বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের অন্যতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ, ২০২৫) বিকেলে কক্সবাজার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএসপিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ক্রীড়া সাংবাদিক সুদীপ্ত আহমেদ আনন্দ।

কক্সবাজার বিএসপিএ আহ্বায়ক এমআর মাহাবুবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহসান সুমনের সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন, দৈনিক দিনকালের সিনিয়র রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হাসানুর রশীদ, এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, মোহনা টিভির স্টাফ রিপোর্টার আমানুল হক বাবুল, জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক মাসুদ আলম, জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।

কক্সবাজার বিএসপিএ’র সাবেক সভাপতি মাহবুবুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সুদীপ্ত আহমেদ আনন্দ বলেন, ‘‘সারাদেশে বিএসপিএ-এর যেসব শাখা রয়েছে, তার মধ্যে কক্সবাজার শাখা অন্যতম শক্তিশালী ও সংগঠিত। যে কারণে দেশসেরা সংগঠনের পুরস্কারও পেয়েছে কক্সবাজার। এটি বর্তমানে আহ্বায়ক কমিটি হিসেবে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সংগঠনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আহ্বায়ক কমিটির কর্মকর্তা ও সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা থাকতে হবে।’’

এসময় কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ করিম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কর্মকর্তা অধ্যাপক জসিম উদ্দিন, দৈনিক সমকালের চট্টগ্রাম অফিসের সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, রাইজিংবিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার/তারেকুর/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসপ এ ইফত র

এছাড়াও পড়ুন:

গণমাধ্যমে সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক দিকও তুলে ধরতে হবে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি গণমাধ্যমে সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোও প্রচার হওয়া উচিত।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর তথ্য ভবনে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন।

গুজব ও অপপ্রচারের ব্যাপকতা তুলে ধরে উপদেষ্টা বলেন, সত্য প্রচারের পাশাপাশি গণমাধ্যমকে গুজব ও অপপ্রচার মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে হবে। গণমাধ্যমের সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা সরকারের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তিনি বলেন, সরকার গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।

গত ১৬ বছরে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, গণমাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিষ্ঠা করেছে। কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকার গণমাধ্যম সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে। তিনি গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রে গণমাধ্যম মালিক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের মালিক, সম্পাদক ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ