কাজের অনুমতি (নুলাওস্তা) যাচাই করে ভিসা দিচ্ছে ইতালি। যারা ২০২৪ সালের ১১ অক্টোবরের আগে নুলাওস্তাসহ ভিসা আবেদন করেছেন এবং যাদের এখনও কোনো তথ্য আসেনি, তাদের আবেদন বহাল রয়েছে। গতকাল বুধবার পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে এ তথ্য জানান ঢাকায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, ঢাকায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে অভিবাসী শ্রমিকদের জমে থাকা ভিসা আবেদনগুলো নিয়ে আলোচনা করেন পররাষ্ট্র সচিব। নুলাওস্তার মেয়াদ শেষ হয়ে যাওয়া বা বাতিল হওয়ার কারণে ভিসার আশায় থাকা অভিবাসীপ্রত্যাশী ও তাদের পরিবার বড় অর্থনৈতিক, সামাজিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ফলে দ্রুত সময়ের মধ্যে তা সমাধানে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন পররাষ্ট্র সচিব।

এ সময়ে রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে জানান, ২০২৪ সালের ১১ অক্টোবর ইতালি সরকার নতুন আইন করেছে। ফলে ২০২৪ সালের ২২ অক্টোবরের আগে বাংলাদেশিদের অনুকূলে দেওয়া নুলাওস্তাগুলো বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে। ফলে আইন হওয়ার আগে যারা ভিসা আবেদন জমা দিয়েছেন, তাদের পাসপোর্ট ফেরত দিয়েছে দূতাবাস। তবে নুলাওস্তা বাতিল না হওয়া পর্যন্ত তাদের আবেদন এখনও বহাল রয়েছে। 

রাষ্ট্রদূত জানান, ইতালির প্রাদেশিক অভিবাসন কর্তৃপক্ষ একান্তভাবে নুলাওস্তা যাচাই করে থাকে। এ কর্তৃপক্ষই যাচাই করে জানিয়ে দেয় কার নুলাওস্তা সঠিক নাকি বাতিল করা হয়েছে। ফলে যাচাইয়ের অপেক্ষায় থাকা নুলাওস্তা সঠিক না বাতিল, এ প্রক্রিয়ায় দূতাবাসের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। ২০২৪ সালের ১১ অক্টোবর ইতালি সরকারের নতুন আইন অনুযায়ী নুলাওস্তার মেয়াদও স্থগিত রয়েছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ২০২৪ স ল র য চ ই কর

এছাড়াও পড়ুন:

স্মার্টফোনে সাত বছরের পরিষেবা

নিজেদের ফ্ল্যাগশিপ ম্যাজিক সিরিজের জন্য সাত বছরের অ্যান্ড্রয়েড ওএস এবং নিরাপত্তা (সিকিউরিটি) আপডেট পরিষেবা দেবে সুপরিচিত প্রযুক্তি ব্র্যান্ড অনার। ইউরোপের (ইইউ) গ্রাহকরা প্রথমে আপডেট সুবিধা পাবেন। দ্রুতই বাংলাদেশি গ্রাহকের জন্য এমন অফার প্রযোজ্য হবে।
অনার আলফা প্ল্যানের অংশ হিসেবে বর্ধিত সাপোর্ট ফ্ল্যাগশিপ ডিভাইস গ্রাহককে সর্বশেষ এআই উদ্ভাবনের সুবিধা গ্রহণ ও দীর্ঘ সময়ের জন্য সুরক্ষিত থাকতে সহায়ক হবে।
অনার ব্র্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস লি বলেন, আলফা প্ল্যান ভবিষ্যতে পণ্য উদ্ভাবনে গ্রাহকবান্ধব নীতিতে কাজ করবে। এমন কৌশলের অংশ হিসেবে ম্যাজিক সিরিজের জন্য সাত বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) আর নিরাপত্তা আপডেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যার মধ্যে ফ্ল্যাগশিপ ও ফোল্ডেবল ফোন অন্তর্ভুক্ত রয়েছে। ম্যাজিক-সেভেন প্রো মডেলে গ্রাহকের প্রতি পরিষেবার প্রতিশ্রুতির প্রতিফলন ঘটবে।
ব্র্যান্ড সূত্রে জানানো হয়, স্মার্টফোন নির্মাতা থেকে এআই সমর্থিত ডিভাইসকে ইকোসিস্টেমে রূপান্তর হওয়ার লক্ষ্যে ব্র্যান্ডটি আলফা প্ল্যান গ্রহণ করেছে। দূরদর্শী পরিকল্পনায় তিনটি ধাপ রয়েছে, যার মাধ্যমে নতুন ইন্টেলিজেন্ট বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে। আলফা প্ল্যানে এমন সব পরিকল্পনার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে।
বর্ধিত সিকিউরিটি আপডেট টেকসই উন্নয়নের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিভাইসের স্থায়িত্ব বা আয়ুষ্কাল বৃদ্ধি ছাড়াও ই-বর্জ্য হ্রাসে সহায়ক হবে। নিরাপদে দীর্ঘ সময় ধরে ডিভাইস ব্যবহার এবং উপভোগ নিশ্চিত করবে অত্যাধুনিক এআই প্রযুক্তি সমর্থিত বিশেষ সব ফিচার।
আইএফএ ২০২৪ পুরস্কার বিজয়ী মডেলটি উদ্ভাবনী ফিচারে বাংলাদেশের স্মার্ট ডিভাইস ভক্তদের অভিজ্ঞতাকে ভিন্ন মাত্রায় সমৃদ্ধ করবে বলে ব্র্যান্ড নির্মাতারা জানান।
২০২৪ সালে বিশ্বের আলোচিত স্লিম ফোল্ডেবল এআই স্মার্টফোনের স্বীকৃতি পাওয়া ম্যাজিক ভি-থ্রি মডেল বাংলাদেশে উন্মোচিত হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • সুখ খুঁজতে গিয়ে হারিয়ে ফেলছি না তো?
  • রেকর্ড ভাঙা দুর্যোগে বড় ক্ষতি বাংলাদেশের
  • সরকারের প্রশ্নবিদ্ধ পদক্ষেপ জনগণকে হতাশ করছে
  • নৌকার চেয়ারম্যান জাকির প্রকাশ্যে হলেও অধরা, গ্রেপ্তার দাবি
  • ফুলবাড়ী হিমাগারে স্থান সঙ্কট, আলু নিয়ে দিশেহারা কৃষক
  • কার বায়োপিকে অভিনয় করতে চান শাকিব খান
  • ডেন্টালে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি আবেদন শুরু ২৫ মার্চে, জেনে নিন গুরুত্বপূর্ণ তারিখগুলো
  • সংস্কারের মত এখনও জানায়নি বিএনপি জামায়াত এনসিপি
  • স্মার্টফোনে সাত বছরের পরিষেবা