দিনাজপুরের বিরামপুরে ভিজিএফের চাল বিতরণের সময় একদল উচ্ছৃঙ্খল যুবকের মারামারি থামাতে গিয়ে এক সরকারি কর্মকর্তা ছুরিকাহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে উপজেলার ৪ নম্বর দিওড় ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

আহত রাকিবুল হাসান (৩৭) বিরামপুর উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে কর্মরত। আজ তিনি ২০২৪-২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনা মূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণকাজে দিওড় ইউনিয়নে ট্যাগ অফিসার (তদারকি কর্মকর্তা) হিসেবে দায়িত্বে ছিলেন। পরে তিনি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

ভিজিএফের চাল বিতরণকালে মারামারির সময় ওই কর্মকর্তার মাথায় মনিরুল ইসলাম (২৭) নামের এক তরুণ আঘাত করেন বলে দিওড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেক মণ্ডল নিশ্চিত করেন। ঘটনাটি ইউপি চেয়ারম্যান, সদস্য, গ্রাম পুলিশসহ ভিজিএফের সুবিধাভোগীদের সামনেই ঘটে। অভিযুক্ত মনিরুল ওই ইউনিয়নের শিয়ালা গ্রামের হারুনুর রশিদের ছেলে।

এ ঘটনায় বিকেল পাঁচটার দিকে শিয়ালা গ্রামের মনিরুল ইসলাম, মো.

রাকিব (২২) ও আঠারোজানি গ্রামের নজরুল ইসলামসহ (২৫) অজ্ঞাতনামা তিন থেকে চারজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রাকিবুল হাসান।

সমবায় কর্মকর্তা রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, আজ সকাল থেকে দিওড় ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকাজে তদারকি কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। বেলা পৌনে তিনটার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে কয়েকজন যুবকের চিল্লাচিল্লির শব্দ শুনতে পান। পরে অফিসকক্ষ থেকে বেরিয়ে বাইরে দুই তরুণকে হাতাহাতি করতে দেখেন। বিশৃঙ্খলা দেখে তিনি তাঁদের মারামারি থামাতে যান। তখন মনিরুল ইসলাম নামের একজন চাকু বা ছুরিজাতীয় কিছু দিয়ে তাঁর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

দিওড় ইউপির চেয়ারম্যান আবদুল মালেক মণ্ডল বলেন, ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ চলছিল। মাঠে শিয়ালা গ্রামের ১০ থেকে ১৫ জন ছেলে মারামারি করছিলেন। তখন ওই কর্মকর্তা দ্রুত সেখানে গিয়ে মারামারি থামানোর চেষ্টা করেন। দুজনকে দুই দিকে সরিয়ে দেন। তখন একটা ছেলে তাঁর মাথায় আঘাত করেন। সিগারেট চাওয়াকে কেন্দ্র করে তাঁরা মারামারি করছিলেন বলে তিনি শুনেছেন।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দিওড়ে ভিজিএফের চাল বিতরণের একদল যুবক উপজেলা সমবায় কর্মকর্তার মাথায় আঘাত করে আহত করেন। এ ঘটনায় তিনি বিকেলে থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ল ইসল ম ত কর ন মন র ল এ ঘটন উপজ ল

এছাড়াও পড়ুন:

ঈদযাত্রা নির্বিঘ্ন করা পরিবহন মালিক-শ্রমিকদের ইবাদতের অংশ: বিএনপি নেতা শামসুর রহমান

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করা পরিবহন মালিক-শ্রমিকদের ইবাদতের অংশ। তিনি বলেন, ঈদ এলেই ঘরমুখী মানুষ জনদুর্ভোগে পড়েন। অতীতে অনেকে পথে অভুক্ত থেকেছেন, তখন তাঁদের মনের ভেতর থেকে একটি অভিশাপ আসে।

বুধবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে পুলিশ বিভাগ, বিআরটিএ এবং ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল-সংশ্লিষ্ট শ্রমিক-মালিকদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুর রহমান এসব কথা বলেন। সভায় আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া এবং পরিবহন খাতে চাঁদাবাজি নিয়মিত বিষয় হয়ে দাঁড়ায়। অতিরিক্ত ভাড়া এবং পরিবহন খাতে চাঁদাবাজি কঠোর হস্তে দমন করতে হবে। চাঁদাবাজ ও দখলবাজমুক্ত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরোয়ার হোসেন, যুগ্ম পুলিশ কমিশনার এনামুল হক, ট্রাফিক বিভাগের ডিসি (মতিঝিল) জালাল উদ্দিন, মালিক সমিতির সাইফুল ইসলাম, আবদুল বাতেন, শ্রমিক ফেডারেশনের আবদুর রহিম প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ