ঐতিহ্য ও আভিজাত্যে মোড়া ‘লা রিভে’র ঈদ কালেকশন
Published: 20th, March 2025 GMT
মুভমেন্ট শিরোনামে ঈদের দারুণ একটি কালেকশন লঞ্চ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। ব্র্যান্ডটির এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসেও যুক্ত হয়েছে অভিজাত পার্টি পোশাকের নজরকাড়া সব ডিজাইন। পুরো পরিবারের সবার জন্য ম্যাচিং ফ্যামিলি কম্বো, বাবা-মা, মা-মেয়ের ম্যাচিং মিনি-মি ডিজাইন থেকে শুরু করে নারী, পুরুষ, টিন, কিড ও নিউবর্ন- সব বয়সের সবার জন্যই ঈদের সবচেয়ে ট্রেন্ডি স্টাইল যোগ হয়েছে ঈদ কালেকশনে।
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘ঈদের আনন্দ দ্বিগুন হয়ে ওঠে যখন তা পরিবার ও প্রিয়জনের সাথে শেয়ার করা হয়। এই ঈদে পরিবার ও প্রিয় সম্পর্কের সাথে যুক্ত থাকতে আপনার সকল ’মুভমেন্ট’ বা পদক্ষেপে ইতিবাচকতা যোগ করবে লা রিভের ঈদ কালেকশন ২০২৫’।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ফ্যাশনে এখন সবচেয়ে জনপ্রিয় কিছু থিমের একটি হলো মুভমেন্ট। যার অর্থ গতি বা এগিয়ে চলা। আমাদের যেকোন মুভমেন্টের কোর ইন্সপিরেশনে আছে সংযোগ বা কানেকশনের আকাঙ্খা। সেটা মনের কানেকশন হতে পারে, আত্মিক, সামাজিক বা বডির কানেকশনও হতে পারে। ঈদ কালেকশনের জন্য আমরা মুভমেন্টকে থিম হিসেবে বেছে নিয়েছি। ঈদ এমন একটি আয়োজন যেখানে সবগুলো কানেকশনের কম্বিনেশন তৈরি হয়। এই ভাবনাকে ফ্যাশনে ফুটিয়ে তুলতে হয় কালার প্যালেট ও প্যাটার্নে। তাই এই কালেকশনে আমরা মনের শান্তি আসে এমন সব আর্দি, জুয়েল ও প্যাস্টেল টোন যেমন পার্পল টনিক, ওয়াশড্ ব্ল্যাক, কুল ব্লু, কর্নফ্লাওয়ার ব্লু, ড্যাজলিং রেইনবো, ডেলিকেট সাইরাস ও নিউট্রাল টোনে ফোকাস করেছে লা রিভ। এনার্জি দেয় এমন রঙ যেমন অর্কিড পিঙ্ক, সোলার ফ্লাশ, হাইপার ব্লাশ, মভ পিঙ্ক, ডাস্টি ব্লু সহ ভাইব্রেন্ট মনোক্রোমাটিক কালার চোখে পড়বে এই কালেকশনে। ফেস্টিভ মোড আনার জন্য রেড, ব্লুক, ব্ল্যাক, অরেঞ্জ, টেরাকোটা, গোল্ডেন রঙের প্রাধান্য দেখা যাবে।
নারীদের জন্য পার্টি, এথনিক ও ক্যাজুয়াল; সব ধরনের অনুষ্ঠান -উপযোগি থাকছে ঈদ ২০২৫ কালেকশনে। ট্রেন্ডি সালোয়ার কামিজ, কো-অর্ড সেট, শ্রাগ-স্টাইল টিউনিক, মিডি টিউনিক, টপস, শার্ট, কেপ, কামিজ, গাউন, মসলিন, হাফ-সিল্ক ও সুতির শাড়ির দারুন সব স্টাইল নিয়ে আসা হয়েছে। লা রিভের এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসে পাওয়া যাবে মসলিনের শ্রাগ ও গাউন কম্বো, স্কার্ট-কামিজ সেট, কেপ-স্টাইল টপ, লেয়ার্ড-লঙ টিউনিক, ফ্লেয়ার্ড ও কাফতান-কাট টিউনিক, সালোয়ার কামিজসহ অভিজাত সব পার্টি-স্টাইল।
পুরুষদের জন্য রয়েছে প্ল্যাকেটে মিনিমাল ও ভারি কাজ করা পাঞ্জাবি, শার্ট, পোলো ও টিশার্ট এবং ডেনিম ও প্যান্ট পাজামার নতুন ডিজাইন। ফ্যাশন-ফরোয়ার্ড টিন’দের জন্য রয়েছে বয়স-উপযোগি উৎসবের পোশাক। কিডস কালেকশনে পাওয়া যাবে সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি, ফ্রক, টিউনিক, টপ-বটম সেট, পাঞ্জাবি, পোলো ও টি-শার্ট সহ ম্যাচিং বটমসের কালেকশন। ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে থাকছে বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং মিনি-মি কালেকশন। পরিবারের নতুন সদস্যদের জন্য নিউ-বর্ন কালেকশনেও থাকছে ঈদ-উপযোগি পোশাক।
লা রিভ ঈদ কালেকশন ইতিমধ্যে পৌঁছে গেছে ঢাকাসহ, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়নমনসিংহ, বরিশাল, খুলনা ও সিলেটের সব স্টোরে। ঘরে বসেই ঈদ শপিং করতে ভিজিট করুন লা রিভের অনলাইন পোর্টালে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ঈদ ক ল কশন দ র জন য ক ন কশন পর ব র
এছাড়াও পড়ুন:
ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জাপানের কানসাইয়ের ওসাকায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ এর বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেছেন টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান।
শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে আব্দুর রহিম খান বলেন, ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে রপ্তানি পণ্যের প্রদর্শন বিশ্বব্যাপী আমাদের দেশের ব্যাপক পরিচিতি এনে দেবে এবং আমাদের দেশের পণ্যের প্রতি বিদেশি ক্রেতারা আরো বেশি আকৃষ্ট হবে।
ছয় মাস ব্যাপী বিশ্বের অন্যতম বৃহৎ এ এক্সপোতে বিশ্বের ১৬৫টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলোর ব্যবসায়ী এবং ক্রেতাদের জন্য ওয়ার্ল্ড এক্সপো অপূর্ব সুযোগ তৈরি করতে সক্ষম হবে বলে আয়োজকরা ধারণা করছেন। শনিবার ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
প্যাভিলিয়ন উদ্বোধনকালে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও জাপানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে মোট আঠারোটি জোনে বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি পণ্য প্রদর্শিত হবে।