খেতাবপ্রাপ্ত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বীর মুক্তিযোদ্ধা-প্রথম প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম হৃৎপিণ্ড-এক্সএআই উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট কী—জেনে নিন
Published: 20th, March 2025 GMT
১. আন্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন?
ক. ৭ম
খ. ৮ম
গ. ৯ম
ঘ. ১০ম
উত্তর: গ. ৯ম
২. সম্প্রতি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যপদ ফিরে পেয়েছে—
ক. সিরিয়া
খ. বুরকিনা ফাসো
গ. আলবেনিয়া
ঘ. উজবেকিস্তান
উত্তর: ক. সিরিয়া (ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৭)
আরও পড়ুনএসএসসি ২০২৫-এর একটি পরীক্ষা পেছাল, নতুন রুটিনে কোন পরীক্ষা কবে২ ঘণ্টা আগে৩.
রামসাগর জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত?
ক. শেরপুর
খ. নীলফামারী
গ. দিনাজপুর
ঘ. হবিগঞ্জ
উত্তর: গ. দিনাজপুর
৪. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বন ‘টেংরাগিরি বনাঞ্চল’ কোন জেলায় অবস্থিত?
ক. কক্সবাজার
খ. ভোলা
গ. সাতক্ষীরা
ঘ. বরগুনা
উত্তর: ঘ. বরগুনা
৫. বাংলাদেশে কয়টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে?
ক. ৫টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ১০টি
উত্তর: ঘ. ১০টি
আরও পড়ুনএকসময় পোশাক কারখানায় কাজ করতেন, এখন বাংলাদেশ ব্যাংকের অফিসার১৯ মার্চ ২০২৫৬. মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম খেতাবপ্রাপ্ত ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত বীর মুক্তিযোদ্ধা—
ক. ইউ কে চিং মারমা
খ. সুকান্ত চাকমা
গ. কাঁকন বিবি
ঘ. মং ছেন লা
উত্তর: ক. ইউ কে চিং মারমা
৭. কার নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয়?
ক. স্যার সৈয়দ আহমদ খান
খ. সৈয়দ আমীর আলী
গ. মওলানা আজাদ
ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ
উত্তর: ক. স্যার সৈয়দ আহমদ খান
৮. কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন—
ক. ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড
খ. মেলানি জোলি
গ. মার্ক কার্নি
ঘ. বিল ব্লেয়ার
উত্তর: গ. মার্ক কার্নি
৯. ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালিত হয়—
ক. ২০ মার্চ
খ. ১৮ মার্চ
গ. ১০ মার্চ
ঘ. ৬ মার্চ
উত্তর: গ. ১০ মার্চ
১০. আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) সর্বশেষ সদস্যদেশ—
ক. ইরিত্রিয়া
খ. ইউক্রেন
গ. আর্জেন্টিনা
ঘ. সোমালিয়া
উত্তর: খ. ইউক্রেন (১২৫তম সদস্য)
আরও পড়ুনতিন বছর পর সমবায় অধিদপ্তরের সংশোধিত বিজ্ঞপ্তি, পদ ৫১১ ২ ঘণ্টা আগে১১. নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠিত হয়—
ক. ১৯৯৭ সালে
খ. ২০০০ সালে
গ. ২০০২ সালে
ঘ. ২০০৫ সালে
উত্তর: খ. ২০০০ সালে
১২. বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় (এলডিসি) যুক্ত হয়—
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৭ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৫ সালে
উত্তর: ঘ. ১৯৭৫ সালে
১৩. ইলন মাস্কের মালিকানাধীন এক্সএআই উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট—
ক. গ্রোক
খ. ক্লাউড
গ. পো
ঘ. ক্যারেক্টার এআই
উত্তর: ক. গ্রোক
১৪. মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানায় গ্রেপ্তার করা রদ্রিগো দুতার্তে কোন দেশের সাবেক প্রেসিডেন্ট?
ক. মেক্সিকো
খ. ফিলিপাইন
গ. লাওস
ঘ. গুয়েতেমালা
উত্তর: খ. ফিলিপাইন
১৫. বিশ্বে প্রথম প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম হৃৎপিণ্ড—
ক. পাম্পআপ
খ. বিটাকোর
গ. বিটাহার্ট
ঘ. বাইভাকোর
উত্তর: ঘ. বাইভাকোর
১৬. ২০০১ সালে প্রতিষ্ঠিত সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্যরাষ্ট্র কয়টি?
ক. ৯টি
খ. ১২টি
গ. ১৪টি
ঘ. ১৫টি
উত্তর: ক. ৯টি
১৭. চীনের সহযোগিতায় নির্মিত চ্যাঙ্কে বন্দর কোন দেশে অবস্থিত?
ক. চিলি
খ. পেরু
গ. কলোম্বিয়া
ঘ. ভেনিজুয়েলা
উত্তর: খ. পেরু
১৮. বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়—
ক. ১৯৭৬ সালে
খ. ১৯৮২ সালে
গ. ১৯৮৬ সালে
ঘ. ১৯৮৮ সালে
উত্তর: গ. ১৯৮৬ সালে
১৯. বিরোধপূর্ণ নাগরনো কারাবাখ অঞ্চল নিয়ে কোন দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে—
ক. ভারত, চীন
খ. আফগানিস্তান, পাকিস্তান
গ. চীন, দক্ষিণ কোরিয়া
ঘ. আর্মেনিয়া, আজারবাইজান
উত্তর : ঘ. আর্মেনিয়া, আজারবাইজান
২০. বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অবদান রাখায় এ বছর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন—
ক. মেহেদী হাসান খান
খ. জামাল নজরুল ইসলাম
গ. ড. মাকসুদুল আলম
ঘ. সেঁজুতি সাহা
উত্তর : খ. জামাল নজরুল ইসলাম
* লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
আরও পড়ুনগ্রামীণ ব্যাংক–প্রবাসীদের আর্থিক সেবা প্ল্যাটফর্ম-প্রথম নারী ফরেস্টার-বৃহত্তম স্থলবন্দর কোনটি—জেনে নিন১৩ মার্চ ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পুলিশে ২০০০ কনস্টেবল নিয়োগ, কোন জেলায় কত শূন্য পদ
বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৪ জেলা থেকে ২ হাজার প্রার্থী নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলাভিত্তিক শূন্য পদ অনুসারে সবচেয়ে বেশি প্রার্থী নেওয়া হবে ঢাকা জেলা থেকে—১৬৭ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম জেলা থেকে ১০৬ জনকে নেওয়া হবে।
এ ছাড়া গাজীপুর জেলায় নেওয়া হবে ৪৭ জন, মানিকগঞ্জে ১৯, মুন্সিগঞ্জে ২০, নারায়ণগঞ্জে ৪১, নরসিংদীতে ৩১, ফরিদপুরে ২৭, গোপালগঞ্জে ১৬, মাদারীপুরে ১৬, রাজবাড়ীতে ১৫, শরীয়তপুরে ১৬, কিশোরগঞ্জে ৪১, টাঙ্গাইলে ৫০, ময়মনসিংহে ৭১, জামালপুরে ৩২, নেত্রকোনায় ৩১, শেরপুরে ১৯, বান্দরবানে ৫, কক্সবাজারে ৩২ জন।
আরও পড়ুনজীবন বীমা করপোরেশনে বড় নিয়োগ, নেবে ৫৪০ জন১৮ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়া জেলায় নেওয়া হবে ৩৯ জন, চাঁদপুরে ৩৪, কুমিল্লায় ৭৫, খাগড়াছড়িতে ৯, ফেনীতে ২০, লক্ষ্মীপুরে ২৪, নোয়াখালীতে ৪৩, রাঙামাটিতে ৮, রাজশাহীতে ৩৬, জয়পুরহাটে ১৩, পাবনায় ৩৫, সিরাজগঞ্জে ৪৩, নওগাঁয় ৩৬, নাটোরে ২৪, চাঁপাইনবাবগঞ্জে ২৩, বগুড়ায় ৪৭, রংপুরে ৪০, দিনাজপুরে ৪২, গাইবান্ধায় ৩৩, কুড়িগ্রামে ২৯, লালমনিরহাটে ১৭, নীলফামারীতে ২৫, পঞ্চগড়ে ১৪, ঠাকুরগাঁওয়ে ১৯, খুলনায় ৩২, যশোরে ৩৮, ঝিনাইদহে ২৫, মাগুরায় ১৩, নড়াইলে ১০, বাগেরহাটে ২০, সাতক্ষীরায় ২৮, চুয়াডাঙ্গায় ১৬, কুষ্টিয়ায় ২৭, মেহেরপুরে ৯, বরিশালে ৩২, ভোলায় ২৫, ঝালকাঠিতে ৯, পিরোজপুরে ১৫, বরগুনায় ১২, পটুয়াখালীতে ২১, সিলেটে ৪৮, মৌলভীবাজারে ২৭, সুনামগঞ্জে ৩৪ ও হবিগঞ্জে ২৯ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
এই দুই হাজার কনস্টেবল নিয়োগে আবেদন শেষ হয়েছে গত ১৮ মার্চ। আবেদন শেষে বিভিন্ন জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, শারীরিক সহনশীলতা পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা আলাদাভাবে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি জেলায় শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সহনশীলতা পরীক্ষা নেওয়া হয়েছে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালায় থাকছে না নারী ও পোষ্য কোটা১১ এপ্রিল ২০২৫যেসব জেলায় পরীক্ষা বাকি আছে সেগুলোর সময়সূচি—
নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সহনশীলতা পরীক্ষা ১৬, ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে ১৩ মে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে ২২ মে।
নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সহনশীলতা পরীক্ষা ১৯, ২০ ও ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে ২০ মে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে ২৯ মে।
আবেদনকারী প্রার্থীদের এসব তারিখ অনুসরণ করে নির্ধারিত সময়ে নিজ নিজ জেলার পুলিশ লাইনস মাঠে উপস্থিত থাকতে হবে।
আরও পড়ুনআইপিসিসি বৃত্তি, ৫ থেকে ১৫ পৃষ্ঠার গবেষণাপ্রস্তাবে বছরে মিলবে ১৫০০০ ইউরো২২ ঘণ্টা আগে