ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট ও দেশের বাইরে কোনো ধরনের ক্রিকেটেই বল করার অনুমতি ছিল না বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। দুইবার পরীক্ষা দিয়ে করেছিলেন ‘ফেল।’
সময় নিয়ে, অ্যাকশন নিয়ে কাজ করে সাকিব ইংল্যান্ডে দিয়েছেন তৃতীয় পরীক্ষা। তাতেই মিলল সুখবর। বুধবার গভীর রাতে সাকিব মুঠোফোন বার্তায় জানালেন, সকল ফরম্যাটে বোলিং করার অনুমতি মিলেছে তার।
বিস্তারিত আসছে …
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কিছু ডোর নবে ছোট একটা ছিদ্র থাকে কেন, এটি কীভাবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা করে
ছোট ছিদ্রযুক্ত এসব ডোর নবকে বলে ‘প্রাইভেসি লক ডোর নব’। এ ধরনের ডোর নব বাড়ির বাইরের দরজায় লাগানো হয় না। কারণ, এসব লক অনুপ্রবেশকারীর হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। এসব ডোর নব বরং ব্যবহার করা হয় বাথরুম বা কখনো কখনো শোবার ঘরেও। এর সুবিধা হলো, বাথরুমে ঢুকে ভেতর থেকে লক করে দিলেই ঝামেলা শেষ, বাইরে থেকে কেউ খুলতে পারবে না। তবে খোলা যে যাবেই না, তা কিন্তু নয়। গোলমেলে লাগছে? বা ভাবছেন, তাহলে এর দরকার কী?
চাবি দিয়ে খোলার উপযুক্ত ডোর নব