ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পঞ্চগড়ে চায়ে অন্য পাতার মিশ্রণ, কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা
পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন চা উৎপাদন ও বিক্রির অভিযোগে একটি চা প্রক্রিয়াকরণ কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার জগদল এলাকায় মলি টি ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মানসম্পন্ন চা উৎপাদনের লক্ষ্যে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে গতকাল বিকেলে সদর উপজেলার মলি টি ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন কাঁচা পাতা ব্যবহার করে চা উৎপাদন করা হয়। এসব চা পাতায় ফরেন পার্টিকেল (আগাছা) পাওয়া যায়। এ সময় কারখানা কর্তৃপক্ষ অপরাধ স্বীকার করলে মালিক মখলেছার রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে কারখানার মালিককে কঠোরভাবে সতর্ক করে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান বলেন, অভিযান পরিচালনার সময় ওই কারখানায় শুধু চা পাতা ক্রয়ের ক্ষেত্রেই অস্বাস্থ্যকর পরিবেশ নয়, তাদের যেখানে চা উৎপাদন করা হয়, সেখানেও অস্বাস্থ্যকর পরিবেশ ছিল। এ ছাড়া কারখানা কর্তৃপক্ষের ক্রয় করা চা পাতায় ফরেন পার্টিকেল অর্থাৎ চা পাতা ছাড়াও অন্য গাছ-গাছালির পাতা পাওয়া গেছে। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সতর্ক করতে ওই কারখানাকে এর আগে অন্তত তিনবার নোটিশ দেওয়া হয়েছিল।