বিশেষায়িত দক্ষ স্নাতক ডিগ্রিধারী তৈরির চিন্তা থেকে দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু এসব বিশ্ববিদ্যালয়ে মানবিক, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার মতো বিষয়েও পড়ানো হচ্ছে। বাদ পড়ছে না কৃষি বিষয়ও। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের মতো শিক্ষার্থী বিজ্ঞানের বাইরের বিষয়ের। এ প্রবণতা দিনকে দিন বেড়েই চলছে।

এমন পরিস্থিতিতে সরকার তাতে রাশ টানার উদ্যোগ নিয়েছে। সম্প্রতি উপাচার্যদের চিঠি দিয়ে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টিম)-সংশ্লিষ্ট সাধারণ বিষয় ছাড়া অন্য কোনো বিষয় অন্তর্ভুক্ত করা যাবে না। শুধু তা–ই নয়, শিক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, যেসব বিষয়ে শিক্ষা কার্যক্রম চলমান, সেসব বিষয়ে শিক্ষা কার্যক্রম যুক্তিসংগতভাবে ন্যূনতম সময়ের মধ্যে সীমিত অথবা বন্ধ করতে হবে।

আরও পড়ুনএসএসসি ২০২৫-এর একটি পরীক্ষা পেছাল, নতুন রুটিনে কোন পরীক্ষা কবে৪ ঘণ্টা আগে

এ বিষয়ে ১৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেমের সই করা চিঠি উপাচার্যদের কাছে পাঠানো হয়েছে। চিঠি দেওয়ার বিষয়টি মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

অবশ্য সরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ একবার চালু করে শিক্ষা কার্যক্রম চালু করার পর তা বন্ধ করা এত সহজ কাজ নয়। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা আছে।

বর্তমানে সারা দেশে ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। এ ছাড়া অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৬টি। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ পর্যন্ত ১৮টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।

আরও পড়ুননামে শুধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়২৫ সেপ্টেম্বর ২০২২

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, এসব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টিম)–সংশ্লিষ্ট বিষয়ে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে, কাছাকাছি এলাকায় অবস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে একই ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া কিছু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত প্রকৃতির সঙ্গে সংগতিপূর্ণ নয়, এমন বিষয়েও শিক্ষা কার্যক্রম চলমান।

এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় এসব বিশ্ববিদ্যালয়কে চারটি বিষয়ে অনুরোধ করেছে। এগুলো হলো—
১.

১০০ কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে একই ‘ক্যাচমেন্ট এলাকা’ হিসেবে বিবেচনা করে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে একই ধরনের বিষয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা যথাসম্ভব পরিহার করতে হবে।

২. ‘ক্যাচমেন্ট এলাকায়’ অবস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে একই ধরনের বিষয়ে শিক্ষা কার্যক্রম চলমান থাকলে সেসব বিষয়ে শিক্ষা কার্যক্রম যুক্তিসংগতভাবে ন্যূনতম সময়ের মধ্যে সীমিত বা বন্ধ করতে হবে।

৩. বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টিম)–সংশ্লিষ্ট বিষয়ে যুগোপযোগী বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে।

৪. বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টিম)–সংশ্লিষ্ট সাধারণ বিষয় ছাড়া অন্য কোনো বিষয় অন্তর্ভুক্ত করা যাবে না। এমন যেসব বিষয়ে শিক্ষা কার্যক্রম চলমান, সেসব বিষয়ে শিক্ষা কার্যক্রম যুক্তিসংগতভাবে ন্যূনতম সময়ের মধ্যে সীমিত বা বন্ধ করতে হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র অবস থ

এছাড়াও পড়ুন:

জনতা ব্যাংকের গ্রেড-৯–এর লিখিত পরীক্ষার ফল, মৌখিক সময়সূচিও প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির অন্তর্ভুক্ত জনতা ব্যাংক পিএলসির ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট)’ (গ্রেড-৯) লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯০ প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে। মৌখিক পরীক্ষা চলবে ২৫/৪/২০২৫ তারিখ পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের চতুর্থ তলা), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে এ মৌখিক পরীক্ষা।

মৌখিকের সূচি দেখুন এখানে।

আরও পড়ুনএকসময় পোশাক কারখানায় কাজ করতেন, এখন বাংলাদেশ ব্যাংকের অফিসার১৯ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ