‘থানা থেকে বলছি, তোমার নামে মামলা হচ্ছে। নাম বাদ দিতে হলে আজ রাতের মধ্যেই দুই লক্ষ টাকা দিতে হবে। নইলে পুলিশ তোমাকে বাড়ি থেকে ধরে আনবে’– এমন কথা শুনে ভয়ে রাতে বাড়ি থেকে বের হবার পর ভোরে গ্রামের ড্রেনে পাওয়া গেছে সেই ব্যক্তির লাশ। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জে। 

নিহত ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৫০)। তিনি স্থানীয় সিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। গত ১৬ মার্চ তাঁর মরদেহ পাওয়া যায়। তবে মঙ্গলবার রাতে বিষয়টি জানাজানি হয়।
পরিবারের সদস্যরা জানান, লাশ উদ্ধারের পর ১৭ মার্চ কালীগঞ্জ থানায় তারা অভিযোগ দিলেও পুলিশ ভিন্ন কথা বলছে। পুলিশ বলছে, অভিযোগটি দেওয়ার পরই আবার ফেরত নিয়ে গেছে। আর চাঁদার বিষয়ে পুলিশের ভাষ্য, একটি প্রতারক চক্র ঈদ সামনে রেখে বিভিন্ন কৌশলে চাঁদা চেয়ে মানুষকে হয়রানি করছে।

নিহত আমিনুলের মেয়ে আফরোজা খাতুন তাঁর অভিযোগে উল্লেখ করেছেন, গত ১৫ মার্চ রাত ১০টা ২ মিনিটে আমিনুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে ০১৩১৪-৮৯২০২১ নম্বর থেকে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলে– আমি থানার পুলিশ বলছি। আপনার নামে মামলা হচ্ছে। মামলা থেকে নাম খারিজ করতে দুই লাখ টাকা দিতে হবে। ফোনে এমন কথা শুনে আমিনুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অপর প্রান্তের অজ্ঞাত ব্যক্তি তাঁকে গালাগাল, হুমকিসহ বাড়ি থেকে তুলে নেওয়ার হুমকি দেয়। 
আফরোজা জানান, বিষয়টি পরিবারকে জানিয়ে তাঁর পিতা রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে আর ফিরে আসেনি তিনি। পরদিন ১৬ মার্চ ভোরে পুকুরিয়া গ্রামের মাঠের একটি ড্রেনের মধ্য থেকে মৃতদেহ পাওয়া যায়। 

পরিবার ও গ্রামবাসীর ধারণা, অজ্ঞাত চাঁদাবাজদের ভয়ে বাড়ি ছেড়ে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। 

সিমলা রোকনপুরের ইউপি সদস্য ইউনুচ আলী বলেন, একই রাতে একই মোবাইল নম্বর থেকে এএসআই মাসুদ পরিচয়ে তাঁকে কল দিয়ে দুই লাখ টাকা দাবি করা হয়। তাঁর মতো আরও ৬ জন ইউপি সদস্যকে মোবাইল ফোনে হুমকি দিয়েছে চক্রটি।

জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার বলেন, আমিনুলের স্বজন থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। কিন্তু কিছু সময় পরই আবার অভিযোগটি নিয়ে গেছেন। তিনি বলেন, পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঝ ন ইদহ মরদ হ আম ন ল সদস য

এছাড়াও পড়ুন:

ঈদযাত্রা নির্বিঘ্ন করা পরিবহন মালিক-শ্রমিকদের ইবাদতের অংশ: বিএনপি নেতা শামসুর রহমান

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করা পরিবহন মালিক-শ্রমিকদের ইবাদতের অংশ। তিনি বলেন, ঈদ এলেই ঘরমুখী মানুষ জনদুর্ভোগে পড়েন। অতীতে অনেকে পথে অভুক্ত থেকেছেন, তখন তাঁদের মনের ভেতর থেকে একটি অভিশাপ আসে।

বুধবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে পুলিশ বিভাগ, বিআরটিএ এবং ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল-সংশ্লিষ্ট শ্রমিক-মালিকদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুর রহমান এসব কথা বলেন। সভায় আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া এবং পরিবহন খাতে চাঁদাবাজি নিয়মিত বিষয় হয়ে দাঁড়ায়। অতিরিক্ত ভাড়া এবং পরিবহন খাতে চাঁদাবাজি কঠোর হস্তে দমন করতে হবে। চাঁদাবাজ ও দখলবাজমুক্ত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরোয়ার হোসেন, যুগ্ম পুলিশ কমিশনার এনামুল হক, ট্রাফিক বিভাগের ডিসি (মতিঝিল) জালাল উদ্দিন, মালিক সমিতির সাইফুল ইসলাম, আবদুল বাতেন, শ্রমিক ফেডারেশনের আবদুর রহিম প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ