ইয়েমেনে মার্কিন হামলায় ১৬ হুতি সদস্য নিহত
Published: 20th, March 2025 GMT
ইয়েমেনের হুতি গোষ্ঠী জানিয়েছে, মার্কিন বিমান হামলায় তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছেন। তবে বিদ্রোহী এই গোষ্ঠীটি মার্কিন হামলায় হতাহতের পরিস্থিতি, সময় বা স্থান সম্পর্কে কিছু জানায়নি।
বৃহস্পতিবার (২০ মার্চ) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এর আগে, রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় সাত নারী এবং দুই শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছিল।
আরো পড়ুন:
বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
সংখ্যালঘু নির্যাতন ইস্যু
তুলসীর কথার পর পিটার্স বললেন, যুক্তরাষ্ট্রে মিথ্যা তথ্য পৌঁছেছে
হুতি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি অনুসারে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় বিমান হামলা চালানো হয়েছিল।
গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি হুতিদের বিরুদ্ধে বড় আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন।
এরপর থেকেই ইয়েমেনে তীব্র বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এসব হামলায় নিহত হয়েছে অন্তত ৫৩ জন এবং আহত হয়েছে ১০৭ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে হুতিদের বিরুদ্ধে ২৪/৭ অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকায় হয়ে গেল হাজংদের জীবনযাত্রা নিয়ে আলোকচিত্র প্রদর্শনী
হাজং সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রা নিয়ে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘হাজং’ শেষ হয়েছে। গত শুক্রবার রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে এই প্রদর্শনী শুরু হয়েছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর এবং আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর এবং আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোজ