গাজীপুরে আলিফ গ্রুপের তিন কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
Published: 20th, March 2025 GMT
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে শ্রমিকরা কারখানার গেটে এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে মূল ফটকের সামনেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো- স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং ও স্বাধীন প্রিন্টিং। তিনটি কারখানা আলিফ গ্রুপের।
শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, আলিফ গ্রুপের স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা বেশ কিছুদিন ধরে ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু, কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।
এ অবস্থায় বুধবার সকালে আট শতাধিক শ্রমিক কর্মবিরতি পালন শুরু করেন। শ্রমিকদের আন্দোলনের কারণে বৃহস্পতিবার সকালে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিস টানিয়ে দেয় কর্তৃপক্ষ।
কারখানা কর্তৃপক্ষের দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, এতদ্বারা স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং এবং স্বাধীন প্রিন্টিংয়ে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩/১ ধারা অনুযায়ী ২০ মার্চ বৃহস্পতিবার হতে কারখানার সকল কার্যক্রম (No Work No Pay) এর অধীনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হইল ৷
আরো উল্লেখ করা হয়েছে, উল্লেখ্য যে, গত ১৭ মার্চ হইতে ১৯ মার্চ পর্যন্ত কারখানার সকল শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে বেআইনিভাবে ধর্মঘট করে কাজ বন্ধ রাখে। যার ফলশ্রুতিতে কারখানা অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিসাধন হয়। এমতাবস্থায় কারখানার উৎপাদন কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব নয় বিধায় স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং এবং স্বাধীন প্রিন্টিংয়ের সকল কার্যক্রম অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হইল।
এ বিষয়ে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/রেজাউল/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ব ধ ন গ র ম ন টস
এছাড়াও পড়ুন:
হোয়াটস অ্যাপে জাবি উপাচার্যের ছবি ব্যবহার করে আপত্তিকর বার্তা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের ছবি ব্যবহার করে হোয়াটস অ্যাপ আইডি খুলে টাকা দাবিসহ আপত্তিকর মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। একইসঙ্গে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্কও করেছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
জাবির বাসে ছাত্রদল নেতার ইফতার বিতরণ
শিক্ষার্থীদের টিফিনের টাকায় জাবিতে পথশিশুদের ঈদ উপহার
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের ছবি ব্যবহার করে হোয়াটস অ্যাপে ০১৩০৩৫০১৮৮৫ নম্বর থেকে জনৈক ব্যক্তি অর্থ চাওয়াসহ নানা ধরনের আপত্তিকর মেসেজ পাঠাচ্ছেন। ওই মোবাইল নম্বরটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নয়।
জনৈক ব্যক্তি অসৎ উদ্দেশ্যে উপাচার্যের সুনাম-ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা থেকে এ ঘৃণ্য কাজটি করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য মতে, পঞ্চগড়ে অবস্থানকারী কেউ একজন এই নিন্দনীয় কাজটি করছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অপরাধীকে শনাক্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে এ ব্যাপারে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্লিখিত নম্বর থেকে ফোনকলে কিংবা মেসেজে আগত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমার ছবি ব্যবহার করে একটি নাম্বার থেকে নানা ধরনের আপত্তিকর মেসেজ পাঠানো হচ্ছে। পুলিশের তথ্য মতে, পঞ্চগড় থেকে কেউ একজন এ ঘৃণিত কাজটি করছে। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।”
ঢাকা/আহসান/মেহেদী