নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুল করে প্রতিপক্ষ মনে করে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাঙচুর করে নগদ সাড়ে ৩ লাখ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া গ্রামে।

জানা যায়, গুতুলিয়া গ্রামের পুরোনো কাপড়ের ব্যবসায়ী সজিব অটোরিকশায় কাপড় নিয়ে আড়াইহাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ছনপাড়া এলাকায় তুচ্ছ কারণে অজ্ঞাত এক অটোরিকশা যাত্রীর সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয় এবং সেই যাত্রীকে চড়থাপ্পড়ও মারা হয়। এ ঘটনার পর সজিব বাড়িতে চলে আসেন। তবে অটোরিকশাটি রাখেন সজিবের প্রতিবেশী মজিবুরের বাড়ির সামনে। এদিকে অজ্ঞাত সেই যাত্রী সশস্ত্র ২০-২৫ জনকে নিয়ে গুতুলিয়া গ্রামে এসে মজিবুরের বাড়ির সামনে অটোরিকশাটি দেখতে পান। মজিবুরের বাড়িকে সজিবের বাড়ি মনে করে তারা মজিবুর ও তাঁর দুই ভাইয়ের ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। সংঘবদ্ধ হামলার মুখে আশপাশের লোকজন ভয়ে কাছে ভেড়েননি। দুর্বৃত্তরা মজিবুরের ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটে নিয়েছে বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী ফের হামলার আশঙ্কা করছেন।

এ ব্যাপারে ভোলাব তদন্ত কেন্দ্রের ওসি আব্দুস সামাদ বলেন, রাতে ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল টপ ট

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে শাশুড়িকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহীর বাঘায় শাশুড়িকে হত্যা মামলার আসামি শাকিল আহমেদ ওরফে তছিকুলকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে বাঘা উপজেলার হেদাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাকিলের বাড়ি বাঘার নিশ্চিন্তপুর গ্রামে। র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, গত বছরের ২৭ এপ্রিল শ্বাসরোধ করে ও ধারালো দা দিয়ে কুপিয়ে শাকিল তার শাশুড়ি রেহেনা খাতুনকে (৫০) হত্যা করেন। এরপর লাশ ফেলে দিয়েছিলেন পুকুরে। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শাকিল। পুলিশের পাশাপাশি র‌্যাব এই ঘটনার ছায়া তদন্ত করছিল।

র‌্যাব জানায়, ২০২৩ সালের ৩ আগস্ট রেহেনা খাতুনের মেয়ে মনিকা খাতুনের (২৫) সঙ্গে বিয়ে হয়েছিল শাকিলের। বিয়ের পর থেকেই মনিকাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন শাকিল। এক পর্যায়ে মনিকা মায়ের বাড়ি চলে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন শাকিল। ২০২৪ সালের ২৭ এপ্রিল শাকিল মনিকার মায়ের বাড়িতে গিয়ে তাকে মাথায় আঘাত করে এবং শ্বাসরোধে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

বুধবার রাতে এলাকায় ফেরার খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকা/কেয়া/এস

সম্পর্কিত নিবন্ধ