Samakal:
2025-03-20@15:35:38 GMT

সেইলরে শিশুর ঈদ পোশাক

Published: 20th, March 2025 GMT

সেইলরে শিশুর ঈদ পোশাক

ফ্যাশন ব্র্যান্ড সেইলর এবারের ঈদে শিশু ও নবজাতকের পোশাক কালেকশনে এনেছে  নতুনত্ব। আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাক ঈদে যেমন মানানসই তেমনি আবহাওয়া উপযোগী। 

ফ্যামিলি কালেকশন এবং সিবলিং কালেকশনের সঙ্গে মিল রেখে ফ্যাশনেবল প্যাটার্নে শিশুদের জন্যও রয়েছে পোশাক। থ্রি-পিস, টু-পিস, কুর্তি, ঘাগরা চোলিতে ব্যবহার করা হয়েছে উচ্চমানের সেইলর সিফন জ্যাকার্ড,সেইলর ব্লেন্ডেড গ্লো, সেইলর সিফন ফেব্রিক। 


সেইলরের কমফোর্টেবল ভিসকস ফেব্রিক, রেয়ন, রেয়ন জ্যাকার্ড, সেইলর ক্রাফটেড ব্লেন্ডেড কালেকশনের শর্ট টপস,  পাঞ্জাবি ও আধুনিক প্যাটার্নের শার্ট তো থাকছেই। 
ঈদে  পার্টিসাজে সাজাতে বাচ্চাদের জন্য পার্টি ফ্রক ও টিনএজদের জন্য পার্টি স্যুটের কালেকশন রয়েছে ব্র্যান্ডটিতে। এছাড়াও ডেকোরেটিভ নেট, প্রিন্টেড কটন সাটিন, সেইলর প্রিমিয়াম জ্যাকার্ড, কটন রেয়ন জ্যাকার্ড, সেইলর গ্রিড লাক্সারিয়াস, সেইলর লুম জ্যাকার্ড, সেইলর মিলাঞ্জ ব্লেন্ড ব্লিস, থ্রিডি এপ্লিক ফ্লাওয়ার নেট এবং সিকুয়েন্স নেট ফেব্রিক পার্টি কালেকশন, যুক্ত করেছে নতুন মাত্রা । পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোন আউটলেটে। এছাড়া কেনা যাবে অনলাইন থেকে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ইলর ক ল কশন স ইলর

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় “পাঠাও” কর্মীর মৃত্যু

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অংশে সড়ক দুর্ঘটনায় রাফি মিয়া (২৩) নামে "পাঠাও কুরিয়ার"এ কর্মরত এক কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে পাঁচটা'র সময় উপজেলার পিরোজপুর ইউনিয়ন সংলগ্ন মহাসড়কের মারিখালী ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহত রাফি চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মইনুল মিয়ার ছেলে। সে চাকুরী সুবাধে সোনারগাঁয়ের গোহাট্টা এলাকায় ভাড়া থাকতেন। সোনারগাঁ ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার জাহিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, নিহত যুবক পাঠাও কুরিয়ারে অনলাইনের পন্য ডেলিভারি করতেন। উপজেলার মেঘনা নিউটাউন এলাকা থেকে পন্য ডেলিভারি দিয়ে আসার সময় পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারীখালী ব্রিজে এলে পেছন থেকে আসা বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে। মারাত্মকভাবে আহত হলে ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়।  

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোর্শেদ জানান, পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত করা গেছে। পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলমান। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

সম্পর্কিত নিবন্ধ