ধর্ষণ-নির্যাতন ও পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধ, জানমালের নিরাপত্তা, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখা। নেতারা বলেন, সরকারের একের পর এক ভুল ও প্রশ্নবিদ্ধ পদক্ষেপ জনগণকে হতাশ করছে। গতকাল বুধবার বিকেলে নগরের সিনেমা প্যালস চত্বরে এ সমাবেশ হয়। 

বাম গণতান্ত্রিক জোট ও বাসদ চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক আল কাদেরী জয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য মসিউদ্দৌলা, সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আশোক সাহা এবং বাসদ (মার্ক্সবাদী) চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদ। 

উপস্থিত ছিলেন সিপিবির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর, বাসদ নেতা হেলাল উদ্দিন কবিরসহ নেতারা। সমাবেশ পরিচালনা করেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য আকরাম হোসেন। 

বক্তারা বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার হাতবদল হলেও ব্যবস্থার বদল হয়নি, বরং শাপলা চত্বর আর শাহবাগের মতো অহেতুক বিতর্ক সামনে এনে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়। যে বৈষম্যবিরোধী আন্দোলন জনগণ করেছে, সেই জনগণের ওপর অতিরিক্ত ট্যাক্সের বোঝা চাপানো হয়েছে; কিন্তু সিন্ডিকেটের দৌরাত্ম্য এখনও বন্ধ হয়নি। এখনও জনগণের নাগালের বাইরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। 

তারা আরও বলেন, সম্প্রতি ধর্ষণ, খুন ও নিপীড়নের ঘটনায় জনগণ আতঙ্কিত ও ক্ষুব্ধ। মাগুরায় শিশু আছিয়া ধর্ষিত হওয়ার ঘটনা প্রমাণ করে, এই সরকার এখনও জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেনি। ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে অপসারণ করতে হবে। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অযৌক্তিক কারণে নির্বাচন বিলম্বিত হলে জনগণ মেনে নেবে না: ইশরাক হোসেন

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, অযৌক্তিক কোনো কারণে নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত হলে জনগণ সেটা মেনে নেবে না।

বুধবার বিকেলে রাজধানীর শ্যামপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ৩১ দফা কর্মশালায় ইশরাক হোসেন এ কথা বলেন।

কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে ইশরাক হোসেন বলেন, একজন উপদেষ্টার নেতৃত্বে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের কথা শোনা যাচ্ছে। এই অভিযোগ সত্য হলে তারা এটা সফলভাবে করতে পারবে না। কারণ, জনগণ এসব প্রশাসককে এক দিনের জন্যও অফিসে বসতে দেবে না।

শেখ হাসিনা যেভাবে মনোনয়ন–বাণিজ্য করে অযোগ্যদের পদে বসিয়েছেন, সেভাবে করা হলে জনগণ মেনে নেবে না উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, যদি প্রশাসক নিয়োগ দিতে হয়, স্বচ্ছভাবে বিএনপিসহ অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রশাসক নিয়োগ দেওয়া যেতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম।

সম্পর্কিত নিবন্ধ

  • কার স্বার্থে এমন বিনাশী প্রকল্প
  • কাজের অনুমতি যাচাই করে ভিসা দিচ্ছে ইতালি
  • অযৌক্তিক কারণে নির্বাচন বিলম্বিত হলে জনগণ মেনে নেবে না: ইশরাক হোসেন
  • নৌকার চেয়ারম্যান জাকির প্রকাশ্যে হলেও অধরা, গ্রেপ্তার দাবি
  • ফুলবাড়ী হিমাগারে স্থান সঙ্কট, আলু নিয়ে দিশেহারা কৃষক
  • কার বায়োপিকে অভিনয় করতে চান শাকিব খান
  • সংস্কারের মত এখনও জানায়নি বিএনপি জামায়াত এনসিপি
  • ভারতে সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানো নিয়ে ব্যাপক সহিংসতা, কারফিউ
  • মৌ-তিশা-বুবলীকে নিয়ে আনন্দমেলায় নাবিলা