সংস্কারের নাম কালক্ষেপণ করতে চাওয়া ব্যক্তিরা গণতন্ত্রের শত্রু: শামা ওবায়েদ
Published: 19th, March 2025 GMT
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘দেশের ১৭ কোটি মানুষ ভোটের আশায় আছে। এখনো যুবসমাজ একটা ভোট দিতে পারে নাই। সেই ভোটের ব্যবস্থা করতে হবে। সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায়, আমি বলব, তারা দেশের ভালো চায় না। তারা গণতন্ত্র চায় না, তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু।’
আজ বুধবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এ কথাগুলো বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা যুবদল।
শামা ওবায়েদ বলেন, ‘আমরা জানি, যদি সুষ্ঠু ভোট হয় তাহলে বিএনপি জয়লাভ করবে। কেননা বর্তমানে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। বাংলাদেশে হাসিনা প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। বিচার বিভাগ ধ্বংস করেছে, ভোটাধিকার ধ্বংস করে গেছে। প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দায়িত্বশীলতার মধ্যে স্বচ্ছ পরিবেশে আনতে হবে। এমনভাবে ঢেলে সাজাতে হবে, যাতে এ দেশে আইনের শাসন কায়েম হয়, এ দেশে ন্যায়বিচার কায়েম হয়।’
এখন নারীরা নিরাপদ নন মন্তব্য করে বিএনপির এই নেত্রী বলেন, ‘এখন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নারীরা নির্যাতিত হচ্ছেন, কেননা দেশে আইনের শাসন নেই। চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিছু করতে পারছে না।’ তিনি বলেন, ‘মনে করি একটি গভীর ষড়যন্ত্র এখনো চলছে। গভীর ষড়যন্ত্র থেকে যদি উত্তরণ করতে হয়, তাহলে যা সংস্কার প্রয়োজন, সেই সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করতে হবে।’
শামা ওবায়েদ বলেন, ‘আমরা ৫ আগস্ট-পরবর্তী আমাদের ছাত্র-জনতার আত্মাহুতির পর যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, এই সুযোগ কিন্তু আমরা দ্বিতীয়বার না-ও পেতে পারি। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের প্রতি দায়বদ্ধ থাকবে—এমন সরকার আমরা চাই, এমন সংসদ আমরা চাই। সেই সরকার তখনই আসবে, যখন দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ভোট হবে। যে ভোটে আমাদের দেশের নাগরিক যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে।’
বিএনপি নেত্রী আরও বলেন, ‘ফ্যাসিবাদের পতন হয়েছে। হাসিনা পালিয়ে গেছেন। আওয়ামী লীগও দৃশ্যত দেখা যাচ্ছে না। কিন্তু আমাদের চারপাশে ফ্যাসিবাদের দোসররা ঘোরাফেরা করছে। এ ব্যাপারে সজাগ থাকতে হবে। যারা ১৫ বছর আন্দোলন সংগ্রামে ছিল না, তারা আমাদের ঘাড়ে সওয়ার হয়ে বিএনপিতে ঢুকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে।’ তিনি বলেন, খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। প্রতিহিংসার রাজনীতিও তিনি করেননি। তারেক রহমান দলকে সুসংগঠিত করতে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন।
শামা ওবায়েদ বলেন, ‘১৫ বছর পর আজকে আমাদের সুযোগ হয়েছে একটি নতুন বাংলাদেশ গড়ার। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ না হলে, গণতান্ত্রিক দেশের পথে না এগোলে বাংলাদেশের সংকট আরও ঘনীভূত হওয়ার শঙ্কা আছে। আওয়ামী লীগের দোষর, যে দেশে হাসিনা বসে আছে, সেই দেশ এবং সেই দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে।’
জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী, যুগ্ম আহ্বায়ক আফজল হোসেন খান, সৈয়দ জুলফিকার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খায়রুল হক ও আসাদুজ্জামান এখনও কেন গ্রেপ্তার হচ্ছে না, প্রশ্ন রিজভীর
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রেখে বলেছেন, গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিবাদ কায়েমের মূল দোসর বিচারপতি খায়রুল হক এবং আসাদুজ্জামান এখনও কেন গ্রেপ্তার হচ্ছে না?
শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এর নির্দেশনায়— চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ছোট ভাই ক্যান্সার আক্রান্ত মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসা ও অপারেশনের জন্য আর্থিক সহায়তার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন রাখেন।
রিজভী বলেন, ‘যাদের কারণে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে তারা কেন আজও ধরাছোঁয়ার বাইরে? যারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছে যারা ফ্যাসিবাদকে চিরস্থায়িত্ব দান করার জন্য নিজেদের ওপর অর্পিত যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব শেখ হাসিনার পক্ষে কাজ করে গেছেন তাদেরকে এখনও কেন গ্রেপ্তার করা হয়নি? কেন জাস্টিস খায়রুল হক এখনও গ্রেপ্তার হয়নি? উনি একমাত্র ব্যক্তি যিনি গণতন্ত্রের ধারাবাহিকতাকে বন্ধ করে দিয়ে স্তব্ধ করে দিয়ে শেখ হাসিনাকে এক ভয়ঙ্কর রাক্ষসী ফ্যাসিবাদ তৈরি করার নাৎসিবাদ তৈরি করার সুযোগ করে দিয়েছিলেন। সে কেন এখনও ধরাছোঁয়ার বাইরে?’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘একজন নিরীহ মানুষ, যার সঙ্গে কোনো কিছুর সম্পর্ক নেই, জনগণের অত্যন্ত সমাদৃত জনপ্রিয় একজন নেত্রী, দেশ-বিদেশে প্রশংসিত একজন নেত্রী, গণতন্ত্রের জন্য যিনি তার পরিবার সমস্ত সুখ শান্তিকে বিলীন করে দিয়ে দেশের মানুষ এবং মাটিকে ছেড়ে যিনি যাননি তাকে মিথ্যা মামলায় জাস্টিস আসাদুজ্জামান পাঁচ বছর সাজা দিয়ে দিলেন। তারপরে আবার হাইকোর্টে আরেকজন বিচারপতি এনায়েতুর রহিম তিনি আরও বাড়িয়ে দিলেন পাঁচ বছর। এরা কেন আজকে ধরাছোঁয়ার বাইরে?এরাই তো গণতন্ত্রের হত্যাকারী। এরাই তো ফ্যাসিবাদ কায়েমের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন। আমরা যদি শহীদের রক্তকে ন্যূনতম মর্যাদা দিতে পারি এরা তো কেউ গ্রেপ্তারের বাইরে থাকার কথা নয়। তাহলে কেন আজকে এই সমস্ত ফ্যাসিবাদ কায়েমকারীরা, রাষ্ট্রের প্রতিষ্ঠান ধ্বংসকারীরা এখনও বহাল তবিয়তে আছে? এরা যদি দেশে নাও থাকে, পৃথিবীর যেকোনো প্রান্তেই থাকুক, তাদেরকে গ্রেপ্তার করা এবং ধরার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। সেই উদ্যোগ জনগণ দেখতে চায়।’
রিজভী বলেন, ‘খায়রুল হক যে অপরাধ করেছেন নিজের স্বার্থে, এটাতো প্রমাণিত। তিনি শেখ হাসিনার পক্ষে কাজ করতে পারলে পুরস্কৃত হবেন, তিনি পুরস্কৃত হয়েছেন। তিনি চিফ জাস্টিসের মতো পদ থেকে তার চেয়ে ছোট পদে থাকার জন্য আইন কমিশনের চেয়ারম্যান হয়েছেন এবং তার চিকিৎসার জন্য শেখ হাসিনার কাছ থেকে প্রধানমন্ত্রীর ফান্ড থেকে ১০ লাখ টাকা পেয়েছেন।’
যারা অবাধ সুষ্ঠু নির্বাচনকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছেন শেখ হাসিনার জন্য, সেই নুরুল হুদা এখনও গ্রেপ্তার হয় না কেন এমন প্রশ্নও রাখেন রিজভী। তিনি বলেন, ‘সেই সিইসি কে এম নুরুল হুদা এখনও কেন গ্রেপ্তার হয় না? এরাই তো হচ্ছে গণতন্ত্র হত্যাকারী, নির্বাচন ধ্বংসকারী, এরাই ভোটার বাদ দিয়ে গরু ছাগলকে দিয়ে ভোট দিতে উদ্বুদ্ধ করেছেন। এই সমস্ত গণতন্ত্র বিনাশী অমানুষ দানবরা কি আজও গ্রেপ্তারের বাইরে থাকতে পারে? যারা হচ্ছে মূল অপরাধী, যাদের কারণে গত ১৫-১৬ বছর শেখ হাসিনার মতো একজন রক্ত পিপাসু নারী, যিনি ছোট মাসুম বাচ্চাদেরকে গুলি করে হত্যা করতে দ্বিধা করেননি তাকে যারা সহযোগিতা করেছে। তারা কেন আজকে ধরাছোঁয়ার বাইরে থাকে? এটা হতে পারে না।’
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সভাপতিত্বে ও সাংবাদিক জাহিদুল ইসলাম রনির পরিচালনায় এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কোষাধক্ষ্য এম রশিদুজ্জামান মিল্লাত, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, আবুল কাশেম, আলমগীর কবির, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য নাজমুল হাসান প্রমুখ।