হঠাৎ ত্বক স্পর্শকাতর হয়ে পড়লে করণীয়
Published: 20th, March 2025 GMT
ঋতু পরিবর্তনের সময় হঠাৎ ত্বক পরিবর্তন হতে শুরু করে। আবহাওয়া পরিবর্তনের প্রভাব পড়ে ত্বকে। বাতাসে আদ্রতা যত বাড়তে থাকে ত্বক ততবেশি নিস্তেজ হয়ে পড়ে। ত্বকে দেখা দেয় রুক্ষতা ও শুষ্কতা। ত্বক বিশেষজ্ঞরা বলছেন, শুধু রোদের তাপে নয় বরং দীর্ঘ সময় অফিসে কিংবা বাসায় এসিতে থাকলে ত্বক ভেতর থেকে ক্ষতিগ্রস্ত হয়। ডি হাইড্রেটেড হয়ে পড়ে।
ভারতীয় ত্বকরোগ বিশেষজ্ঞ সৌভিক গোস্বামী স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘‘বর্তমানে প্রায় প্রতিটি অফিসেই এসি চলে। দিনে ৮-৯ ঘণ্টা এসির বাতাসে থাকার কারণে ত্বকের ক্ষতি হচ্ছে। এতে সহজেই ত্বকে বলিরেখা দেখা দিচ্ছে। কারণ পর্যাপ্ত আর্দ্রতার অভাবেই ত্বকে বলিরেখা চলে আসে। যদিও প্রথমেই সমস্যাটি চোখে পড়ে না। যে কারণে পরিচর্যা করতে দেরি হয়ে যায়।’
ত্বক ডি-হাইড্রেশনে ভুগছে কিনা কীভাবে বুঝবেন:
আরো পড়ুন:
ঈদের আগে চুলের যত্নে যা করতে পারেন
মেয়াদোত্তীর্ণ সাবান ব্যবহার করলে যেসব ক্ষতি
১.
২. চোখের নিচে কালি পড়ে যাওয়া
৩. বলিরেখার সমস্যা
৪. ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়া
৫. অত্যধিক শুষ্ক হয়ে যাওয়া
ত্বক স্পর্শকাতর হয়ে গেলে করণীয়
১. পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।
২. দিনে এক বা দুই কাপের বেশি কফি পান করা যাবে না।
৩) গরমে ত্বকের পরিচর্যায় রাসায়নকি দ্রব্য মিশ্রিত প্রসাধনীর পরিবর্তে প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বক পরিচর্যা করুন।
ঢাকা/লিপি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিরাজগঞ্জে চাচা-ভাতিজার লাশ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর চাচা ও ভাতিজার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার বৈকুন্ঠপুরে ভেড়াদহ ব্রিজের কাছে খালের কচুরিপানার ভিতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) ও একই গ্রামের বদিউজ্জামান শেখের ছেলে রিয়াজ শেখ (২২)
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (১৬ মার্চ) রাতে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর বাজার থেকে চাচা ও ভাতিজা নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে সোমবার (১৭ মার্চ) থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। ভেড়াদহ খালে দুটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরো পড়ুন:
দিনাজপুরে একই দড়িতে ঝুলছিল মা ও মেয়ের লাশ
ছাত্র আন্দোলনে নিহত তানজিন তিশার সহকারীর লাশ কবর থেকে উত্তোলন
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে মৃত্যুর বিষয়ে জানা যাবে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
ঢাকা/রাসেল/বকুল