প্রথমবার গান গাইলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইতাদি’র জন্য তৈরি এই গানে তার সঙ্গী হয়েছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এরই মধ্যে দ্বৈত কণ্ঠের এই গানের রেকর্ডিং এবং দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

অভিনয় থেকে গানে কণ্ঠ দেওয়ার কারণ ব্যাখ্যা করে সিয়াম আহমেদ বলেন, “হানিফ সংকেত ও কবির বকুল ভাই যদি আমাকে তাগাদা না দিতেন, আমি জীবনে কোনো দিন গান গাইতাম না। আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। তারপরও তারা দুজন বলেছেন, ‘এটা তোমার দর্শকদের জন্য ঈদ উপহার।’ তাই গানটা গেয়েছি।”

সিয়াম-হিমির গাওয়া গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী ইমরান। এ শিল্পীর সঙ্গে সিয়ামের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এসব তথ্য উল্লেখ করে সিয়াম আহমেদ বলেন, “এত মেলোডিয়াস একটা সুর করেছে, আমার মনে হয় না অন্য কেউ হলে এর চেয়ে ভালো কিছু করতেন। গানটা ফিল্মি, সুন্দর। গানের মেলোডি তো মানুষের মাথায় থেকে যায়। এত সহজ কথা, খুব সহজে মনের সব অনুভূতি বলে দিচ্ছে— গানটা শুনলে তা বোঝা যায়।”

আরো পড়ুন:

যুবকের আপত্তিকর মন্তব্য, ক্ষোভ ঝারলেন নায়িকা

‘মিশন মুন্সিগঞ্জ’

দর্শক-শ্রোতাদের প্রতি আহ্বান জানিয়ে সিয়াম আহমেদ বলেন, “আমি মোটেও পেশাদার গায়ক নই, গানটা শোনার সময় সবাইকে বিষয়টা মাথায় রাখলেই হবে। পরিবারেরই কেউ গানটি গাইছে— এটা ভেবে নিলে চলবে। এটা ভেবে নিলেই আমি হয়তো পার পেয়ে যাব।”

হিমি নাটকের মানুষ হলেও ছোটবেলা থেকে ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন। বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস আরার কাছেও গানের তালিম নেন। তবে হাতেখড়ি হয় সাধনা মিত্রের কাছে।

প্রতিবারের মতো ঈদের পরের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে ‘ইত্যাদি’। বরাবরের মতো এবারের পর্ব রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পৃষ্ঠপোষকতায় রয়েছে ফাগুন অডিও ভিশন।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র স য় ম আহম দ

এছাড়াও পড়ুন:

আইফোন আসছে এয়ার মডেলে

বছর ঘুরতেই আসে নতুন আইফোন মডেল। সারাবিশ্বের অ্যাপলভক্তরা নতুন আইফোন নিয়ে থাকেন চরম উত্তেজনায়। হিসাব বলছে, চলতি বছরে বাজারে আসার কথা আইফোন ১৭ মডেল।

ইতোমধ্যে আইফোনের নতুন মডেল ‘১৭ এয়ার’ নিয়ে সরব হয়েছে গুঞ্জন। আগের তুলনায় স্লিক, আরও পাতলা হতে পারে আইফোনের সম্ভাব্য নতুন মডেল। থাকতে পারে পোর্ট-ফি সুবিধা।

সবার আগ্রহের কেন্দ্রে গুরুত্ব পায় দাম। আইফোন বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন ১৭ এয়ার মডেলের সম্ভাব্য দাম হতে পারে ৮৯৯ ডলার। দাম বিবেচনায় বলতে গেলে আইফোন ১৬ প্লাস মডেলের মতোই দাম হবে নতুন মডেলের। বাড়তি কর চাপানোর কারণে দেশে দেশে মডেলভেদে দামের পার্থক্য হয় সাধারণভাবে।

নতুনত্বে কী থাকবে

হালকা ওজন ও গড়নে পাতলা হতে পারে নতুন মডেল। নির্মাতা কর্তৃপক্ষ অ্যাপল বলছে, ব্যাটারি পারফরম্যান্সে কোনো দুর্বলতা রাখা হয়নি; বরং নতুন মডেলের সফটওয়্যারে অপ্টিমাইজ করা হয়েছে, যেন সফটওয়্যার তুলনামূলক কম ব্যাটারি ব্যবহার করে। ব্যাটারি সক্ষমতা ছাড়িয়ে যেতে পারে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার।
নতুন আইফোন মডেলে সম্ভাব্য চিপসেট হতে পারে ‘এ১৯’ সিরিজ। র‌্যাম থাকছে ৮ জিবি। ডিসপ্লের দিকে দেওয়া হয়েছে বিশেষ নজর। থাকবে ৬.৬ ইঞ্চি ওলেড ডিসপ্লে। প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল ও ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।

নতুন কী ফিচার

আইফোন ১৬ মডেলের মতো চার্জ সুবিধায় থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট। সিম পোর্টের ক্ষেত্রে বড় ধরনের দৃশ্যমান পরিবর্তন হতে পারে।

আইফোন ১৭ এয়ার মডেলে শুধু ই-সিম পোর্ট সুবিধা পাওয়া যাবে। বাজার গবেষকরা বলছেন, আগের মডেলের তুলনায় ‘১৭ এয়ার’ মডেলের দামে খুব বেশি তারতম্য হবে না। ঠিক কবে নাগাদ নতুন মডেল ‘১৭ এয়ার’ ভক্তদের জন্য ছাড় পাবে, তা এখনই নিশ্চিত করে জানায়নি অ্যাপল।  

সম্পর্কিত নিবন্ধ