লিবিয়ার বেনগাজী থেকে বিপদগ্রস্ত আরো ১৬১ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বৃহস্প‌তিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৬টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার অব্যাহত প্রচেষ্টা এবং আইওএমের সহায়তায় বেনগাজী থেকে বিপদগ্রস্ত ১৬১ বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানো হয়েছে। আইওএম থেকে ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট (ইউজেড২২২) বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৯ মার্চ ২০২৫ বিকেল সাড়ে ৫টায় উড্ডয়ন করে।

দূতাবাস আরো জানায়, আগামী ২৬ মার্চ দেশ‌টি থেকে আরও ১৬০ জনের মতো বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে।

এসব বাংলাদেশিকে নিরাপদে দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএমের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ঢাকা/হাসান/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নওদাগা এলাকায় বাসের ধাক্কায় চৈতন্য পাল (৩৮) নামে একজন ভ্যানচালক নিহত হয়েছেন। 

রবিবার (১৩ এপ্রিল) সকালে কালীগঞ্জ-জীবননগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চৈতন্য পাল কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের কার্তিক পালের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার ফাজিলপুর গ্রাম থেকে নিজের ভ্যানে কলা নিয়ে চৈতন্য পাল কোটচাঁদপুরে যাচ্ছিলেন। পথে এলাঙ্গী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। ভ্যান থেকে চালক চৈতন্যপাল ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে কোটচাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঢাকা/শাহরিয়ার/টিপু 

সম্পর্কিত নিবন্ধ