ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জুনুন’
Published: 19th, March 2025 GMT
ঢাকার মঞ্চে গান শোনাতে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’। আগামী ২ মে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ভয়েস অব জুনন’ শিরোনামে কনসার্ট। এসব তথ্য নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেনবাজ।
২০১৯ সালে আন্তর্জাতিক ফোক ফেস্টে গান পরিবেশন করেছিলেন জুনুন ব্যান্ডের ভোকালিস্ট আলি আজমত ও তার দল। দীর্ঘ ছয় বছর পর ফের ঢাকার মঞ্চে গাইবেন প্রখ্যাত পাকিস্তানি রক সংগীতশিল্পী আলী আজমত।
দশকের পর দশক ধরে জুনুন শুধু একটি ব্যান্ড নয়, এটি ছিল একটি বিপ্লব। সুফি ও রকের অনন্য সংমিশ্রণে তারা তৈরি করেছে এসব গান, যা কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। সিয়ানী থেকে গরজ বরস— তাদের গানগুলো কেবল সংগীত নয়, একটি প্রজন্মের পরিচয়।
আরো পড়ুন:
ফের একসঙ্গে তারা
কবীর সুমনকে কেন ‘জিহাদি’ বললেন তসলিমা?
এরই মধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, ঈদুল ফিতরের আগে টিকিট কিনলেই বিশেষ ছাড় পাওয়া যাবে! ভক্তদের জন্য থাকছে আর্লি বার্ড ডিসকাউন্ট, যা পাওয়া যাবে ঈদের আগের দিন পর্যন্ত। টিকিট কিনতে ক্লিক করুন।
পাকিস্তানি অন্যতম সুফি রক ব্যান্ড ‘জুনুন’। ১৯৯০ সালে ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন লিড গিটারিস্ট সালমান আহমাদ। পাকিস্তানের সবচেয়ে সফল ব্যান্ড। কিউ ম্যাগাজিনের মতে, “জুনুন পৃথিবীর অন্যতম বৃহৎ একটি ব্যান্ড!”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জুনুন’
ঢাকার মঞ্চে গান শোনাতে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’। আগামী ২ মে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ভয়েস অব জুনন’ শিরোনামে কনসার্ট। এসব তথ্য নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেনবাজ।
২০১৯ সালে আন্তর্জাতিক ফোক ফেস্টে গান পরিবেশন করেছিলেন জুনুন ব্যান্ডের ভোকালিস্ট আলি আজমত ও তার দল। দীর্ঘ ছয় বছর পর ফের ঢাকার মঞ্চে গাইবেন প্রখ্যাত পাকিস্তানি রক সংগীতশিল্পী আলী আজমত।
দশকের পর দশক ধরে জুনুন শুধু একটি ব্যান্ড নয়, এটি ছিল একটি বিপ্লব। সুফি ও রকের অনন্য সংমিশ্রণে তারা তৈরি করেছে এসব গান, যা কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। সিয়ানী থেকে গরজ বরস— তাদের গানগুলো কেবল সংগীত নয়, একটি প্রজন্মের পরিচয়।
আরো পড়ুন:
ফের একসঙ্গে তারা
কবীর সুমনকে কেন ‘জিহাদি’ বললেন তসলিমা?
এরই মধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, ঈদুল ফিতরের আগে টিকিট কিনলেই বিশেষ ছাড় পাওয়া যাবে! ভক্তদের জন্য থাকছে আর্লি বার্ড ডিসকাউন্ট, যা পাওয়া যাবে ঈদের আগের দিন পর্যন্ত। টিকিট কিনতে ক্লিক করুন।
পাকিস্তানি অন্যতম সুফি রক ব্যান্ড ‘জুনুন’। ১৯৯০ সালে ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন লিড গিটারিস্ট সালমান আহমাদ। পাকিস্তানের সবচেয়ে সফল ব্যান্ড। কিউ ম্যাগাজিনের মতে, “জুনুন পৃথিবীর অন্যতম বৃহৎ একটি ব্যান্ড!”
ঢাকা/শান্ত