বাংলাদেশের বিপক্ষে ২৫ মার্চ এশিয়া কাপের বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সব ঠিক থাকলে ওই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হবে প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর। 

বাংলাদেশ ম্যাচ কঠিন হতে পারে ভেবেই অবসর নেওয়া সুনীল ছেত্রীকে ফিরিয়েছেন ভারত। বাংলাদেশ ম্যাচ লক্ষ্য ধরে মালদ্বীপের বিপক্ষে শিলংয়ে একটি প্রীতি ম্যাচও খেলেছে ভারত। শিলংয়ে যা প্রথম আন্তর্জাতিক ম্যাচ। 

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ওই ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। গোল করেছেন ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে যা তার ৯৫তম গোল। 

ম্যাচের ৩৪ মিনিটে ভারত প্রথম লিড নেয়। রাহুল ভেকা দলকে লিড এনে দেন। ৬৬ মিনিটে কর্ণার কিক থেকে পাওয়া বলে হেড করে ব্যবধান ২-০ করেন লিস্টন কোলাকো। দশ মিনিট পরে মালদ্বীপের জালে তৃতীয় গোল দেন সুনীল ছেত্রী। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নিখোঁজের পরদিন শিশুর মুখ ঝলসানো লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে নিখোঁজের এক দিন পর ৭ বছর বয়সী একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির মুখ ঝলসানো ছিল। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়ির পাশের এক ভুট্টাখেত থেকে পুলিশ বিবস্ত্র লাশটি উদ্ধার করে।
স্থানীয় লোকজনের ধারণা, দুর্বৃত্তরা শিশুটিকে ধর্ষণ করে পরিচয় গোপন রাখার জন্য তার মুখাবয়ব অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছে। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। তার বাবা প্রবাসী।

বড়াইগ্রাম থানা ও পরিবার সূত্রে জানা যায়, শিশুটি সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। সারা রাত খোঁজার পরও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে দিনমজুরেরা মাঠে কাজ করতে গিয়ে বাড়ির থেকে ৩০০ গজ দূরের একটি ভুট্টাখেতে শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শিশুটির লাশ যেখানে পাওয়া গেছে, সেটা পাবনার চাটমোহর উপজেলার মধ্যে। তাই আইন অনুসারে এ বিষয়ে মামলা চাটমোহর থানায় হবে। তবে দুর্বৃত্তদের চিহ্নিত ও বিচারের আওতায় আনতে বড়াইগ্রাম থানা–পুলিশ দায়িত্ব পালন করছে। ইতিমধ্যে দুর্বৃত্তদের অনুসন্ধানে পুলিশ মাঠে নেমেছে। হত্যার কারণ বা শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

সম্পর্কিত নিবন্ধ