সরকারের প্রশ্নবিদ্ধ পদক্ষেপ জনগণকে হতাশ করছে
Published: 20th, March 2025 GMT
ধর্ষণ-নির্যাতন ও পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধ, জানমালের নিরাপত্তা, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখা। নেতারা বলেন, সরকারের একের পর এক ভুল ও প্রশ্নবিদ্ধ পদক্ষেপ জনগণকে হতাশ করছে। গতকাল বুধবার বিকেলে নগরের সিনেমা প্যালস চত্বরে এ সমাবেশ হয়।
বাম গণতান্ত্রিক জোট ও বাসদ চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক আল কাদেরী জয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য মসিউদ্দৌলা, সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আশোক সাহা এবং বাসদ (মার্ক্সবাদী) চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদ।
উপস্থিত ছিলেন সিপিবির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর, বাসদ নেতা হেলাল উদ্দিন কবিরসহ নেতারা। সমাবেশ পরিচালনা করেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য আকরাম হোসেন।
বক্তারা বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার হাতবদল হলেও ব্যবস্থার বদল হয়নি, বরং শাপলা চত্বর আর শাহবাগের মতো অহেতুক বিতর্ক সামনে এনে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়। যে বৈষম্যবিরোধী আন্দোলন জনগণ করেছে, সেই জনগণের ওপর অতিরিক্ত ট্যাক্সের বোঝা চাপানো হয়েছে; কিন্তু সিন্ডিকেটের দৌরাত্ম্য এখনও বন্ধ হয়নি। এখনও জনগণের নাগালের বাইরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম।
তারা আরও বলেন, সম্প্রতি ধর্ষণ, খুন ও নিপীড়নের ঘটনায় জনগণ আতঙ্কিত ও ক্ষুব্ধ। মাগুরায় শিশু আছিয়া ধর্ষিত হওয়ার ঘটনা প্রমাণ করে, এই সরকার এখনও জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেনি। ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে অপসারণ করতে হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গ্যাস-তেলের মূল্যবৃদ্ধি জনজীবনের সংকট বাড়াবে: সিপিবি
গ্রাহক পর্যায়ে সয়াবিন তেলের মূল্য লিটারপ্রতি ১৪ টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম ইউনিটপ্রতি ৩৩ শতাংশ বৃদ্ধির সরকারের সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যায়িত করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, গ্যাস-তেলের মূল্যবৃদ্ধি একদিকে জনজীবনের সংকট বাড়াবে, অপর দিকে ব্যবসায়ী সিন্ডিকেট প্রশ্রয় পাবে। গ্যাসের মূল্যবৃদ্ধি শিল্পে বিশেষ করে ক্ষুদ্র শিল্পে নতুন সংকট তৈরি করবে, উৎপাদন খরচ বৃদ্ধি জনগণের ঘাড়েই চাপানো হবে। এ ছাড়া ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি সাধারণ জনগণের খরচ বাড়াবে এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের ‘পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির প্রবণতা’–কে প্রশ্রয় দেওয়া হবে।
বিবৃতিতে সিপিবির দুই নেতা আরও বলেন, অন্তর্বর্তী সরকার অতীতের সরকারের ধারাবাহিকতায় মুক্তবাজার অর্থনীতির ধারা অব্যাহত রেখে চলেছে, যা সাধারণ মানুষের স্বার্থবিরোধী। বিবৃতিতে গ্যাস, তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে জনজীবনের শান্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।