নিশ্চিত ছিলাম আমি ভিড়ে হারিয়ে যাব, অথবা মরেই যাব: কঙ্গনা
Published: 19th, March 2025 GMT
হিমাচল প্রদেশ থেকে বলিউডে এসে পাকাপাকি জায়গা তৈরি করেছেন কঙ্গনা রনৌত। অভিনয় ও ছবি পরিচালনার পাশাপাশি রাজনীতিতেও হাতেখড়ি হয়ে গেছে তাঁর। বর্তমানে তিনি হিমাচল প্রদেশের মন্ডি কেন্দ্রের বিজেপি সংসদ সদস্য। কিন্তু একসময় তিনি প্রায় নিশ্চিত ছিলেন, তাঁর মৃত্যু হবেই! কেউ বাঁচাতে পারবেন না। খবর হিন্দুস্তান টাইমসের
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের লড়াই নিয়ে মুখ খুলেছেন কঙ্গনা। বহিরাগত হিসেবেই মুম্বাইয়ের সিনেমা দুনিয়ায় প্রবেশ করেছিলেন। মডেলিং জগৎ থেকে অভিনয়ে পা রেখেছিলেন।
কঙ্গনা রনৌত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজনৈতিক দলগুলো তাঁদের কথা বলে না, অভিযোগ রিকশাচালকদের
দেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ করলেও রিকশাচালকদের কথা বলে না। রিকশাচালকেরা সমাজের অবিচ্ছেদ্য অংশ হলেও তাঁদের গুরুত্ব দেওয়া হয় না।
বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে এমন অভিযোগ করেন একদল রিকশাচালক। এ সময় তাঁরা উচ্চ সুদের কিস্তির জাল থেকে মুক্ত করে তাঁদের সরকারি ঋণের আওতায় আনার দাবি তোলেন।
রিকশাচালকদের ভাষ্য, তাঁরা সমাজের সর্বোচ্চ বৈষম্যের শিকার হচ্ছেন, অথচ কেউ তাঁদের কথা শোনার প্রয়োজন মনে করছে না।
বিক্ষোভে অংশ নেওয়া একজন রিকশাচালক বলেন, ‘আমরা দিন-রাত রাস্তায় থাকি। শহরের সব কষ্ট আমরা দেখি, কিন্তু আমাদের কষ্ট কেউ দেখে না। নেতা-মন্ত্রীদের গাড়ির পাশে আমরা থাকি, কিন্তু আমাদের জন্য কোনো জায়গা নেই।’