আলু সংরক্ষণ করতে একটার পর একটা আলুভর্তি ট্রাক ভিড়ছে হিমাগারের সামনে। ট্রাকের দীর্ঘ সারি। অপেক্ষার কারণে আলু সংরক্ষণ করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দূর-দূরান্ত থেকে আসা কৃষক ও ব্যবসায়ীরা। এ চিত্র দেখা গেছে ঈশ্বরদী উপজেলার একমাত্র আলু সংরক্ষণাগার আহম্মদ আলী হিমাগারের সামনে। 

সারি সারি দাঁড় করানো ট্রাকচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে– ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, বগুড়া, নাটোর, রাজশাহীর বাঘাসহ বিভিন্ন এলাকার কৃষক ও ব্যবসায়ীরা আলু সংরক্ষণ করার জন্য এখানে এসেছেন। গত ১২ মার্চ মধ্যরাত থেকে বুধবার পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আলুবোঝাই ট্রাক জড়ো হয়েছে হিমাগারের সামনের রাস্তায়। উপজেলা সড়কের পাশেও ট্রাক, ট্রলিভর্তি আলু নিয়ে অপেক্ষায় আছেন বেশ কিছু ব্যবসায়ী। 

রাজশাহীর বাঘা থেকে আসা ব্যবসায়ী মাহাবুব আলম বলেন, ‘আগে থেকে বুকিং করা থাকলেও সিরিয়াল পেতে দেরি হচ্ছে। মধ্য রাত থেকে আলু নিয়ে হিমাগারের ফটকের সামনে আছি। ১০-১২ ঘণ্টা অপেক্ষায় থেকেও সিরিয়াল পাইনি। কখন পাবো বলতে পারছি না।’

হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক রুহুল ইসলাম মন্টু বলেন, এবার আলুর উৎপাদন বেশি হয়েছে। ব্যবসায়ীরা ট্রাকে, ট্রলিতে করে আলু এনেছেন হিমাগারে সংরক্ষণ করার জন্য। একসঙ্গে একাধিক আলুভর্তি যানবাহন আসায় বাইরে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। হিমাগারের ধারণ ক্ষমতা ৩ হাজার ৫০০ টন। আশা করছি বুকিং দেওয়া সব আলু সংরক্ষণ করা সম্ভব হবে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প বন ব যবস য় র স মন

এছাড়াও পড়ুন:

সেইলরে শিশুর ঈদ পোশাক

ফ্যাশন ব্র্যান্ড সেইলর এবারের ঈদে শিশু ও নবজাতকের পোশাক কালেকশনে এনেছে  নতুনত্ব। আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাক ঈদে যেমন মানানসই তেমনি আবহাওয়া উপযোগী। 

ফ্যামিলি কালেকশন এবং সিবলিং কালেকশনের সঙ্গে মিল রেখে ফ্যাশনেবল প্যাটার্নে শিশুদের জন্যও রয়েছে পোশাক। থ্রি-পিস, টু-পিস, কুর্তি, ঘাগরা চোলিতে ব্যবহার করা হয়েছে উচ্চমানের সেইলর সিফন জ্যাকার্ড,সেইলর ব্লেন্ডেড গ্লো, সেইলর সিফন ফেব্রিক। 


সেইলরের কমফোর্টেবল ভিসকস ফেব্রিক, রেয়ন, রেয়ন জ্যাকার্ড, সেইলর ক্রাফটেড ব্লেন্ডেড কালেকশনের শর্ট টপস,  পাঞ্জাবি ও আধুনিক প্যাটার্নের শার্ট তো থাকছেই। 
ঈদে  পার্টিসাজে সাজাতে বাচ্চাদের জন্য পার্টি ফ্রক ও টিনএজদের জন্য পার্টি স্যুটের কালেকশন রয়েছে ব্র্যান্ডটিতে। এছাড়াও ডেকোরেটিভ নেট, প্রিন্টেড কটন সাটিন, সেইলর প্রিমিয়াম জ্যাকার্ড, কটন রেয়ন জ্যাকার্ড, সেইলর গ্রিড লাক্সারিয়াস, সেইলর লুম জ্যাকার্ড, সেইলর মিলাঞ্জ ব্লেন্ড ব্লিস, থ্রিডি এপ্লিক ফ্লাওয়ার নেট এবং সিকুয়েন্স নেট ফেব্রিক পার্টি কালেকশন, যুক্ত করেছে নতুন মাত্রা । পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোন আউটলেটে। এছাড়া কেনা যাবে অনলাইন থেকে। 

সম্পর্কিত নিবন্ধ