জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় ২০ লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার গণঅভ্যুত্থানে সহিংসতায় মারাত্মকভাবে আক্রান্ত ৮ হাজার ব্যক্তিকে সহায়তা দিতে একটি প্রকল্প চালু করেছে ইইউ। প্রকল্পটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) মাধ্যমে বাস্তবায়ন করবে ইইউ। এতে সহায়তা করবে বাংলাদেশ সরকার। ইউরোপীয় ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

‘দ্য পাথওয়েজ টু হিলিং: এ সারভাইভার সেন্ট্রেড অ্যাপ্রোচ টু অ্যাড্রেস ভায়োলেন্স অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেশনস’ প্রকল্পে ২ মিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে ইইউ। 

ঢাকার ইইউ দূতাবাসের তথ্য অনুযায়ী, এই অনুদান প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এটি ২০২৬ সালের আগস্টের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

জুলাই-আগস্টের সহিংসতায় আহতদের শারীরিক, মানসিক উন্নতি ও সুস্থতার জন্য এ প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা আনা ও সামাজিক সংহতি জোরদারে এ অর্থ খরচ করা হবে। বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়ন যত দিন এ প্রয়োজনীয়তা অনুভব করবে, তত দিন এটা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রকল প ইউর প

এছাড়াও পড়ুন:

বড় স্বপ্ন, হামজা জয়গানে বাংলাদেশের শিলং যাত্রা

বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়মিত খেলা একজন ফুটবলার প্রথমবার গায়ে জড়াতে যাচ্ছেন লাল-সবুজের বাংলাদেশের জার্সি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ মার্চ বাংলাদেশের ফুটবল ইতিহাসে নতুন জাগরণ শুরু হতে যাচ্ছে। যে পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, হামজা চৌধুরী।

ইংলিশ চ্যাম্পিয়নশীপে (ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ) শেফিল্ডের হয়ে খেলছেন হামজা। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার প্রথমবার বাংলাদেশের জার্সিতে খেলতে এসেছেন। আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত। দুই দলের ফুটবল দ্বৈরথ নিয়ে গত কয়েক বছর এমনিতেই আলাদা রোমাঞ্চ, উত্তেজনা ছড়ায়। সেই পালে আরো হাওয়া লাগিয়েছেন হামজা।

তাকে ঘিরে সীমান্তের এপার-ওপারে চলছে তীব্র আলোচনা। বাংলাদেশের ফুটবল নতুন করে তার ব্র্যান্ডিংয়ে এগিয়ে যাবে এমনটাই বিশ্বাস সংশ্লিষ্টদের। সেই বিশ্বাস, ভারতকে তাদের মাটিতে হারানোর বড় স্বপ্ন এবং হামজা জয়গানে শিলং যাত্রা শুরু করেছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার সকাল ৯টায় উড়াল দিয়েছেন হামজা, জামাল, সাদরা। কলকাতা হয়ে গৌহাটিতে পৌঁছবেন তারা। সেখান থেকে শিলং।

ক্রীড়াঙ্গনের সব আলো হামজা কেড়ে নিয়েছেন। এখন কেবল লাইমলাইটে তিনি। প্রত্যাশার চাপটাও বেশি। তবে সেই প্রত্যাশার চাপ বাড়তি বোঝা হবে না এমনটাই বিশ্বাস সংশ্লিষ্টদের। হামজা নিজেও আছেন খোলামনে, ‘‘আমি তেমনি মনে করি না (বাড়তি চাপ) । দেখুন দিন শেষে আমরা ফুটবল খেলি। ফুটবলে যে কোনও কিছুই হতে পারে। এখানে কোচ দলকে প্রস্তুত করছে। আমি এখানে এসে সবার ভালোবাসা পাচ্ছি। আমি দলকে সহযোগিতা করতে চাই। এবং সেটা যতটা সম্ভব ততটা।”

গতকাল বসুন্ধরা কিংস অ‌্যারোনায় অনুশীলন করেছেন হামজা। বাংলাদেশের সতীর্থদের সঙ্গে সেটাই ছিল তার প্রথম সেশন। মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম। যেখানে গতকাল মালদ্বীপের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে স্বাগতিকরা। ৩-০ গোলে জয় পেয়েছে তারা। নয় মাস পর অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রি গোল পেয়েছেন।

সেখানে বাংলাদেশ সৌদি আরবে প্রস্তুতি সেরেছে। অনুশীলন বাদে পৃথক তিন ক্লাবের সঙ্গে ম্যাচও খেলেছে। প্রস্তুতির ঘাটতি আছে কিনা সেই প্রশ্ন করা হয়েছিল কোচ হাভিয়ের কাবরেরাকে। উত্তরে নিজেদেরকে প্রস্তুত বলে দাবি করলেও, ভারত সফরের দল এখনো ঘোষণা করতে পারেননি তিনি।

শিলংয়ের বিমানে উঠলেও বাফুফে এখনও ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারেনি। ফলে গতকাল ফটোসেশনে অংশ নেওয়া ২৭ ফুটবলারকে নিয়েই ভারতের বিমান ধরেছে বাংলাদেশ। সঙ্গে আছে ১০ কোচিং স্টাফ।

ফুটবল নতুন করে জাগরণের স্বপ্নে বিভোর। হামজা পরশ পাথর হয়ে এসেছেন। তার ছোঁয়ায় পাল্টে যাবে এমনটাই বিশ্বাস সংশ্লিষ্টদের।

ঢাকা/ইয়াসিন/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ