ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে ২৪ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ সকালে ঘোষিত দলে অবধারিতভাবে আছেন এই মুহূর্তে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় বিজ্ঞাপন হামজা চৌধুরী।

সম্প্রতি সৌদি আরবে ১২ দিনের ক্যাম্প করে আসা ২৯ জনের দল থেকে বাদ পড়েছেন তিন ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা ও আরিফ হোসেন এবং ডিফেন্ডার তাজ উদ্দিন। ইতালিপ্রবাসী ফাহামিদুলের বাদ পড়ার বিষয়টি আগেই জানাজানি হয়েছিল। এ নিয়ে এখনো অনেক আলোচনা-সমালোচনা চলছে।

দলে গোলকিপার তিনজন, রক্ষণভাগে সাতজন, আক্রমণভাগে খেলবেন পাঁচজন। মাঝমাঠের খেলোয়াড়দের আধিক্য বেশি—নয়জন। হামজার সঙ্গে অধিনায়ক জামাল ভূঁইয়া, শেখ মোরছালিনের মতো উঠতি তারকা, কানাডায় দীর্ঘ দিন কাটিয়ে আসা সৈয়দ শাহ কাজেম কিরমানি আছেন এই তালিকায়। শাহ কাজেমের আরেক পরিচয় বাংলাদেশের সাবেক ক্রিকেটার হালিম শাহর ছেলে।

ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ফেব্রুয়ারিতে ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তখনই প্রথমবারের মতো ডাক পান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা।

আরও পড়ুনহামজা চৌধুরী কে, কেমন খেলেন, বাংলাদেশ দল কতটা উপকৃত হবে৩ ঘণ্টা আগে

সৌদিতে ক্যাম্প করতে যাওয়ার যাওয়ার আগে স্কোয়াড থেকে এক ঝটকায় আটজনকে ছেঁটে ফেলেন কাবরেরা। ক্যাম্পে মিডফিল্ডার পাপন সিংহ ও ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা চোটে পড়লে স্কোয়াড নেমে আসে ২৮ জনে। সেই স্কোয়াড থেকে আরও চারজনকে বাদ দিয়ে আজ ঘোষণা করা হলো চূড়ান্ত দল।

শিলংয়ে রওনা হওয়ার আগে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সাবেক ছাত্রলীগ নেতা সিয়ামের সম্পদ জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুর্নীতির অভিযোগ থাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকের পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত সৈয়দ সোহানুর রহমান সিয়ামের স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। 

সিয়াম বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও পিএসসির প্রশ্নফাঁস কেলেঙ্কারির মামলার আসামি আবেদ আলী জীবনের ছেলে।

রবিবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে কমিশনের উপসহকারী পরিচালক জাকির হোসেন সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আবেদন করেন। স্থাবর সম্পদের মধ্যে, মাদারীপুরের কালকিনি উপজেলার ১৮ শতাংশ জমি রয়েছে। 

অস্থাবর সম্পদের মধ্যে, সোহানের নামে থাকা ২৩ লাখ দামের একটি গাড়ি ও দুটি ব্যাংক হিসাব। সেখানে এক হিসাবে রয়েছে ১৩৮ টাকা, আরেকটিতে ১৪৫৮ টাকা রয়েছে।

অবরুদ্ধের আবেদনে বলা হয়, সৈয়দ সোহানুর রহমান সিয়ামের স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর হওয়ার সম্ভবনা রয়েছে।

সুষ্ঠু তদন্তের স্বার্থে সোহানুর রহমান সিয়ামের নামে অর্জিত স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

এরআগে গত ৭ এপ্রিল সৈয়দ আবেদ আলী জীবনের ১টি গাড়ি, ১৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ও দুইটি ফ্ল্যাট, একটি ছয় তলা বাড়ীসহ ৮ দশমিক ৮৮ বিঘা জমি জব্দের আদেশ দেন একই আদালত। এর আগে ৫ জানুয়ারি অবৈধভাবে পাঁচ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ৪৫ কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও তাদের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঢাকা/মামুন/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ