হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তভাবে বাতিল করে গাজা উপত্যকায় সর্বাত্মক গণহত্যা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া কেবল সময়ের ব্যাপার ছিল। রাতারাতি ইসরায়েলি সেনাবাহিনী একের পর এক হামলা শুরু করে। যার ফলে এখন পর্যন্ত কমপক্ষে ৪০৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৬২ জন আহত হয়েছেন।

উদাহরণ দেওয়া যাক। জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক ঘোষণা করেছেন, ইসরায়েলি আক্রমণ ‘ট্র্যাজেডির ওপর ট্র্যাজেডি যোগ করবে’। আর ‘ইসরায়েল সামরিক শক্তি প্রয়োগ বাড়ালে ইতোমধ্যে বিপর্যস্ত ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর দুর্দশা চরম পর্যায়ে পৌঁছাবে।’ 

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর একমত– ইসরায়েলি আক্রমণ গাজার জনগণের জন্য ‘একটি বড় ট্র্যাজেডি’। তাদের অনেকেই ‘তাঁবুতে ও ধ্বংসাবশেষে দিনযাপন করে।’ তাঁর পক্ষ থেকে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প এক্স-এ মতামত দিয়েছেন, ‘মানবিক সাহায্য অবশ্যই অভাবীদের কাছে পৌঁছাতে হবে এবং সব শত্রুতার স্থায়ী নিরসন করতে হবে।’ সুইজারল্যান্ড ‘অবিলম্বে যুদ্ধবিরতিতে ফিরে আসা’র আহ্বান জানিয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্র গাজায় নতুন করে ইসরায়েলি হামলার নিন্দা করার কোনো প্রয়োজন মনে করেনি। দেশটির পক্ষ থেকে একটি অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখা গেছে, যারা শুরু থেকেই গণহত্যাকে সহায়তা ও উস্কানি দিয়ে আসছে। প্রথমে জো বাইডেন প্রশাসনের অধীনে এবং এখন ডোনাল্ড ট্রাম্প সেই কাজটি করে যাচ্ছেন। 

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট নিশ্চিত করেছেন, সর্বশেষ হামলা নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করেছে। তিনি আরও বলেন, ট্রাম্প ‘স্পষ্ট করে দিয়েছেন’– হামাস ও ‘যারা কেবল ইসরায়েলকেই নয়, বরং যুক্তরাষ্ট্রকেও ভয়ংকর করে তুলতে চায়, তাদের সবাইকে এর মূল্য দিতে হবে।’ হামাসের প্রতি ট্রাম্পের পূর্ববর্তী হুমকির ব্যাখ্যা করে লিভিট সতর্ক করে বলেছেন, ‘সমগ্র নরক ভেঙে পড়বে।’

তবুও যে কোনো বস্তুনিষ্ঠ মানদণ্ড অনুসারে, গাজা উপত্যকায় ইতোমধ্যে নরক ভেঙে পড়েছে। দৃঢ় মার্কিন সহায়তায় ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত কমপক্ষে ৪৮ হাজার ৫৭৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যখন ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি দুর্বল যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। সরকারি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ফেব্রুয়ারিতে গাজায় মৃতের সংখ্যা প্রায় ৬২ হাজারে পৌঁছেছে। এ ছাড়া সব জায়গায় ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিখোঁজ ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হয়। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের মাধ্যমে গাজা দৃশ্যত ইসরায়েলি বোমা বর্ষণ থেকে কিছুটা মুক্তি পেলেও, ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের হত্যা ও চুক্তি লঙ্ঘন অব্যাহত রেখেছে। সর্বোপরি যুদ্ধবিরতি কখনও ইসরায়েলের কৌশল ছিল না।

মার্চের গোড়ায় যখন ইসরায়েল গাজা উপত্যকায় সব মানবিক সাহায্য বন্ধ করে দেয়, যা জোরপূর্বক অনাহার ও একটি স্পষ্ট যুদ্ধাপরাধের সমান একটি কৌশল। সে সময় যুক্তরাষ্ট্র সাহায্য বন্ধ করার জন্য মূল হোতাদের চিহ্নিত না করে হামাসকে দায়ী করে, যা আমাদের প্রত্যাশা ছিল। ইউরোপীয় ইউনিয়নও হামাসের নিন্দা করে ‘গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের সম্প্রসারণ মেনে নিতে অস্বীকৃতি’র অভিযোগ তোলে। 

যেহেতু ইসরায়েল সরাসরি চুক্তির শর্তাবলি পরিবর্তন করেছে, বাস্তবে এটি হামাসের ‘অস্বীকৃতি’ ছিল না। বরং ইসরায়েল একতরফাভাবে গোলপোস্টগুলো সরিয়েছে, যেমনটি তারা বারবার করেছে। পরবর্তী সময়ে ইইউ উল্লেখ করেছে, ইসরায়েলের ‘গাজায় সব মানবিক সাহায্য প্রবেশ বন্ধ করার সিদ্ধান্তের ফলে আশঙ্কাজনক মানবিক বিপর্যয় ঘটতে পারে।’ এত কিছুর পরও সব দোষ হামাসের। যখন ইসরায়েলের নতুন করে বর্বরতার নিন্দা শোনা যাচ্ছে, তখন এটা বোঝা কঠিন নয়– কেন ইসরায়েল আন্তর্জাতিক আপত্তিগুলো কম গুরুত্ব দেবে। দিন শেষে গাজায় ‘ট্র্যাজেডি’ বন্ধ করার জন্য এই আনুষ্ঠানিকতা ও আবেদন ইসরায়েলের স্বেচ্ছাচারিতা ও গণহত্যা বন্ধ করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে না।

ইসরায়েলি সন্ত্রাসে আজকের হতাহতের মধ্যে অনেক শিশুও রয়েছে। ইসরায়েল গাজা উপত্যকার বিভিন্ন পর্যায়ে নতুন করে জোরপূর্বক ভিটে ছাড়ার আদেশ জারি করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রক্তদানের জন্য জরুরি আবেদন জারি করেছে। সব মিলিয়ে মনে হচ্ছে, যুদ্ধবিরতি বহাল রাখা নির্বিঘ্নে উপেক্ষা করা গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য আরও একটি সুবিধা রয়েছে। তিনি বর্তমানে জালিয়াতি, ঘুষ ও বিশ্বাস ভঙ্গের সঙ্গে জড়িত কমপক্ষে তিনটি দুর্নীতির মামলার মুখোমুখি। আজ টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুর নির্ধারিত সাক্ষ্য গ্রহণ ‘গাজায় আকস্মিক হামলা চলমান থাকায় বাতিল’ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর মতে, গাজায় নতুন করে অভিযান পরিচালনা নিয়ে সরকারকে ‘জরুরি নিরাপত্তা পরামর্শ’ পরিচালনা করতে সক্ষম করে তোলার জন্য আইন কর্মকর্তারা এই বাতিলকরণকে অনুমোদন করেছেন। গাজা উপত্যকায় আবারও বর্বর ট্র্যাজেডি শুরু হওয়ায় আন্তর্জাতিকভাবে এটি বন্ধ করতে অস্বীকৃতি জানানো নিজেই এক বর্বর ট্র্যাজেডি।

বেলেন ফার্নান্দেজ: আলজাজিরার কলামিস্ট; আলজাজিরা থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল ন ইসর য গণহত য ত ন কর র জন য

এছাড়াও পড়ুন:

‘ইসরায়েলের পণ্য বর্জনের জিহাদ শুরু করতে হবে’

স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃ‌তি দা‌বি ক‌রে গাজায় গণহত‌্যা ব‌ন্ধে ইসরায়েলের পণ্য বর্জনের মাধ‌্যমে জিহাদ শুরু করার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতারা।

গাজায় গণহত‌্যার প্রতিবা‌দে শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আ‌য়ো‌জিত বি‌ক্ষোভ সমা‌বে‌শে তারা এ আহ্বান জানান।

ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর আ‌য়ো‌জিত, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হাকিমের সঞ্চালনায় সমা‌বে‌শে প্রধান অতিথি ছি‌লেন কেন্দ্রীয় আইন সচিব অ্যাডভোকেট ইকবাল হাছান।

আরো পড়ুন:

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫

গাজা যুদ্ধের প্রতিবাদ করায় ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি

তি‌নি বলেন, “এই বর্বরতা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ট উদহারণ। ফিলিস্তিনের গাজার মুসলমানদের ওপর ইহুদিদের পরিকল্পিত বর্বরোচিত হামলায় নারী-শিশুসহ মুসলিম নিধন করছে। ইহুদিরা ফিলিস্তিনকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখনও মুস‌লিম বিশ্ব নীরব। নীরব জা‌তিসংঘসহ সব আন্তর্জা‌তিক সংস্থা।”

তি‌নি ব‌লেন, “ইসরায়েলিদের বিরু‌দ্ধে আমা‌দের সর্বাত্মক প্রতি‌রোধ গ‌ড়ে তুল‌তে হ‌বে। অন্তত পণ‌্য বর্জনের মাধ‌্যমে জিহাদ শুরু কর‌তে হ‌বে।”

এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনার সিনিয়র সহসভাপতি ক্যানসার গবেষক অধ্যক্ষ ডাক্তার এম সরওয়ার।

এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর ইসলামী ফ্রন্ট নেতা কাজী শাহেদ আলম চৌধুরী, কাজী মোহাম্মদ তৈয়ব আলী, অ্যাডভোকেট লিংকন, বুলবুল আহমদ মোমেনশাহীসহ যুবসেনা ও ছাত্রসেনা নেতারা।

সমা‌বেশ শে‌ষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের ক‌রেন। মিছিলে ‘লাখো শহীদের রক্তের ঋণ’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘ফিলিস্তিনে হামলা কেন? জবাব চাই দিতে হবে,’ ‘বিশ্ব মুসলিম এক হও, ফিলিস্তিন রক্ষা করো’ স্লোগানে স্লোগানে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রকম্পিত হয়ে উঠে।

এ সময় নেতারা ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি তুলেন। বিক্ষোভকারীরা গাজাবাসীর নিরাপত্তা, আল আকসা পুনরুদ্ধার, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের আহ্বান জানান।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘মার্চ ফর গাজা’ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঐক্য: সারজিস
  • গণহত্যার প্রতিবাদ জানাতে রাজধানীতে জনতার ঢল
  • গণহত্যার প্রতিবাদে সরব বাংলাদেশ
  • গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন দাবি
  • ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ 
  • গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাসদের বিক্ষোভ
  • ইসলামী আন্দোলনকে বাইপাস করে সংসদে যাওয়ার সুযোগ নেই: চরমোনাই পীর
  • গাজায় গণহত‌্যা: জিএম কা‌দে‌রের নেতৃ‌ত্বে রাজধানী‌তে বি‌ক্ষোভ
  • ‘ইসরায়েলের পণ্য বর্জনের জিহাদ শুরু করতে হবে’
  • নৌবাহিনী নেবে নাবিক ও এমওডিসি, পদ ৪০০, দ্রুত আবেদন করুন