ময়মনসিংহের নান্দাইলে ইফতার পার্টিকে কেন্দ্র বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার এ আদেশ জারি করেন।

ইউএনও সারমিনা সাত্তার বলেন, “বিএনপির দুই পক্ষের উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য শহীদ স্মৃতি আর্দশ ডিগ্রি কলেজ মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”

আরো পড়ুন:

সুনামগঞ্জের মধ্যনগরে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারি

সাতক্ষীরায় বিএনপির ২ পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি

এলাকাবাসী জানান, নান্দাইল উপজেলা সদর শহীদ স্মৃতি আর্দশ ডিগ্রি কলেজ মাঠে আজ সন্ধ্যায় ইফতার পার্টির আয়োজনের সিদ্ধান্ত নেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খানের নেতৃত্বাধীন কমিটির নেতাকর্মীরা। একই সময়ে ওই স্থানে ইফতার পার্টির আয়োজন করে বিএনপির পদ বঞ্চিত আজিজুল হক পিকুলের সমর্থকরা। আজ বিকেল সাড়ে ৪টার দিকে নান্দাইল নতুন বাজার এলাকায় দুই পক্ষ অবস্থান নেয়।

বিষয়টি জানতে পেরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার ও নান্দাইল মডেল থানার ওসি তদন্ত মো.

মুজাহিদুল ইসলাম নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আর্দশ ডিগ্রি কলেজ মাঠে অবস্থান নেন। বিকেল পৌনে ৫টার দিকে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা একে অন্যকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। কয়েকটি ককটেল বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।

এসময় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মফিজুর রহমান রতন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন ফেরদৌস, যুবদল নেতা আবু হুরায়রাসহ উভয় পক্ষের ১০-১২ জন আহত হন। লাদেন মিয়া নামের এক যুবদল নেতা গুরুতর আহত হলে তাকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে ১৪৪ ধারা জারির বিষয়টি হ্যান্ড মাইকের মাধ্যমে জানিয়ে তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির বলেন, “পূর্ব নির্ধারিত স্থানে প্রশাসনের অনুমতি নিয়ে আমরা ইফতারের আয়োজন করি।  হঠাৎ করে পিকুল ও তার লোকজনকে নিয়ে হামলা করে। আমাদের দলের সদস্যদের উদ্দেশ্য করে ককটেল নিক্ষেপ করে তারা।”

পৌর বিএনপির আহ্বায়ক আজিজুল হক পিকুলের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। 

অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার বলেন, “উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি একটি ইফতার মাহফিলের আয়োজন করছিল। অপরদিকে পদবঞ্চিত বিএনপি নেতাকর্মীরা একই স্থানে ইফতার করার আয়োজন করে। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ায় সেখানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার ১৪৪ ধারা জারি করেন। এখন পরিস্থিত স্বাভাবিক রয়েছে।”

ঢাকা/মিলন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ১৪৪ ধ র স ঘর ষ ব এনপ পর স থ ত ১৪৪ ধ র ইফত র উপজ ল

এছাড়াও পড়ুন:

তারাদের ভার্চুয়াল কলমে বৈশাখের শুভেচ্ছা

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করছেন বাঙালিরা। অতীত ভুলে নতুনের আবাহনে মেতে উঠেছেন। ফলে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শোবিজ অঙ্গনের তারকারাও দিনটি নিজেদের মতো করে উদযাপন করছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তারা।

অভিনেত্রী জয়া আহসান বেশ কটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজে পরেছেন। চুলে গোঁজা রক্তজবা। হাতে লাল-সবুজ রঙের চুড়ি। হাতে হাতপাখা। মুখে লেগে আছে হাসি। এসব ছবির ক্যাপশনে জয়া আহসান লেখেন, “শুভ নববর্ষ ১৪৩২।”

গত বছর পুত্র পূণ্যকে নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেন পরীমণি। তার বেশ কিছু মুহূর্ত ফেসবুকে শেয়ার করেছিলেন। সেই পুরোনো পোস্ট শেয়ার করে পরীমণি লেখেন, “কারো জীবনের আনন্দের কারণ না হও। কিন্তু অশান্তির কারণ হইয়ো না। বুকের দীর্ঘশ্বাস বলে কিছু থাকে—।” অন্য একটি পোস্টে এ অভিনেত্রী লেখেন, “শুভ নববর্ষ ১৪৩২।”

আরো পড়ুন:

তাহসানের বিয়ে নিয়ে যা বললেন মিথিলা

সুখবর দিলেন মিথিলা

পহেলা বৈশাখের প্রথমার্ধে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন রাফিয়াথ রশীদ মিথিলা। এ অভিনেত্রী লেখেন, “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো হে বৈশাখ...এসো…এসো। শুভ নববর্ষ ১৪৩২।”

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বেশ কটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। শাড়িতে স্নিগ্ধ মেহজাবীন দেখা যায়। এসব ছবির ক্যাপশনে এই অভিনেত্রী বলেন, “বৈশাখ।”

মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল বিশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, “নতুন বছরের শুরু, নতুন আশার আলো। ব্যস্ত জীবনের ফাঁকে একটু থেমে নিজের শেকড়কে ছুঁয়ে দেখা, এটাই আমার নববর্ষ। শুভ নববর্ষ!”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ