নগ্নতা, সহিংসতা আরও যেসব কারণে নিষিদ্ধ হয় এই ৭ সিনেমা
Published: 20th, March 2025 GMT
অন্তরঙ্গ দৃশ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ নানা কারণে বিভিন্ন সময়ে অনেক হিন্দি সিনেমাকে প্রদর্শনের অনুপযোগী ঘোষণা করা হয়েছে। কোনো সিনেমা অনেক পরে বিভিন্ন বিতর্কিত দৃশ্য ছেঁটে মুক্তি পেয়েছে, কোনো সিনেমা আবার আজও আলোর মুখ দেখেনি। মুক্তির পর নানা বিতর্কে আটকে থাকা এমন সাত সিনেমা নিয়ে এই প্রতিবেদন। কেবল এই শতকের সিনেমাগুলোই বিবেচনায় নেওয়া হয়েছে।
‘পাঁচ’
ভারতের সার্টিফিকেশন বোর্ডের সঙ্গে অনুরাগ কশ্যপের লড়াইটা শুরু থেকেই। কারণ, তিনি ‘জন্ম থেকেই জ্বলছেন’। অনুরাগের সব সিনেমা নিয়েই অল্পবিস্তর বিতর্ক হয়েছে। তবে প্রথম সিনেমা ‘পাঁচ’ যেন সবকিছুকে ছাড়িয়ে গিয়েছিল। ২০০৩ সালে নির্মিত হয় ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমাটি। ১৯৬৬-৭৭ সালের পুনের একটি ক্রমিক খুনের ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছিল সিনেমাটি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কৃষ্ণাকে ছাড়াই ভুটান গেলেন ৫ নারী ফুটবলার
সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়ার পর ভুটানের ফুটবল লিগে খেলতে গেলেন আরও পাঁচ নারী ফুটবলার। আজ সকালে তাঁরা থিম্পুর উদ্দেশে দেশ ছেড়েছেন।
এই পাঁচজন হলেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন ও রুপনা চাকমা। তাঁদের সঙ্গে ভুটান যাওয়ার কথা থাকলেও ওয়ার্ক পারমিট হাতে না পাওয়ায় অপেক্ষা বাড়ল কৃষ্ণা রানীর। বাফুফে সূত্রে আজ এমনটাই জানা গেছে।
আরও পড়ুনভুটানের লিগে খেলতে যাচ্ছেন কৃষ্ণা–সানজিদাসহ আরও চার ফুটবলার০৮ এপ্রিল ২০২৫৬ এপ্রিল ভুটান যাওয়া সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা খেলবেন ভুটানের ক্লাব পারো এফসির হয়ে। ট্রান্সপোর্ট ইউনাইটেডের জার্সিতে মাঠে দেখা যাবে ডিফেন্ডার মাসুরা ও গোলকিপার রুপনাকে। ফরোয়ার্ড কৃষ্ণার একই দলের হয়ে খেলার কথা রয়েছে। আর থিম্পু সিটির হয়ে খেলবেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার।
বিদেশি ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের নারী ফুটবলারদের নতুন নয়। এর আগে মালদ্বীপ ও ভারতের ঘরোয়া নারী লিগে খেলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। কলকাতা ইস্ট বেঙ্গলের জার্সিতে মাঠে নামার সুযোগ হয়েছে সানজিদা আক্তারের।
আরও পড়ুনঅনুশীলনে ফিরেও দুশ্চিন্তায় বিদ্রোহীরা০৮ এপ্রিল ২০২৫এরপর গত বছরের আগস্টে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে যান বাংলাদেশের চার ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া মান্দা ও মনিকা। তখন এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য তাঁদের নিয়েছিল ভুটানের ক্লাবটি।
১৫ এপ্রিল ভুটানের নারী লিগ শুরু হওয়ার কথা। এই লিগ প্রায় ছয় মাস চলে। ভুটানের লিগ চলাকালে এই খেলোয়াড়েরা জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলে তাঁরা ঢাকায় ফিরে আসবেন।