কথা শেষ করেই জামাল ভুঁইয়া গম্ভীরভাবে তাকিয়ে আছেন সবার দিকে। সামনের হল ভর্তি সংবাদকর্মীদের মাঝে তখন হাসির রোল। এমন সহজ তবে দারুণ উত্তর হয়তো প্রত্যাশা করেননি কেউ।

কি প্রশ্ন ছিল? বুধবার (১৯ মার্চ) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভারতীয় তারকা সুনীল ছেত্রীর সঙ্গে হামজা চৌধুরীকে টেনে বাংলাদেশ অধিনায়ক জামালকে প্রশ্ন করেন এক সংবাদ কর্মী।

জামালের উত্তর, “আমি মনে করি না যে সুনীল ছেত্রী ও হামজার তুলনা করা সম্ভব। সুনীল তার দেশের জন্য অসাধারণ অবদান রেখেছেন, তবে বাস্তবতা হলো হামজা একজন প্রিমিয়ার লিগের খেলোয়াড়।”

আরো পড়ুন:

কোচ বললেন ফাহামিদুল ‘রেডি না’, সুর মেলালেন জামালও

বাংলায় কথা বললেন হামজা

‘হামজা প্রিমিয়ার লিগের খেলোয়াড়’ জামাল যেন মনে করিয়ে দিলেন কোনো তুলনা নয়। তাইতো হওয়ার কথা। ভারত তো দূরের কথা, এশিয়া জুড়ে খুঁজলে কাউকে পাওয়া যাবে যে বছরের পর বছর খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগে? উত্তর হবে, না।

সংবাদ সম্মেলন শেষে জামাল-হামজা এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তোলেন। ডেনমার্ক থেকে একসময় জামালও এসেছিলেনে এভাবে। তার সময়ও কম মাতামাতি হয়নি। তবে এবারেরটা ভিন্ন। অধিনায়ক খুশি। কারণ, তিনি পেয়েছেন লড়ার অস্ত্র। হামজাকে সম্বোধন করেন মেসি বলে।

“অবশ্যই এটা ঠিক তেমনই, যখন আমি এসেছিলাম। হামজা প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড়, আমাদের দলে এসেছে। অনেকটা মনে হচ্ছে আমাদের মেসি এসেছে। আমি ঠিক এমনটাই অনুভব করছি” -বলছেন জামাল।

এই প্রতিবেদন লেখার সময় হামজা অনুশীলন করছেন দলের সঙ্গে। এর আগে দিনে সংবাদ সম্মেলনের আগে আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে। জামালের বিশ্বাস হামজা ফিট হবে দ্রুতই।

“সে কীভাবে দলে ফিট হবে, আমার মনে হয় সে দারুণভাবেই ফিট হবে। সবাই তাকে স্বাগত জানিয়েছে, সবার হামজার প্রতি শ্রদ্ধা রয়েছে, তারা জানে সে আমাদের দলের জন্য কী বয়ে আনতে পারে। তারা জানে সে আমাদের কী দিতে পারে। সুতরাং আমাদের জন্য বিষয়টা আসলে দুর্দান্ত।”

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আম দ র

এছাড়াও পড়ুন:

‘মেসির সঙ্গে’ পরিচয় করিয়ে দিলেন জামাল, ছেত্রীর সঙ্গে তুলনায় দিলেন অন্যরকম উত্তর

কথা শেষ করেই জামাল ভুঁইয়া গম্ভীরভাবে তাকিয়ে আছেন সবার দিকে। সামনের হল ভর্তি সংবাদকর্মীদের মাঝে তখন হাসির রোল। এমন সহজ তবে দারুণ উত্তর হয়তো প্রত্যাশা করেননি কেউ।

কি প্রশ্ন ছিল? বুধবার (১৯ মার্চ) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভারতীয় তারকা সুনীল ছেত্রীর সঙ্গে হামজা চৌধুরীকে টেনে বাংলাদেশ অধিনায়ক জামালকে প্রশ্ন করেন এক সংবাদ কর্মী।

জামালের উত্তর, “আমি মনে করি না যে সুনীল ছেত্রী ও হামজার তুলনা করা সম্ভব। সুনীল তার দেশের জন্য অসাধারণ অবদান রেখেছেন, তবে বাস্তবতা হলো হামজা একজন প্রিমিয়ার লিগের খেলোয়াড়।”

আরো পড়ুন:

কোচ বললেন ফাহামিদুল ‘রেডি না’, সুর মেলালেন জামালও

বাংলায় কথা বললেন হামজা

‘হামজা প্রিমিয়ার লিগের খেলোয়াড়’ জামাল যেন মনে করিয়ে দিলেন কোনো তুলনা নয়। তাইতো হওয়ার কথা। ভারত তো দূরের কথা, এশিয়া জুড়ে খুঁজলে কাউকে পাওয়া যাবে যে বছরের পর বছর খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগে? উত্তর হবে, না।

সংবাদ সম্মেলন শেষে জামাল-হামজা এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তোলেন। ডেনমার্ক থেকে একসময় জামালও এসেছিলেনে এভাবে। তার সময়ও কম মাতামাতি হয়নি। তবে এবারেরটা ভিন্ন। অধিনায়ক খুশি। কারণ, তিনি পেয়েছেন লড়ার অস্ত্র। হামজাকে সম্বোধন করেন মেসি বলে।

“অবশ্যই এটা ঠিক তেমনই, যখন আমি এসেছিলাম। হামজা প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড়, আমাদের দলে এসেছে। অনেকটা মনে হচ্ছে আমাদের মেসি এসেছে। আমি ঠিক এমনটাই অনুভব করছি” -বলছেন জামাল।

এই প্রতিবেদন লেখার সময় হামজা অনুশীলন করছেন দলের সঙ্গে। এর আগে দিনে সংবাদ সম্মেলনের আগে আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে। জামালের বিশ্বাস হামজা ফিট হবে দ্রুতই।

“সে কীভাবে দলে ফিট হবে, আমার মনে হয় সে দারুণভাবেই ফিট হবে। সবাই তাকে স্বাগত জানিয়েছে, সবার হামজার প্রতি শ্রদ্ধা রয়েছে, তারা জানে সে আমাদের দলের জন্য কী বয়ে আনতে পারে। তারা জানে সে আমাদের কী দিতে পারে। সুতরাং আমাদের জন্য বিষয়টা আসলে দুর্দান্ত।”

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ