৪১.
‘ATM’-এর পূর্ণনাম কী?
ক. Automated Teller Machine
খ. Automated Tell Machine
গ. Automated Transfer Machine
ঘ. Auto Teller Machine

৪২.
‘EMTS’-এর পূর্ণনাম কী?
ক. Electric Money Transfer Machine
খ. Electronic Money Transfer Machine
গ. Electric Money Trast Machine
ঘ. Electronic Most Transfer Machine

আরও পড়ুনবাউবিতে এলএলবি কোর্স, সব শাখার শিক্ষার্থীদের আবেদনের সুযোগ১৮ মার্চ ২০২৫

৪৩.


‘HTTP’এর পূর্ণরূপ কোনটি?
ক. Hypertext Transfer Protocol
খ. Hyper Text Transfer Permissior
গ. Hyper Text Tansformation Protocol
ঘ. Hyper Text Transit Pass

৪৪.
‘E-commerce’-এর পূর্ণরূপ কী?
ক. Electro commerce খ. Electric commerce
গ. Electronic commerce ঘ. Electronics commerce

৪৫.
HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করা হয় কত সালে?
ক.১৯৫৩ সালে খ.১৯৫৫ সালে
গ.১৯৭১ সালে ঘ.১৯৮৯ সালে

৪৬.
WWW-এর জনক কে?
ক. রেমন্ড স্যামুয়েলস খ. স্টিভ জবস
গ. টিমেথি জন বার্নার্স-লি ঘ. জেমস ক্লার্ক

৪৭.
প্রথম ইন্টারনেট প্রটোকলের ধারণা দেন কে?
ক. গুগলিয়েলমো মার্কনি খ. মার্ক জাকারবার্গ
গ. স্টিভ জবস ঘ. স্যামুয়েলস টমলিনসন

৪৮.
ইন্টারনেট কী?
ক. ই-মেইল খ. ওয়েবের সমষ্টি
গ. একটি নেটওয়ার্ক ঘ. নেটওয়ার্কের নেটওয়ার্ক

৪৯.
ফেসবুক কী ধরনের ওয়েবসাইট?
ক. ভিডিও ওয়েবসাইট খ. বাণিজ্যিক সাইট
গ. এনসাইক্লোপিডিয়া ঘ. সামাজিক যোগাযোগের

৫০.
ফেসবুক চালু হয় কত সালে?
ক.১৯৮১ সালে খ.১৯৮৪ সালে
গ.২০০৪ সালে ঘ.২০১৮ সালে

৫১.
টুইটার ব্যবহারকারী ব্যক্তিকে সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে মনোভাব প্রকাশের সুযোগ প্রদান করা হয়?
ক.৪০ অক্ষর খ.১৪০ অক্ষর
গ.২৪০ অক্ষর ঘ.২৮০ অক্ষর

৫২.
টুইটারের বার্তাকে কী বলা হয়?
ক. টুইঙ্কেল খ. টুইটিং গ. টুইট ঘ. টুইটাং

আরও পড়ুনপেছাল গণিত পরীক্ষা, এসএসসি-২০২৫-এর নতুন রুটিন প্রকাশ২২ ঘণ্টা আগে

৫৩.
টুইটারে কোনো সদস্যকে যাঁরা অনুসরণ করেন, তাঁদের কী বলা হয়?
ক. Follower খ. Follow
গ. Following ঘ. Customer

৫৪.
Stastica-এর সাইটে ২০১৮ সালে জুলাই-সেপ্টেম্বর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?
ক.২. ৭ বিলিয়ন খ.২. ৯ বিলিয়ন
গ.৩. ১ বিলিয়ন ঘ.৩. ৭ বিলিয়ন

৫৫.
ইন্টারনেট ব্যবহার করে শিক্ষাদানকে কী বলে?
ক. ডিস্ট্যান্স লার্নিং খ. ই-লার্নিং
গ. রিমোট লার্নিং ঘ. ডিজিটাল লার্নিং

৫৬.
ই-লার্নিংয়ের জন্য ‘প্রথম এবং অবশ্য প্রয়োজনীয়’ উপাদান কোনটি?
ক. শিক্ষক খ. ইন্টারনেট গ. তথ্য
ঘ. ই-লার্নিং সম্পর্কে জ্ঞান

৫৭.
সুশাসনের জন্য কী দরকার?
ক. স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা খ. অস্বচ্ছতা ও প্রচুর অর্থ
গ. যোগাযোগ ব্যবস্থা ঘ. আধুনিক ব্যবস্থা

৫৮.
মানুষ কোনটি ব্যবহার করে একজন লোক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারে?
ক. ই-পুর্জি খ. ই-পর্চা গ. টেলিমেডিসিন ঘ. ইএমটিএস

৫৯.
‘টুইট’ কী?
ক. যেকোনো ক্ষুদে বার্তা খ.১৪০ অক্ষরের মধ্যে বার্তা
গ.১৮০ অক্ষরের মধ্যে বার্তা ঘ. টুইটারে লিখিত বার্তা

৬০.
‘ই-গভর্ন্যান্স’ বলতে কী বোঝায়?
ক. অ্যানালগ পদ্ধতির প্রয়োগ
খ. শাসনব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ
গ. আধুনিক পদ্ধতি গ্রহণ ঘ. চিকিৎসাসেবা প্রদান

সঠিক উত্তর:  ৪১. ক ৪২. খ ৪৩. ক ৪৪. গ ৪৫. ঘ ৪৬. গ ৪৭. ঘ ৪৮. ঘ ৪৯. ঘ ৫০. গ ৫১. খ ৫২. গ ৫৩. গ ৫৪. ক ৫৫. খ ৫৬. খ ৫৭. ক ৫৮. গ ৫৯. খ ৬০. খ

লেখক: প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস থ ব যবহ র ট ইট র এর প র

এছাড়াও পড়ুন:

ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন

জাপানের কানসাইয়ের ওসাকায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ এর বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেছেন টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান।

শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে আব্দুর রহিম খান বলেন, ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে রপ্তানি পণ্যের প্রদর্শন বিশ্বব্যাপী আমাদের দেশের ব্যাপক পরিচিতি এনে দেবে এবং আমাদের দেশের পণ্যের প্রতি বিদেশি ক্রেতারা আরো বেশি আকৃষ্ট হবে।

ছয় মাস ব্যাপী বিশ্বের অন্যতম বৃহৎ এ এক্সপোতে বিশ্বের ১৬৫টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলোর ব্যবসায়ী এবং ক্রেতাদের জন্য ওয়ার্ল্ড এক্সপো অপূর্ব সুযোগ তৈরি করতে সক্ষম হবে বলে আয়োজকরা ধারণা করছেন। শনিবার ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

প্যাভিলিয়ন উদ্বোধনকালে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও জাপানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে মোট আঠারোটি জোনে বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি পণ্য প্রদর্শিত হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • বিকল্প ব্যবস্থায় বাংলাদেশিদের ভিসা দেবে রোমানিয়া
  • আজ টিভিতে যা দেখবেন (১৩ এপ্রিল ২০২৫)
  • বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন প্রীতি চক্রবর্তী
  • ২০২৫ সালে বিশ্বের সেরা ১০ বিমানবন্দর
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজাস্টার ম্যানেজেমেন্টে প্রফেশনাল মাস্টার্স, লিখিত পরীক্ষায় ভর্তির সুযোগ
  • প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি, ছয়টি পদে নেবে ৩৩ জন
  • ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন 
  • ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
  • নৌবাহিনী নেবে নাবিক ও এমওডিসি, পদ ৪০০, দ্রুত আবেদন করুন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইইইতে এমএসসি, জিপিএ ৩.২৫ থাকলে আবেদন