চট্টগ্রামের ফটিকছড়িতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রমজান আলী নামে এক যুবকের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আহমেদ ছাফা নামে এক যুবকের সঙ্গে রমজানের (২২) তর্কাতর্কি হয়। এক পর্যায়ে রমজানকে ছুরিকাঘাত করেন ছাফা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রমজানের ভাই বাদী হয়ে মামলা করলে পুলিশ হাসান, মহিনউদ্দিন, ফোরকান ও পেয়ার আহমেদ নামে চারজনকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শামসুদ্দিন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: রমজ ন

এছাড়াও পড়ুন:

এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায়..

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোমানা আফরোজ রিয়া (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরীক্ষা খারাপ হওয়ায় সে এ কাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পরিবার।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

রোমানা আফরোজ রিয়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকার আব্দুল রব এর মেয়ে ও গংগাহাট এমএস উচ্চ বিদ্যালয় থেকে এবারে  এসএসসি পরীক্ষা দিচ্ছিল।  

রিয়া’র পরিবার জানায়, বৃহস্পতিবার এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভালো না হওয়ায় রিয়ার মন খারাপ ছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে সারাক্ষণ মন খারাপ অবস্থায় ঘরের রুমে ছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে রুমের দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মা মেয়েকে ডাকতে গেলে দরজা বন্ধ পায়। পরে মেয়েকে আবারো  ডাকলে  কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে দেখতে পান মেয়ের নিথর দেহ ঝুলছে।

খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে ফুলবাড়ী থানার  পুলিশ  ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

এবিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/বাদশাহ/টিপু

সম্পর্কিত নিবন্ধ