গলা কেটে মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা
Published: 20th, March 2025 GMT
কিশোরগঞ্জে মাওলানা লুৎফর রহমান (৭৫) নামে এক মাদ্রাসা শিক্ষক গলা কেটে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি জেলা শহরের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষক। বুধবার দুপুরে তিনি পৌরসভার চরশোলাকিয়া এলাকার ভাড়া বাসায় নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন বলে দাবি করেছে তার পরিবার।
এ তথ্য নিশ্চিত করেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মো.
জানা গেছে, মাওলানা লুৎফর রহমান বুধবার দুপুরে বাথরুমে গিয়ে হঠাৎ চিৎকার শুরু করেন। পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তারা পাশেই একটি ছুরি পড়ে থাকতে দেখা যায়। মুমূর্ষু অবস্থায় তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছুরি জব্দ করা হয়েছে।
এর আগে ২০২২ সালে মাওলানা লুৎফর রহমানকে ছুরিকাঘাত করেন ছেলে। তখন তাকে ময়মনসিংহে চিকিৎসা দেওয়া হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: ক শ রগঞ জ
এছাড়াও পড়ুন:
মার্চেই বিশ্বকাপের টিকিট পেতে পারে আর্জেন্টিনাসহ আর যেসব দল
৪৮ দলের বিশ্বকাপ। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে তিন স্বাগতিক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। অন্য ৪৫টি দল বেছে নেওয়া হবে বাছাইপর্ব থেকে। বাছাইপর্ব শুরু হয়েছে অনেক আগেই। এখনো কোনো দল বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি। তবে আজই বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বের টিকিট কাটা প্রথম দলটিকে পেয়ে যাতে পারে ২০২৬ বিশ্বকাপ।
‘প্রথম’ হওয়ার সুযোগ জাপানেরবাংলাদেশ সময় বিকেলে ঘরের মাঠে বাহরাইনকে হারালেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলবে জাপানিরা। গত সেপ্টেম্বরে বাহরাইনকে প্রথম দেখায় ৫-০ গোলে হারানো জাপান আজ জিতলে গ্রুপের তৃতীয় দলের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে যাবে। এশিয়া অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে তিন গ্রুপে ভাগ হয়ে খেলছে ১৮টি দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট।
এ মুহূর্তে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে জাপান। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আজ খেলবে ৬ পয়েন্ট নিয়ে তিনে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে। ইন্দোনেশিয়া, সৌদি আরব, বাহরাইন ও চীন—এই চার দলেরই সমান ৬ পয়েন্ট।
এশিয়া থেকে এই মার্চেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলতে পারে ইরানও। এ মাসে ‘এ’ গ্রুপের শীর্ষ দলটির দুটি ম্যাচ উজবেকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। দুই ম্যাচ জিতে গেলেই নিশ্চিত হয়ে যেতে পারে ইরানের আরেকবার বিশ্বকাপ খেলা। ‘বি’ গ্রুপের শীর্ষ দল দক্ষিণ কোরিয়ার সুযোগ আছে টানা ১১তম বারের মতো বিশ্বকাপের টিকিট কেটে ফেলার। এ মাসে দক্ষিণ কোরিয়া খেলবে ওমান ও জর্ডানের বিপক্ষে।
এশিয়া থেকে এ মাসেই বিশ্বকাপে সুযোগ পেয়ে যেতে পারে উজবেকিস্তান ও ইরাক।
আজই বিশ্বকাপ খেলা নিশ্চিত হতে পারে জাপানের