টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
Published: 20th, March 2025 GMT
টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, ‘‘সকালে একটি চালভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি আলু ভর্তি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালভর্তি ট্রাকচালক মারা যান। আহত হন আরো দুই জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’
আরো পড়ুন:
যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩
ঈদযাত্রায় রোডক্র্যাশ কমাতে তরুণদের ৯ সুপারিশ
ঢাকা/কাওছার/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন স ঘর ষ
এছাড়াও পড়ুন:
গুলশানে যুবকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি
রাজধানীর গুলশানে সুমন নামে এক যুবকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। আহত সুমন মহাখালী টিভিগেট এলাকায় ইন্টারনেট সংযোগ অফিসে চাকরি করেন। তার বাড়ি রংপুরে।
পুলিশে সূত্রে জানা যায়, মুমূর্ষু অবস্থায় সুমনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পথচারীরা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
ঢামেকে চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গুলশানে গুলিতে একজন আহত হয়েছে। গুলশান থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।