সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানো নিয়ে বিএনপির সতর্কতা
Published: 19th, March 2025 GMT
যশোরের মনিরামপুরে বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তাঁকে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গতকাল বুধবার উপজেলা বিএনপির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, গাজী আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, ভোজগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার দফাদার, খেদাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিবর রহমান, কাশিমনগর ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, নেহালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, মনোহরপুর ইউনিয়নের সভাপতি আক্তার ফারুক মিন্টু, কুলটিয়া ইউনিয়নের সভাপতি হামিদুল ইসলাম, হরিদাসকাটি ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম, শ্যামকুড় ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ।
শহিদুল বারী রবু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এখন থেকে দলীয় কোনো নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিসহ যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠলেই তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন ও সম্পাদক আসাদুজ্জামান মিন্টু জানান, তারেক রহমানের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। জরুরি সভায় উপজেলার ১৭টি ইউনিয়ন ও উপজেলা কমিটির নেতাদের শেষবারের মতো হুঁশিয়ার করে দেওয়া হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: যশ র ব এনপ র স র রহম ন উপজ ল
এছাড়াও পড়ুন:
কোন চাঁদাবাজ, দখলবাজ বিএনপির সদস্য হতে পারেনা: রেজাউল করিম
কোন চাঁদাবাজ, দখলবাজ বিএনপির সদস্য হতে পারেনা, বিএনপিতে কোন চাঁদাবাজের স্থান নেই জানিয়ে, নারায়ণগঞ্জ-৩ আসনের তিন বারের সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর দিতগুলোতে থাকার আহবান জানিয়েছেন।
সোনারগাঁ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অংঙ্গ সংগঠনের ব্যানারে বুধবার (১৯ মার্চ) বিকালে উপজেলা অডিটরিয়ামে সোনারগাঁ উপজেলা বিএনপি'র ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ বকুল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য ড. মো. ইকবাল হোসেন ভূইয়া, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন,পৌর বিএনপি'র সহ-সভাপতি পনির হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি খোরশেদ আলমসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।