ফেনসিডিল বহনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন
Published: 20th, March 2025 GMT
নড়াইলে ফেনসিডিল বহনের দায়ে আব্দুল মোতালেব (৬৭) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মাদ শাহিনুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল মোতালেব গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের উত্তরপাড়ার মৃত আবুল কালাম শেখের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ জানুয়ারি নড়াইল শহরের রূপগঞ্জ গোডাউন এলাকায় মোতালেবের কাছ থেকে ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল সার্কেলের সদস্যরা। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মোতালেবের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/শরিফুল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৭টি মসজিদ ৩টি মাদ্রাসায় আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এসেস্ট’র অনুদান প্রদান
আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এসেস্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব দুস্থদের মাঝে ও ৭টি মসজিদ ৩টি মাদ্রাসায় আর্থিক অনুদান ও হামদ নাত ও ক্বেরাত মাদ্রাসার ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে খানপুর পলস্টার ক্লাব মাঠে আর্থিক অনুদান ও হামদ, নাত ও ক্বেরাত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এসেস্ট এর সভাপতি মোঃ জাহিদ হাসান সিদ্দিকী।
এসময় আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এসেস্ট এর উদ্যোগে ৭টি মসজিদে আর্থিক অনুদান ও ৩টি মাদ্রাসার কোরআন শরীফ কেরাত, হামদ বারী তায়ালা ও নাতে রাসূল প্রতিযোগিতায় ছাত্রদের মাঝে প্রথম দ্বিতীয় ও তৃতীয় ছাত্রদের পুরস্কার বিতরণ করা হয়।
আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এসেস্ট সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির পোকন এর সভাপতিত্বে ও আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এসেস্ট এর সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আলমগীর কবির এর সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন, আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এসেস্টের সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এসেস্ট সদস্য মাসুদুর রহমান, মোঃ শহিদ হোসেন স্বপন, মোঃ আব্দুর রাজ্জাক, হাজী জাহিদ হোসেন, মোঃ রহমত উল্লাহ খান, মোহাম্মদ মাহবুব হোসেন, আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এসেস্ট এর ম্যানেজার জুয়েল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এসেস্ট এর সকল সম্পত্তি স্কুল, ক্লাব, মাঠ পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহিদ হাসান সিদ্দিকী।