আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘ ৯ মাস কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরতে সক্ষম হলেন দুই বিশিষ্ট মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। গত বছরের ৬ জুন এক সপ্তাহের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান বুচ ও সুনিতা; কিন্তু বোয়িংয়ের যে ক্যাপসুলে তাঁরা যান, সেই ‘স্টারলাইনারে’ ত্রুটি দেখা দেওয়ায় এবং নিরাপত্তার কারণে তাঁদের সময়মতো পৃথিবীতে ফিরিয়ে আনা যায়নি।
বুচ ও সুনিতা গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৫ মিনিটে (জিএমটি ৫টা ৫ মিনিট) মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে রওনা দেন। ‘নাসা ক্রু–৯ মিশন’–এর অংশ হিসেবে ক্রু ড্রাগনে ফিরতি যাত্রা শুরু করার ১৭ ঘণ্টা পর এই চার নভোচারী পৃথিবীর আকাশমণ্ডলে প্রবেশ করেন। বাংলাদেশ সময় গতকাল দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে তাঁদের বহনকারী ক্যাপসুলটি বিশেষ প্যারাস্যুটের সাহায্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে প্রায় ৫০ মাইল দূরে সমুদ্রে নেমে আসে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সুস্থভাবে পৃথিবীতে ফিরে এলেন দুই মহাকাশচারী। সুনিতাকে অভিনন্দন জানিয়ে কী বললেন বলিউড তারকারা?

মহাকাশচারীদের পৃথিবীতে আসার খবর ছড়িয়ে পড়তেই সমাজ মাধ্যমে সুনিতার ছবি ভাগ করে দক্ষিণি ও বলিউড তারকা আর মাধবন লেখেন, ‘প্রিয় সুনিতা উইলিয়ামস, পৃথিবীতে আপনাকে স্বাগত। ঈশ্বর আমাদের প্রার্থনায় সাড়া দিয়েছেন। আপনি যে নিরাপদে আছেন, সুস্থ আছেন দেখে খুবই ভালো লাগছে। ২৬০ দিনের বেশি সময় ধরে আপনি মহাকাশে ছিলেন, অসাধারণ একটি সফর শেষ হলো। আপনার এবং বাকি মহাকাশচারীদের মঙ্গল করুন প্রভু।’
আর মাধবনের পাশাপাশি দক্ষিণি অভিনেতা চিরঞ্জীবী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘পৃথিবীতে আপনাকে আরও একবার স্বাগত। একেই বলে নায়কের মতো প্রত্যাবর্তন। আট দিনের জন্য মহাকাশে গিয়ে ফিরে এলেন ২৮৬ দিন পর। এই ঐতিহাসিক ঘটনার মধ্যে যেমন নাটকীয়তা আছে, তেমনই আছে রহস্য। সত্যিই অসাধারণ।’

সুনিতাদের মহাকাশ অবতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়ে জ্যাকি শ্রফ মহাকাশচারীদের শুভেচ্ছা জানিয়েছেন। সুনিতার দক্ষতার প্রশংসা করে রাকুলপ্রীত সিং লিখেছেন, ‘তুমি সত্যি নতুন ইতিহাস তৈরি করলে। তোমাকে নিয়ে আমরা সবাই গর্বিত। অনেক শুভেচ্ছা। এভাবে আমাদের অনুপ্রাণিত দিয়ে যাও।’

অভিনেত্রী মানুষি চিল্লার লিখেছেন, ‘ এই সফলতার পেছনে একদিকে যেমন রয়েছে উন্নত বিজ্ঞান, তেমন রয়েছে তোমাদের কঠিন সময় ধৈর্য রাখার অসম্ভব ক্ষমতা। তোমার মতো নারীরা আমাদের অনুপ্রাণিত করলেন আরও একবার।’ সুনিতাকে শুভেচ্ছা জানিয়ে আরও স্ট্যাটাস দিয়েছেন কারিশমা কাপুর সোনু সুদ, রবি কিষান প্রমুখ।
সুনিতার বয়স ৫৯ বছর। বুচের ৬২ বছর। তাঁরা দুজনই শুরুতে মার্কিন নৌবাহিনীর পরীক্ষামূলক নতুন যান চালানোর পাইলট ছিলেন। পরে নাসায় যোগ দেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আইফোনের যে সুবিধা ব্যবহার করা যাবে

আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনের বেশ কিছু সুবিধা ব্যবহার করা যায় না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে। আবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায় না আইফোনে। আর তাই মাঝেমধ্যেই একে অপরের তৈরি বিভিন্ন সুবিধার আদলে নিজেদের অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা যুক্ত করে গুগল ও অ্যাপল। এরই ধারাবাহিকতায় এবার অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য উন্মুক্ত করেছে অ্যাপল। নতুন এ সুবিধা চালুর ফলে এখন আইফোনের মতো অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেও অ্যাপল ম্যাপস ব্যবহার করা যাবে।

গত বছর অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ পরীক্ষামূলকভাবে চালু করে অ্যাপল। প্রাথমিকভাবে সংস্করণটি উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হওয়ায় শুধু কম্পিউটার থেকে সেবাটি ব্যবহার করা যেত। এবার অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ মোবাইল প্ল্যাটফর্মের জন্য চালু হওয়ায় অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেও অ্যাপল ম্যাপস ব্যবহার করা যাবে।

আরও পড়ুনস্মার্টফোনের কার্যক্ষমতা ভালো রাখার ৭ উপায়২৪ ফেব্রুয়ারি ২০২৫

অ্যাপলের তথ্যমতে, অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণে ব্যবহারকারীরা ব্যবসাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানের তথ্য খুঁজতে পারবেন। ফলে সহজেই নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা পাওয়া যাবে। এই ঠিকানা থেকে সরাসরি অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুনস্মার্টফোন শতভাগ চার্জ করা ভালো না খারাপ১৪ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ