গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
Published: 20th, March 2025 GMT
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানা শ্রমিকেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় ইউটাহ নিটিং অ্যান্ড ডায়িং কারখানার শ্রমিকরা ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সকালে শতাধিক শ্রমিক কারখানায় কাজ বন্ধ রেখে কারখানার নিচে বিক্ষোভ শুরু করেন। পরে মহাসড়কে অবস্থান নেন।
শ্রমিকদের দাবি, ঈদুল ফিতরের আগে শ্রমিকদের ছুটি বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিতে হবে।
এ বিষয়ে সালনা হাইওয়ে থানায় ওসি সালেহ আহমেদ গণমাধ্যমকে জানান, সরকারি ছুটি অনুযায়ী তাদেরকে একই সমান ছুটি দিতে হবে এমন দাবিতে মহাসড়ক অবরোধ করেছে তারা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক অবর ধ
এছাড়াও পড়ুন:
সিরাজগঞ্জে চাচা-ভাতিজার লাশ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর চাচা ও ভাতিজার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার বৈকুন্ঠপুরে ভেড়াদহ ব্রিজের কাছে খালের কচুরিপানার ভিতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) ও একই গ্রামের বদিউজ্জামান শেখের ছেলে রিয়াজ শেখ (২২)
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (১৬ মার্চ) রাতে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর বাজার থেকে চাচা ও ভাতিজা নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে সোমবার (১৭ মার্চ) থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। ভেড়াদহ খালে দুটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরো পড়ুন:
দিনাজপুরে একই দড়িতে ঝুলছিল মা ও মেয়ের লাশ
ছাত্র আন্দোলনে নিহত তানজিন তিশার সহকারীর লাশ কবর থেকে উত্তোলন
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে মৃত্যুর বিষয়ে জানা যাবে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
ঢাকা/রাসেল/বকুল