Samakal:
2025-04-14@09:44:07 GMT

ডিজিটাল স্পিনারে ঈদ উপহার

Published: 19th, March 2025 GMT

ডিজিটাল স্পিনারে ঈদ উপহার

ঈদ এলেই সব ক্রেতার আগ্রহের জায়গা তৈরি হয় উপহার নিয়ে। ডিজিটাল পণ্য ক্রেতাদের আগ্রহ থাকে সবচেয়ে বেশি। এমন ধারণা থেকেই ঈদ প্রচারণায় ডিএক্স গ্রুপ মেগা ‘ঈদ ফেস্ট’ ঘোষণা করেছে। আর উপহার পাওয়া যাবে নিজেই লটারি করে। তা হবে ডিজিটাল লটারি। ডিএক্স টেল, ডিএক্স নিউ এনার্জি শোরুম, ডিএক্সজি ও ডিএক্স গ্যাজেট কিনে সারাদেশের গ্রাহক পাবেন বিশেষ উপহার।

যার মধ্যে আছে আইমা ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক, হুন্দাই এয়ারকন্ডিশনার, শাওমি টিভি ও স্মার্টফোন, স্মার্টওয়াচ, টিডব্লিউএস ও godxg.

com সাইটের জন্য গিফট ভাউচার।
আগ্রহীরা ডিজিটাল স্পিনার ঘুরিয়ে নিজের উপহার নিজেই নিশ্চিত হতে পারবেন। ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা eidfest.godxg.com সাইটে অংশ নেওয়া যাবে। পুরোপুরি কাগজহীন, এমন প্রচারণা বছরের সর্ববৃহৎ বিকিকিনি মৌসুমে গ্রাহকের সঙ্গে আন্তঃযোগাযোগের নতুন উদ্যোগ।

উদ্ভাবনী প্রচারণা প্রসঙ্গে ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, পণ্য ও পরিষেবার মাধ্যমে প্রতিবছর আমরা লাখো গ্রাহকের সঙ্গে সংযুক্ত হই। চলতি বছর গ্রাহকের জন্য চমৎকার অভিজ্ঞতা দেওয়ার কথা চিন্তা করি। ঈদুল ফিতর উৎসবে উপহার ও অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা এখন কাজ করছি।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ড এক স গ র হক উপহ র

এছাড়াও পড়ুন:

তারাদের ভার্চুয়াল কলমে বৈশাখের শুভেচ্ছা

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করছেন বাঙালিরা। অতীত ভুলে নতুনের আবাহনে মেতে উঠেছেন। ফলে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শোবিজ অঙ্গনের তারকারাও দিনটি নিজেদের মতো করে উদযাপন করছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তারা।

অভিনেত্রী জয়া আহসান বেশ কটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজে পরেছেন। চুলে গোঁজা রক্তজবা। হাতে লাল-সবুজ রঙের চুড়ি। হাতে হাতপাখা। মুখে লেগে আছে হাসি। এসব ছবির ক্যাপশনে জয়া আহসান লেখেন, “শুভ নববর্ষ ১৪৩২।”

গত বছর পুত্র পূণ্যকে নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেন পরীমণি। তার বেশ কিছু মুহূর্ত ফেসবুকে শেয়ার করেছিলেন। সেই পুরোনো পোস্ট শেয়ার করে পরীমণি লেখেন, “কারো জীবনের আনন্দের কারণ না হও। কিন্তু অশান্তির কারণ হইয়ো না। বুকের দীর্ঘশ্বাস বলে কিছু থাকে—।” অন্য একটি পোস্টে এ অভিনেত্রী লেখেন, “শুভ নববর্ষ ১৪৩২।”

আরো পড়ুন:

তাহসানের বিয়ে নিয়ে যা বললেন মিথিলা

সুখবর দিলেন মিথিলা

পহেলা বৈশাখের প্রথমার্ধে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন রাফিয়াথ রশীদ মিথিলা। এ অভিনেত্রী লেখেন, “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো হে বৈশাখ...এসো…এসো। শুভ নববর্ষ ১৪৩২।”

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বেশ কটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। শাড়িতে স্নিগ্ধ মেহজাবীন দেখা যায়। এসব ছবির ক্যাপশনে এই অভিনেত্রী বলেন, “বৈশাখ।”

মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল বিশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, “নতুন বছরের শুরু, নতুন আশার আলো। ব্যস্ত জীবনের ফাঁকে একটু থেমে নিজের শেকড়কে ছুঁয়ে দেখা, এটাই আমার নববর্ষ। শুভ নববর্ষ!”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ