মেসি–দিবালার পর চোট কেড়ে নিল মার্তিনেজকেও, আর্জেন্টিনার আক্রমণভাগে খেলবেন কারা
Published: 20th, March 2025 GMT
লিওনেল মেসি ও পাওলো দিবালার পর যোগ হলো আরেকটি নাম—লাওতারো মার্তিনেজ। অবস্থা দেখে মনে হতে পারে, এ যেন চোটে পড়া খেলোয়াড় বাছতে আক্রমণভাগ উজাড়!
২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে চলতি মাসে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চোটের কারণে এ দুটি ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন মেসি ও দিবালা। এবার মার্তিনেজও যোগ দিলেন ছিটকে পড়া খেলোয়াড়দের তালিকায়। কারণ ওই একই—চোট। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন ইন্টার মিলান স্ট্রাইকার।
আরও পড়ুনহামজা চৌধুরী কে, কেমন খেলেন, বাংলাদেশ দল কতটা উপকৃত হবে২ ঘণ্টা আগেগত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো ফিরতি লেগে ফেইনুর্ডের বিপক্ষে ইন্টারের জয়ের ম্যাচে মাংসপেশিতে চোটের কারণে বেঞ্চে বসে ছিলেন মার্তিনেজ। গত রোববার সিরি ‘আ’তে আতালান্তার ২-০ গোলে ইন্টারের জয়ে গোলও করেন। এরপর আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে যোগ দিলেও চোটের কারণে সরে দাঁড়াতে হলো ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারকে।
মেজর লিগ সকারে ইন্টার মায়ামির ম্যাচে বাঁ ঊরুতে ব্যথা পাওয়ায় মার্চে বাছাইপর্বের ম্যাচ দুটি খেলা হচ্ছে না মেসির। বাঁ পায়ে মাংসপেশির চোটে ভুগে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এএস রোমা তারকা দিবালা। গঞ্জালো মন্তিয়েল ও জোভান্নি লো সেলসোদেরও চোটের কারণে এ দুটি ম্যাচে খেলা হচ্ছে না।
চোটের কারণে মার্তিনেজও ছিটকে পড়ায় প্রশ্ন উঠেছে, আর্জেন্টিনার আক্রমণভাগে কাদের দেখা যাবে। কোচ লিওনেল স্কালোনির হাতে অবশ্য বিকল্প আছে। আতলেতিকো মাদ্রিদ তারকা হুলিয়ান আলভারেজের ম্যাচের শুরু থেকে খেলার সম্ভাবনা বেশি। মার্তিনেজের জায়গায় দেখা যেতে পারে আতলেতিকোর ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনেকে। নিকোলাস গঞ্জালেস, নিকো পাজ ও থিয়াগো আলমাদাও ভালো বিকল্প হয়ে উঠতে পারেন স্কালোনির।
আরও পড়ুনব্রাজিলিয়ান ক্লাবগুলোকে টারজানের শিম্পাঞ্জির সঙ্গে তুলনা করে ক্ষমা চাইলেন তিনি১৩ ঘণ্টা আগেমার্তিনেজের ছিটকে পড়া নিয়ে আর্জেন্টিনা ফুটবল দলের এক্স হ্যান্ডলে বলা হয়, ‘বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় মার্চের দুটি ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন লাওতারো মার্তিনেজ।’
আগামীকাল বাংলাদেশ সময় ভোরে মন্টেভিডিওতে স্বাগতিক উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ২৬ মার্চ বুয়েনস এইরেসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে স্কালোনির দল। দক্ষিণ আমেরিকার বাছাইয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট পাওয়া ব্রাজিল টেবিলের পাঁচে।
পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পাবে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে–অফ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট ন ইন ট র
এছাড়াও পড়ুন:
প্যালেসকে ধসিয়ে লিগে সেরা চারে ম্যানসিটি
মৌসুমে সব কিছু হারিয়ে ম্যানচেস্টার সিটির চোখ এখন আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে। সেজন্য লিগ টেবিলে সেরা চারে থাকা লক্ষ্য তাদের। যদিও পাঁচে থাকলেও চলবে। ওই লক্ষ্যে নেমে লিগের ৩২তম রাউন্ডে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা।
লিগ টেবিলে ৫৫ পয়েন্ট নিয়ে সেরা চারে ঢুকেছে পেপ গার্দিওলার দল। অবশ্য সমান ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা চেলসির চেয়ে এক ও ছয়ে থাকা নিউক্যাসলের চেয়ে দুই ম্যাচ বেশি খেলেছে ম্যানসিটি।
ঘরের মাঠ ইতিহাদে শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়ে ম্যানসিটি। ম্যাচের ৮ মিনিটে এজে ও ২১ মিনিটে রিচার্ড ক্রিস্টাল প্যালেসকে এগিয়ে নেন। এরপর মরণ কামড় দিয়েছে গার্দিওলার দল। ৩৩ মিনিটে সরাসরি ফ্রি কিকে গোল করেন ডি ব্রুইনি। ৩৬ মিনিটে ইলকে গুন্ডোয়ানের পাসে গোল করে দলকে সমতায় ফেরেন নতুন মিশরীয় রাজা ওমর মারমুশ।
দ্বিতীয়ার্ধের শুরুতে লিড নেয় ম্যানসিটি। ৪৭ মিনিটে দলকে ৩-২ গোলে এগিয়ে নেন মাতেও কোভাসিচ। এরপর ৫৬ মিনিটে সিটিজেনদের পক্ষে চতুর্থ গোল করেন ম্যাকএটি। তার গোলে সহায়তা দেন দলটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন। প্রিমিয়ার লিগে গোলরক্ষক হিসেবে সপ্তম অ্যাসিস্ট নিয়ে রেকর্ড গড়েছেন তিনি। শেষ গোলটি আসে ৭৯ মিনিটে ও’রেলির পা থেকে।
এ নিয়ে চলতি মৌসুমে ম্যানসিটি ৩২ ম্যাচে ১৬টিতে জয় পেয়েছে। হেরেছে ৯টি। বাকি ৭ ম্যাচে ড্র করেছে তারা। ম্যানসিটি তিনে থাকা নটিংহাম ফরেস্ট, পাঁচে থাকা চেলসি, ছয়ে থাকা নিউক্যাসল ও সাতে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে গোল ব্যবধানে এগিয়ে আছে। যেটা পেপ গার্দিওলার দলের জন্য প্লাস পয়েন্ট।