পটুয়াখালীর দুমকী উপজেলার সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দুমকীর পাঙ্গাশিয়া নলদোয়ানি এলাকায় রাস্তা থেকে তুলে নিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

জানা গেছে, সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বাবার কবর জেয়ারত শেষে নানাবাড়িতে ফিরছিলেন। পথে মুন্সীবাড়ি এলাকায় স্থানীয় মামুন মুন্সীর ছেলে সাকিব মুন্সী (১৯) ও সোহাগ মুন্সীর ছেলে সিফাত মুন্সী (২০) তাঁকে রাস্তা থেকে তুলে বাগানবাড়িতে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্তরা ভুক্তভোগীর ছবি তোলে এবং কাউকে কিছু বললে তা নেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে চলে যায়। গতকাল বুধবার ওই ছাত্রী দুমকী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সাকিব মুন্সীকে আটক করা হয়েছে। 

বাগেরহাটে দুই শিশুকে ধর্ষণচেষ্টা 
বাগেরহাটের মোংলা ও ফকিরহাটে পৃথক স্থানে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মোংলা পৌর শহরের পারহাউস রোড এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় আলী মোল্লা (৩৬) নামের এক দিনমজুরকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। অন্যদিকে ফকিরহাট উপজেলার বেতাগার চাকুলী এলাকায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শওকত শেখ (৪৫) নামের এক ভ্যানচালককে গ্রেপ্তার করে পুলিশ। 

মিঠাপুকুরে প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণ
রংপুরের মিঠাপুকুরে প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে এক প্রতিবন্ধী ছাত্রী। মঙ্গলবার উপজেলার চিতলী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন রাতে বোরকা পরে এলাকা থেকে পালানোর সময় স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। 

কবিরহাটে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার
নোয়াখালীর কবিরহাটে তিন বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইমাম হোসেন (৫৫) চাঁদপুরের শাহরাস্তি থানার সূচিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শৌরশাক গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে। 

এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্ট ট্রেনিং সেন্টারের মালিক হান্নানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক নারী শ্রমিককে রড দিয়ে পিটিয়ে একটি হাত ভেঙে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সংবাদ সম্মেলনে অবিলম্বে হান্নানকে গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগী শ্রমিক রুমি আক্তার আয়েশা। 

পাবনার চাটমোহরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শমসের আলী (৭০) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত দারোগ আলীর ছেলে। 

রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহাগ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। সোহাগ একই এলাকার আবুল কাশেমের ছেলে। 

যশোরে পঞ্চম শ্রেণি পড়ুয়া কিশোরের বিরুদ্ধে চার বছর বসয়ী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ নিয়ে তুলকালাম ঘটেছে। গতকাল অভিযুক্ত শিশুকে থানা হেফাজতে নেওয়া হলে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একদল শিক্ষার্থী।  

ভোলার লালমোহনে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে পঞ্চাশোর্ধ এক বৃদ্ধের বিরুদ্ধে। গত মঙ্গলবার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজারসংলগ্ন লাঠিয়াল বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। 

রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার তিন ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ শিক্ষক মামুনকে গ্রেপ্তার করেছে। 

চট্টগ্রামের হাটহাজারীতে এক মানসিক ভারসাম্যহীন ছেলেকে ধর্ষণচেষ্টার অভিযোগে অলি উল্লাহ (২২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল ভোরে হাটহাজারী পৌরসভার আলীপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। 

নরসিংদীর রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন থেকে ধর্ষক রাকিব মিয়া ও তার দুই সহযোগীকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানানো হয়। 

রংপুরের মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত আলম মিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে সোনার বাংলা আদর্শ স্কুলের আয়োজনে এই বিক্ষোভ ও মানববন্ধন হয়। 

সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। গতকাল উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। 

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার অফিস, প্রতিনিধি ও সংবাদদাতা) 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র কর ছ অন ষ ঠ ত এক শ শ ক ন ম র এক উপজ ল র এল ক য় এ ঘটন ঘটন য় গতক ল

এছাড়াও পড়ুন:

‘ফিলিস্তিন জাগে ফিলিস্তিন জাগে’

‘সন্ধ্যা নামে প্রলয় মাঝে, বাচ্চারা খেলে না আর, স্কুল ভেঙে গেছে বই পুড়ছে, তবু ওদের সাহসে নেই বাঁধ, ফিলিস্তিন জাগে ফিলিস্তিন জাগে’– বহু দূরের ফিলিস্তিনের নির্যাতিত শিশুদের জন্য নারায়ণগঞ্জে খেলাঘরের শিশুরা সবাই মিলে দাঁড় করিয়েছে একটি কবিতা। শনিবার বিকেলে এই কবিতা আবৃত্তির মধ্য দিয়েই পালন করে প্রতিবাদী মানববন্ধন। সেখানে ফিলিস্তিনের নির্বিচার শিশু হত্যার, মানুষ হত্যার প্রতিবাদ জানায় তারা। 
‘ফিলিস্তিন জাগে ফিলিস্তিন জাগে’ কবিতার লাইনটি মানববন্ধনে অংশগ্রহণকারীদের মুখে রূপান্তরিত হয় স্লোগানে। পাশাপাশি উঠে আসে আরেক স্লোগান, ‘খেলাঘর চায় না, শিশুদের কান্না’। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে খেলাঘর আসর আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন নানা দলমতের মানুষ।
জেলা খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম জহির বলেন, ‘ফিলিস্তিনি শিশুদের কান্নার রোল আমাদের হৃদয়ে গভীর কষ্ট সৃষ্টি করেছে। তাই আমরা শিশুদের নিয়ে আজ রাস্তায় দাঁড়িয়েছি এসব শিশুর কান্নার সঙ্গে চিৎকার দেওয়ার জন্য। আমরা আমেরিকার সহযোগিতায় ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানাচ্ছি ও অনতিবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানাচ্ছি। শুধু মুসলমানরাই নয়, কোনো মানবিক বোধসম্পন্ন মানুষ এই নির্বিচারে গণহত্যা, এই ধ্বংসযজ্ঞ মেনে নিতে পারে না। এই বিশ্বকে আমরা শিশুদের বাসযোগ্য দেখতে চাই, আনন্দময় দেখতে চাই। যুদ্ধমুক্ত পৃথিবীর প্রত্যাশা করি।’
জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিদ মুস্তাকিম শিপলু, জেলা উদীচীর সভাপতি জিয়াউল ইসলাম কাজল, জেলা বাসদ সমন্বয়ক আবু নাঈম খান বিপ্লব, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, ক্রান্তি খেলাঘর আসরের সভাপতি মামুন ভূঁইয়া, রূপগঞ্জ খেলাঘর আসরের সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • পঞ্চগড়ে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন
  • চীনের অর্থায়নে ১০০০ শয্যার হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবি
  • তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার সাবেক প্রেমিক
  • কার্যালয়ের ভেতর আইনশৃঙ্খলা কমিটির সভা, বাইরে খুনের বিচার চেয়ে মানববন্ধন
  • ‘ফিলিস্তিন জাগে ফিলিস্তিন জাগে’
  • রাষ্ট্রীয় খরচে কোনো অতিথিকে হজে পাঠানো হবে না: ধর্ম উপদেষ্টা
  • কোলের শিশুকে জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ
  • হত্যার ভয় দেখিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ
  • বাবা হত্যার বিচার দাবিতে রাস্তায় দুই শিশু
  • তিন মাসে নির্যাতনের শিকার ৮৩৬ নারী ও কন্যাশিশু