খুলনার ফুলতলা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফারুক মোল্যাকে (৪৮) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেজেরডাঙ্গা রেলস্টেশন রোড এলাকায় তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন। রাত সাড়ে ১১টার দিকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত ফারুক মোল্যা উপজেলার পয়গ্রাম এলাকার হাসেম মোল্যার ছেলে। ফুলতলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.
আরো পড়ুন:
নারায়ণগঞ্জে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১
মাটিকাটা নিয়ে যুবদলকর্মীকে পিটিয়ে হত্যা
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ফারুক মোল্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে তার পায়ের রগ কেটে যায়। এছাড়া, তার মাথার পেছনের আঘাতও ছিল গুরুতর। গত রাত সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
ফুলতলা থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ‘‘ফুলতলা থানায় নিষিদ্ধ চরমপন্থী সন্ত্রাসী তালিকায় ফারুক মোল্যার নাম ৫ নম্বরে আছে। দুটি হত্যা মামলায় আদালত তাকে ৭৪ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। উচ্চ আদালত থেকে তিনি জামিনে ছিলেন।’’
ঢাকা/নূরুজ্জামান/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য ফ লতল
এছাড়াও পড়ুন:
নাটোরে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প
নাটোরে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আওতায় নাটোর এরিয়ার ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ডায়াবেটিস, ব্লাড প্রেসার, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ ) সকাল ১০টায় ওয়ালটন প্লাজা নাটোর এরিয়ার উদ্যোগে নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীপুর বাজারে কিস্তি মেলার প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার রিজিওনাল সেলস ম্যানেজার মো. তৌফিকুর রহমান সুমেল, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মো. আমিনুর ইসলাম, নাটোর ওয়ালটন প্লাজার ম্যানেজার দেওয়ান শাহ আলম, নাটোর মাদ্রাসা মোড় ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. মামুনুর রশিদ, বনপাড়া ওয়ালটন মডেল প্লাজার ম্যানেজার মো. মহিদুল আলম, লালপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার সঞ্জিত গুহ প্রমুখ।
চিকিৎসাসেবা দেন নাটোর প্রাইম ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. আলমগীর হোসেন এবং তার সহকারী রুহী খাতুন।
ডায়াবেটিস, ব্লাড প্রেসার, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলারও আয়োজন করা হয়। এতে ওয়ালটনের গ্রাহকসহ সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তারা এসব সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকে ওয়ালটনের বিভিন্ন পণ্য দেখে কেনার আগ্রহ প্রকাশ করেন। পণ্যও কেনেন অনেকে।
চিকিৎসাসেবা নিতে আসা সালেহা বেগম, আয়েশা খাতুন, রুবি খাতুন, তাজুল ইসলাম, সাজেদুল ইসলাম ও আইয়ুব আলী জানান, ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে তারা ওয়ালটন পরিবারের কাছে কৃতজ্ঞ। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে তারা অনেক খুশি। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে ওয়ালটন কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানিয়েছে ওয়ালটন প্লাজার কর্মকর্তারা।
ঢাকা/আরিফুল/এস