পাঁচ রাউন্ড শেষে শীর্ষে মিনহাজ-সুব্রত
Published: 19th, March 2025 GMT
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে চলছে ‘স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৫।’ আজ বুধবার (১৯ মার্চ, ২০২৫) প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের খেলা বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়।
পাঁচ রাউন্ড শেষে শেষে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো.
সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ক্যান্ডিডেট মাস্টার মো. আবজিদ রহমান আছেন দ্বিতীয় স্থানে। চার পয়েন্ট করে নিয়ে ১৫ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থান রয়েছেন। এরা হলেন- আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, অনত চৌধুরী, স্বর্নাভো চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার মো. শরীয়তউল্লাহ, রায়ান রশিদ মুগ্ধ, মো. জাকির হোসেন, নীলয় দেবনাথ, মিহির লাল দাস, আফজাল হোসেন সাচ্চু, মো. টিপু সুলতান আব্দুল মোমিন, কাজী সাইফ, ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক, মোহাম্মদ হাসান মিয়া ও সিয়াম চৌধুরী।, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও স্বর্নাভো চৌধুরী।
আরো পড়ুন:
স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা
চার রাউন্ড শেষে শীর্ষে চার জন
স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা
দুই রাউন্ড শেষে শীর্ষে ২৯ জন
আগামীকাল বৃহস্পতিার দুপুর ২টা থেকে একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।
এবারের প্রতিযোগিতায় ১৪২ জন দাবাড়ু অংশ নিয়েছেন। ৯ দিনব্যাপী এই প্রতিযোগিতা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিজয়ীদের মোট নগদ দেড় লাখ টাকা এবং ওয়ালটন পণ্য সামগ্রী অর্থ পুরস্কার দেওয়া হবে।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
স্থানীয় সরকার ইনস্টিটিউটে ৯ম গ্রেডে চাকরির সুযোগ
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ইনস্টিটিউটে দুই ক্যাটাগরির পদে ৯ম গ্রেডে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: গবেষণা কর্মকর্তাপদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, সমাজকল্যাণ, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, লোকপ্রশাসন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পরিসংখ্যান, ফিজিক্যাল প্ল্যানিং, ভূগোল বা রাষ্ট্রবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বয়স: ১৫ এপ্রিল ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
২. পদের নাম: পরিসংখ্যান কর্মকর্তাপদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটারে জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ১৫ এপ্রিল ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
আরও পড়ুনপরিসংখ্যান ব্যুরোতে আবারও বড় নিয়োগ, ২০ ক্যাটাগরিতে পদ ৪৭২১৫ মার্চ ২০২৫আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
বিনা মূল্যে আইটি প্রশিক্ষণে নতুন বিজ্ঞপ্তি, ২ লাখ টাকার কোর্স শেষে কর্মসংস্থান, যাদের সুযোগআবেদন ফিঅনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং অনগ্রসর (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের প্রতিটি পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১৯ মার্চ থেকে ১৫ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
আরও পড়ুনবাংলাদেশ বিমানবাহিনী রেকর্ড অফিসে চাকরি, পদ ১৭১৬ মার্চ ২০২৫