ব্যক্তিগত ও বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য ব্রডকাস্ট মেসেজ পাঠানোর সীমা নির্ধারণ করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ উদ্যোগের আওতায় একজন ব্যবহারকারী প্রতি মাসে সর্বোচ্চ ৩০টি ব্রডকাস্ট মেসেজ পাঠানোর সুযোগ পেতে পারেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্রডকাস্ট মেসেজ পাঠানোর সীমা নির্ধারণের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। ব্যবহারকারীদের অতিরিক্ত ব্রডকাস্ট মেসেজ পাঠানো ঠেকানোর পাশাপাশি স্প্যাম বার্তা কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের পরিকল্পনা অনুযায়ী, ব্যবসায়ীরা নির্দিষ্ট গ্রাহকদের লক্ষ্য করে কাস্টমাইজড ব্রডকাস্ট মেসেজ পাঠাতে পারবেন। এতে পণ্যসংক্রান্ত আপডেট, বিশেষ ছাড়ের ঘোষণা বা অন্যান্য বিপণনমূলক বার্তা অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর (শিডিউল) সুবিধাও দেওয়া হবে। পরীক্ষামূলক পর্যায়ে বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরা বিনা মূল্যে ২৫০টি কাস্টমাইজড ব্রডকাস্ট মেসেজ পাঠানোর সুযোগ পাবেন।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে যে ৮ কাজ কখনো করবেন না ১০ জুন ২০২৪

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ব্যবহারকারীরা যেন অতিরিক্ত বার্তার চাপে বিরক্ত না হন এবং শুধু প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ব্রডকাস্ট মেসেজ দেখতে পান, সে লক্ষ্যে কাজ করছে হোয়াটসঅ্যাপ। নতুন এ উদ্যোগের আওতায় ব্রডকাস্ট মেসেজ পাঠানোর নিয়মে পরিবর্তন আনার পাশাপাশি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের লোগোতেও পরিবর্তন আনা হবে।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে কল করার নতুন চার সুবিধা১৪ ডিসেম্বর ২০২৪

বাজার বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ আয়ের উৎস হয়ে উঠেছে। হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট থেকে বিপণন, গ্রাহকসেবা ও ভেরিফিকেশনের মতো বিভিন্ন ধরনের বার্তা পাঠানোর জন্য অর্থ প্রদান করতে হয়। এত দিন বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরা বিনা মূল্যে সীমাহীন ব্রডকাস্ট মেসেজ পাঠাতে পারলেও শিগগিরই অর্থের বিনিময়ে এ সুযোগ ব্যবহার করতে হবে। এর ফলে হোয়াটসঅ্যাপের আয়ের পরিমাণ আরও বাড়বে।

সূত্র: টেক ক্রাঞ্চ

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে বার্তা ও ছবি নিরাপদ রাখতে ব্যবহার করতে হবে এই ৫ সুবিধা১১ মার্চ ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ য় টসঅ য প র ব যবহ র

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় বিএনপি ও শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভি

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ফতুল্লা আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির ও বিএনপি নেতা নাসিম আবেদীনের বিরুদ্ধে। 

একদিকে বিদ্যালয়ের জমি দখলের খবরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও জাফর সাদিক চৌধুরী। 

জমি দখলের খবরে ছুটে আসেন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ফতুল্লার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় জাফর সাদিক জমি দখল করে স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের ডেকে বিদ্যালয়ের জমি ছেড়ে দেয়ার নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে সদর ইউএনও জাফর সাদিক চৌধুরী বলেন, আমি জমি দখলদার ডেকে তিনদিনের মধ্যে জমির দখল মুক্ত করে দেয়ার নির্দেশ দিয়েছি। অন্যথায় তাঁদের বিরুদ্ধে মামলা হবে।

সম্পর্কিত নিবন্ধ