সমকালের সম্পাদক হলেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহেদ মুহাম্মদ আলী। বুধবার (১৯ মার্চ) দায়িত্ব গ্রহণ করেন তিনি। 

শাহেদ মুহাম্মদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে তিনি ভোরের কাগজে সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। 

১৯৯৮ সালের ১ সেপ্টেম্বর প্রথম আলোতে যোগ দেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি প্রথম আলোর প্রধান প্রতিবেদক, বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি কালের কণ্ঠে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রিসোর্টে গোসলে নেমে নিখোঁজ, ২৬ ঘণ্টা পর মিললো মরদেহ

গাজীপুরের শ্রীপুরে রিসোর্টের লেকে গোসল করতে নেমে আরিয়ান স্বপ্নীল (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়। নিখোঁজের ২৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলের দিকে প্রহলাদপুর ইউনিয়নের গজারিতলা গ্ৰামে ফ্যামিলি মার্টের মালিকানাধীন রিসোর্টের লেক থেকে স্বপ্নীলের মরদেহ উদ্ধার করা হয়। এরআগে সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১টায় লেকে গোসল করতে নেমে নিখোঁজ হয় স্বপ্নীল।

নিহত আরিয়ান স্বপ্নীল গাজীপুর সদর উপজেলার হারিনাল গ্ৰামের মো. রাসেলের ছেলে। সে তার বাড়ির স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী। শ্রীপুরের প্রহলাদপুর এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসেছিল সে। পাশের ফ্যামিলি মার্ট রিসোর্টের লেকে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়।

আরিয়ান স্বপ্নীলের বাবা মো. রাসেল বলেন, “তিনি দুই সন্তানকে নিয়ে প্রহলাদপুর ইউনিয়নের গজারিতলা গ্ৰামে ফ্যামিলি মার্টের মালিকানাধীন লেকের পানিতে সাঁতার কাটতে নেমেছিল। ছোট ছেলেকে নিয়ে সাঁতার কাটার সময় বড় ছেলে আরিয়ান স্বপ্নীল ফুটবল নিয়ে লেকে নেমে পড়ে। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।”

স্বপ্নীলের চাচি ফারজানা আক্তার অভিযোগ করে বলেন, “রিসোর্ট কর্তৃপক্ষ এখানে অবহেলা করেছেন। তাদের উচিত ছিল তদারকি করা। এর দায় তারা এড়াতে পারেন না।”

অবহেলার অভিযোগ অস্বীকার করে ফ্যামিলি মার্টের প্রতিষ্ঠাতা মো. খোকন বলেন, “পার্কটি এখনো নির্মাণাধীন থাকায় সেখান কোনো তদারকির ব্যবস্থা করা হয়নি। আমাদের কোনো অবহেলা ছিল না। লোকজন ইচ্ছেমতো নেমে সাঁতার কাটে।”

গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দলনেতা মো. ইদ্রিস বলেন, “খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে অনুসন্ধান চালিয়ে বিকেল ৪টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।”

ঢাকা/রফিক/এস

সম্পর্কিত নিবন্ধ