শিক্ষার্থী হত্যায় সাবেক প্রতিমন্ত্রী এনামের চার রিমান্ড
Published: 19th, March 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক ঢাকার সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের ফের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৯ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মহিউদ্দিনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক আক্তার হোসেন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এনামের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ডা.
উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ আগস্ট সকাল ৭টার দিকে সাজ্জাদ সাভার বাসস্ট্যান্ডে যান। সেখানে গুলিবিদ্ধ হন তিনি। পরে এনাম মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাজ্জাতের বাবা সাভারের আউকপাড়া এলাকার আলমগীর বাদী হয়ে সাভার মডেল থানায় ৩২১ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
গত ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার হন এনামুর রহমান। পরে তাকে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়।
ঢাকা/মামুন/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজনৈতিক দলগুলো তাঁদের কথা বলে না, অভিযোগ রিকশাচালকদের
দেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ করলেও রিকশাচালকদের কথা বলে না। রিকশাচালকেরা সমাজের অবিচ্ছেদ্য অংশ হলেও তাঁদের গুরুত্ব দেওয়া হয় না।
বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে এমন অভিযোগ করেন একদল রিকশাচালক। এ সময় তাঁরা উচ্চ সুদের কিস্তির জাল থেকে মুক্ত করে তাঁদের সরকারি ঋণের আওতায় আনার দাবি তোলেন।
রিকশাচালকদের ভাষ্য, তাঁরা সমাজের সর্বোচ্চ বৈষম্যের শিকার হচ্ছেন, অথচ কেউ তাঁদের কথা শোনার প্রয়োজন মনে করছে না।
বিক্ষোভে অংশ নেওয়া একজন রিকশাচালক বলেন, ‘আমরা দিন-রাত রাস্তায় থাকি। শহরের সব কষ্ট আমরা দেখি, কিন্তু আমাদের কষ্ট কেউ দেখে না। নেতা-মন্ত্রীদের গাড়ির পাশে আমরা থাকি, কিন্তু আমাদের জন্য কোনো জায়গা নেই।’