ্ছে বনলগ্ন চরে টাঙানো রঙিন শামিয়ানা। ভ্রমণিয়াদের দিনগুজরান আর মধ্যাহ্ন আহারের এন্তেজাম এই শামিয়ানায়। দুপুরের খাওয়া সারতে সারতে সমুদ্র আগন্তুকরা দূরসাগরে তাকিয়ে দেখবে ভেসে থাকা দ্বীপ তারুয়া– পৃথিবীতে বিরল লাল কাঁকড়ার অভয়ারণ্য। অচেনা, অফবিট, আনটাচ অবগুণ্ঠিত দ্বীপ– ‘লাল কাঁকড়ার দেশ’। 
কুকরিমুকরি নেমে ভ্রমণিয়াদের হুল্লোড়ের মধ্যে অর্ক পূর্ববৎ বিষণ্ণ। থেকে থেকে সে ডুকরে ওঠে: শশী শশী। আমি বলি– কোথায় শশী?

সম্পর্কিত নিবন্ধ