উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাতে নেদারল্যান্ডসের মাঠে খেলবে স্পেন। ফিরতি লেগ আগামী রোববার স্পেনের মাঠে। দেশটির প্রথম মুসলিম ফুটবলার হিসেবে ম্যাচ দুটি রোজা রেখে খেলবেন লামিনে ইয়ামাল। এ নিয়ে প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের কোনো আপত্তি নেই।

গতকাল রাতে রটারডামে ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে ইয়ামাল প্রসঙ্গে বলেন, ‘এটা আমাদের কাছে পুরোপুরি স্বাভাবিক ব্যাপার। সে তার ক্লাবে (বার্সেলোনা) যে নীতিমালা, নিয়মকানুন অনুসরণ করছে, এখানেই তা-ই করবে। চিকিৎসা দল ও পুষ্টিবিদ তাকে খাওয়াদাওয়া সম্পর্কে নির্দেশিকা দিয়েছে।’

উদীয়মান তারকা ইয়ামালের জন্ম স্পেনে হলেও তাঁর বাবা মুনির নাসরাউয়ি একজন মরক্কোন মুসলিম। ইয়ামাল তাঁর পৈতৃক পরিবারের সম্মানে মুসলিমদের পবিত্র মাস রমজানে রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে কদিন আগে জানায় স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।

স্পেনকে ইউরো ও নেশনস লিগের শিরোপা জেতানো কোচ দে লা ফুয়েন্তে আরও বলেছেন, সব ধর্মের প্রতিই তাঁদের শ্রদ্ধা রয়েছে, ‘সকল বিশ্বাসের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। সে খেলার জন্য একদম সেরা অবস্থায় আছে। যদিও আমি আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। কিন্তু আপনাকে সব সময়ের মতো এগিয়ে যেতে হবে।’

ইয়ামালই স্পেন জাতীয় দলে খেলা প্রথম মুসলিম ফুটবলার নন। আদামা ত্রাওরে, আনসু ফাতি, মুনির এল হাদ্দাদিরাও ইসলাম ধর্মাবলম্বী।

তবে ত্রাওরে ও ফাতি রমজান মাসে স্পেনের হয়ে এখনো কোনো ম্যাচ খেলেননি। ২০১৪ সালের সেপ্টেম্বরে স্পেনের হয়ে অভিষেক হয় মুনিরের। দেশটির জার্সিতে তিনি ওই এক ম্যাচই খেলেছেন। তবে সেই সময় রমজান মাস ছিল না।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিরাজগঞ্জে চাচা-ভাতিজার লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর চাচা ও ভাতিজার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার বৈকুন্ঠপুরে ভেড়াদহ ব্রিজের কাছে খালের কচুরিপানার ভিতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। 

নিহতরা হলেন, রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) ও একই গ্রামের বদিউজ্জামান শেখের ছেলে রিয়াজ শেখ (২২)

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (১৬ মার্চ) রাতে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর বাজার থেকে চাচা ও ভাতিজা নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে সোমবার (১৭ মার্চ) থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। ভেড়াদহ খালে দুটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

আরো পড়ুন:

দিনাজপুরে একই দড়িতে ঝুলছিল মা ও মেয়ের লাশ 

ছাত্র আন্দোলনে নিহত তানজিন তিশার সহকারীর লাশ কবর থেকে উত্তোলন

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে মৃত্যুর বিষয়ে জানা যাবে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
 

ঢাকা/রাসেল/বকুল

সম্পর্কিত নিবন্ধ