নির্ধারিত সময়ের বেশ আগেই পাঁচ তারকা হোটেলের হল ভর্তি হয়ে যায়। সম্ভবত বাংলাদেশের সবকটি গণামধ্যমের একাধিক প্রতিনিধি ছিলেন হাজির। বাংলাদেশ ফুটবল দলের কোনো খেলার আগে নিয়মিতই সংবাদ সম্মেলন হয়েছে; কিন্তু এমন আনুষ্ঠানিকতা, এমন সরগরম অবস্থা স্মরণকালে দেশের ফুটবলে ঘটেনি।
হবেই না বা কেন? এফএ কাপ জয়ী ফুটবলার, দীর্ঘ সময় ধরে ইংলিশ লিগ মাতানো ফুটবলার হামজা চৌধুরীর আগমন বলে কথা। হবিগঞ্জের স্নানঘাট হয়ে ঢাকায় পা পড়েছে হামজার। সোমবার রাতে পৌঁছানোর পর মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর সন্ধ্যায় দলীয় অনুশীলন। ফুটবলের বাইরে এমন ব্যস্ততা হয়তো হামজার জীবনে খুব একটা আসেওনি।
আরো পড়ুন:
ফাহামিদুলের বাদ পড়া এবং কিছু প্রশ্ন
‘মেসির সঙ্গে’ পরিচয় করিয়ে দিলেন জামাল, ছেত্রীর সঙ্গে তুলনায় দিলেন অন্যরকম উত্তর
হামজা লাল-সবুজের জার্সিতে খেলবেন। এমন ঘোষণার পর থেকে বদলে যেতে থাকে ফুটবলের চেহারা। কিট স্পন্সর থেকে শুরু করে ফুটবল দল পেয়ে গেছে পাঁচ বছরের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। সবকিছুর মূলেই হামজা। তাকে নিয়ে বাড়তি আকর্ষণ, বাড়তি চাওয়া থাকবে সেটা অনুমেয়। আজ তাই দেখা গেল।
সব নিয়ে রোমাঞ্চ কাজ করছে হামজার মধ্যেও। লেস্টার কিংবা শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেললেও হামজার ভাবনায় ছিল দেশের হয়ে খেলা।
“হ্যাঁ, আমি সবসময়ই বাংলাদেশের হয়ে খেলার কথা ভেবেছি। এ নিয়ে আমি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তবে (ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পেলেও বাংলাদেশের হয়ে খেলতাম কিনা) এই সিদ্ধান্ত আমার নিতে হয়নি। আমার যখন সিদ্ধান্ত নেওয়ার সময় এলো, তখন পরিবারের সঙ্গে কথা বললাম, তারা আমার জন্য সবচেয়ে বড় ব্যাপার। তারাই বাংলাদেশের হয়ে খেলার জন্য আমাকে এখানে টেনে নিয়ে এলো (হাসি)।”
সংবাদ সম্মেলনে জাতীয় দলের কোচ অধিনায়ক থেকে শুরু করে ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্তাও। কিন্তু শুরু না হতেই হামজাকে প্রশ্ন করা শুরু করে দেন কয়েকজন। যেন তর সইছে না। নানা প্রশ্নের ফাঁকে হামজা জানিয়েছেন নিজের ভাবনাও। মাঠে নামার আগেই এমন তুলকালাম অবস্থা হামজা চাপ অনুভব করছেন কী না?
“না, আমি তা মনে করি না। আমি মনে করি, দিনশেষে আমরা একটা ফুটবল ম্যাচই খেলছি। সেখানে যেকোনও কিছুই হতে পারে। কোচ বলেছেন, ইতোমধ্যে তিনি প্রস্তুতি নিয়েছেন, আমি এখানে এসেছি, আমি যা পারি, তা দলে যুক্ত করার জন্য। আমি কোনও চাপ অনুভব করছি না, আমি অনেক ভালোবাসা অনুভব করছি। আমার দিক থেকে, আমি চেষ্টা করবো যতটা সম্ভব দলের উন্নতিতে সহায়তা করার” -বলছিলেন হামজা।
কীভাবে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলেন সেই ব্যাখ্যাও দিয়েছেন হামজা, “অনেকগুলো বিষয় ছিল, যে কারণে আমি এই অপশন বেছে নিয়েছি। যখন নতুন সভাপতি তাবিথ আউয়াল আমার সঙ্গে সাক্ষাৎ করলেন, পরিকল্পনা জানালেন, আমি কোচের সঙ্গে কথা বললাম। দেখলাম এখানে একটি ভালো পদ্ধতি আছে। দেখলাম খুব ভালো একটি অর্গানাইজেশন নিয়ে একটা দল সফল হতে চায়। আমি জানতাম, আমার জন্যও পরিবার নিয়ে এখানে এসে খেলা আরামদায়ক। তাই আমি জাতীয় দলের সঙ্গে এই অভিযানে যোগ দিয়েছি। কোচ ও সভাপতি আমাকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছেন।”
ঢাকায় সংবাদ সম্মেলনের আগে হবিগঞ্জে নিজ বাড়িতেও গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েছিলেন হামজা। ভক্ত থেকে শুরু করে সংবাদ কর্মীরাও মেতেছিলেন হামজাকে নিয়ে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াতো বলেই দিলেন, “হামজার মতো ফুটবলার দলে থাকা মানে প্রতিপক্ষের জন্য চাপের।”
অবশ্য ইপিএলে খেলা ফুটবলারের জন্য এসব কোনো কিছুই নয়। শেষ করতে হবে জামাল ভূঁইয়ার একটা কথায়। সুনীল ছেত্রীর সঙ্গে তুলোনায় প্রশ্নের উত্তরে সুনীলের ভুয়সী প্রশংসা করে জামাল বলেন, “হামজা ইংলিশ লিগের প্লেয়ার।’’
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ল দ শ র হয় ফ টবল র র জন য
এছাড়াও পড়ুন:
ঈদুল ফিতরে ভূয়া তালিকা করে ভিজিএফ’র চাল আত্মসাত
দিনাজপুরের হাকিমপুরে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছদরুল শামীম স্বপনের বিরুদ্ধে দুস্থদের ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে। এর কয়েকজন ইউপি সদস্য জড়িত আছেন বলেও অভিযোগ। প্রায় ১৮০০ জনের নামে-বেনামে ভূয়া তালিকা করে ১৮ মেট্রিকটন চাল আত্মসাত করেন তারা। এমন কি মৃত ব্যক্তিরও নাম রয়েছে ওই তালিকায়।
অভিযোগ থেকে জানা যায়, এই পবিত্র ঈদুল ফিতরে খট্রামাধবপাড়া ইউনিয়নের ৪ হাজার ১৬৯ জনের ভিজিএফ চালের তালিকা করেন ওই প্যানেল চেয়ারম্যান। এ তালিকায় একজনের নাম একাধিকবার তোলেন। এক ওয়ার্ডের তালিকাভুক্তদের অন্য ওয়ার্ডের তালিকায়ও নাম ওঠান। এমনকি ওই তালিকায় মৃত ব্যক্তিরও নাম রয়েছে। এভাবে চাল আত্মসাত প্রক্রিয়ায় প্যানেল চেয়ারম্যান স্বপনের সঙ্গে ৩ ইউপি সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। এরা হলেন- ১নং ওয়ার্ড ইউপি সদস্য শাহানুর রহমান, ৭নং ইউপি সদস্য আবুল কাশেম ও ৮নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম।
এ ঘটনায় প্রায় ৩০০ জন বঞ্চিত সুবিধাভোগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন।
ইউনিয়নের মংলা বাজারের বাসিন্দা তাহাজ্জত আলী বলেন, “আমার প্রতিবেশী মৃত রবিউল ইসলামের নাম ভিজিএফ তালিকায় রয়েছে। কিন্তু তিনি গত ৩ বছর আগে মারা গেছেন। এক বছর পূর্বে তার স্ত্রীর অন্যত্র বিয়েও হয়েছে। চেয়ারম্যান চাল আত্মসাতের উদ্দেশ্যে ভিজিএফের তালিকায় এই মৃত ব্যক্তির নাম তালিকাভুক্ত করেছেন।”
অভিযোগকারী মাধবপাড়া গ্রামের কাশেম আলীর স্ত্রী বেগম জানান, ভিজিএফএর তালিকায় তার নামের সিরিয়াল ২৩৭৬। অথচ কয়েকবার চেয়ারম্যানের নিকট ভিজিএফ চালের জন্য গেলে তার নাম তালিকায় নেই বলে ফিরিয়ে দেন।
তিনি জানান, শুধু তাকে নয় এরকম আরও অনেক মেয়ে মানুষকে চাল না দিয়ে ফিরিয়ে দিয়েছেন।
অভিযোগকারী ডাঙ্গাপাড়া গ্রামের আমিনুল ইসলাম জানান, তার মাস্টার রোলের সিরিয়াল নম্বর ২১০। তালিকায় তার নাম নেই বলে তাকেও ওই দিন চাল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তিনি আক্ষেপ করে বলেন, “আমরা গরীব মানুষ ঈদের আগে ভিজিএফের চালের অপেক্ষায় থাকি। সেই চাল যদি চেয়ারম্যান খেয়ে ফেলেন তাহলে তো গরীবের তো আর বাঁচার পথ নাই। সরকারের উচিত গরীবের চাল মেরে খাওয়া চেয়ারম্যানকে শাস্তি দেওয়া।”
লিখিত অভিযোগকারী সাইমুমুর রহমান ডলার জানান, ১নং ওয়ার্ডের ৮৬ জন , ২নং ওয়ার্ডের ৭৫ জন, ৩নং ওয়ার্ডের ৬৩ জন, ৪নং ওয়ার্ডের ৫৬ জন, ৫নং ওয়ার্ডের ১১১ জন, ৬নং ওয়ার্ডের ১৩১ জন, ৭নং ওয়ার্ডে ৯২ জন, ৮নং ওয়ার্ডের ১০৯ জন ও ৯নং ওয়ার্ডের ৮৩ জনের মোট ৮০৬ জনের নাম অন্য ওয়ার্ডের মাস্টার সিরিয়ালে একাধিকবার ব্যবহার করা হয়েছে। চেয়ারম্যান ও তার লোকেরা এসব নামের বিপরীতে বরদ্দকৃত চাল আত্মসাৎ করেছেন।
এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান ছদরুল শামীম স্বপন বলেন, “ভিজিএফ এর চাল বিতরণে সময় ট্যাগ অফিসারসহ সব ওয়ার্ডের মেম্বাররা উপস্থিত ছিলেন। আমি সব চাল সুষ্ঠুভাবে বিতরণ করেছি।”
এবিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, “খট্রামাধবপাড়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়েছি। পিআইওকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/মোসলেম/টিপু