যুক্তরাষ্ট্রের মেয়ে ও রাশিয়ার ছেলের প্রেম-বিচ্ছেদের গল্পটি এখনো আলোচনায়
Published: 20th, March 2025 GMT
ছবি: আইএমডিবি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দোকানের ব্যাটারি চুরির অভিযোগ তোলার পর কথা কাটাকাটির জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে ফতুল্লার লামাপাড়ার দরগাহ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের অভিযোগে ১৭ বছরের আরেক কিশোরকে আটক করেছে পুলিশ।
ছুরিকাঘাতে নিহত জিহাদ পটুয়াখালী সদরের আউলিয়াপুরের জাহাঙ্গীরের ছেলে। পরিবারের সঙ্গে সে ফতুল্লার পশ্চিম লামাপাড়ায় থাকত। আটক কিশোরের বাড়িও পশ্চিম লামাপাড়ায়।
ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম জানান, লামাপাড়ার দরগাহ মসজিদের সামনে আটক কিশোরের চাচা শাহিন মিয়ার ফলের দোকান রয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে শাহিন একটি কাজে দোকান খোলা রেখেই বাইরে যান। কিছুক্ষণ পর দোকানে ফিরে দেখেন দোকানের বাল্ব জ্বালানোর ব্যাটারি চুরি গেছে। শাহিন বের হওয়ার সময় জিহাদের সঙ্গে দুই কিশোর দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। বিষয়টি জানতে পেরে আটক কিশোর ঘটনাস্থলে গিয়ে জিহাদ ও সঙ্গে থাকা দু’জনকে চুরির বিষয়ে জিজ্ঞেস করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে ওই কিশোর বাসায় থেকে ছুরি এনে জিহাদকে আঘাত করে। স্থানীয়রা জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
ওসি আরও বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মামলা হলে আটক কিশোরের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।