চট্টগ্রামের ফটিকছড়িতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রমজান আলী নামে এক যুবকের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আহমেদ ছাফা নামে এক যুবকের সঙ্গে রমজানের (২২) তর্কাতর্কি হয়। এক পর্যায়ে রমজানকে ছুরিকাঘাত করেন ছাফা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রমজানের ভাই বাদী হয়ে মামলা করলে পুলিশ হাসান, মহিনউদ্দিন, ফোরকান ও পেয়ার আহমেদ নামে চারজনকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শামসুদ্দিন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: রমজ ন

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

মিছিল থেকে ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ করতে হবে’, ‘ফ্যাসিবাদের দোসরেরা হুঁশিয়ার সাবধান’, ‘ব্যান ব্যান খুনি লীগ’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি যুবায়ের বলেন,  ‘যে বাংলায় আওয়ামী লীগ রক্ত ঝরিয়েছে, যারা গণহত্যায় জড়িত তাদের নিষিদ্ধ না করলে এ দেশের  ছাত্র জনতা মেনে নেবে না। গণহত্যার দায় নিয়ে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে শিক্ষার্থী এবি যুবায়ের বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।’

অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন তিনি।

প্রধান উপদেষ্টার এ বক্তব্যের পর বৃহস্পতিবার দিবাগত রাতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সম্পর্কিত নিবন্ধ