ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন
Published: 19th, March 2025 GMT
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া পুরানগ্রামে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে গড়ে উঠেছে ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার। বিনোদনের সব ধরনের ব্যবস্থা থাকায় রিসোর্টটিতে প্রতিদিন দেশ বিদেশের নানা শ্রেণি পেশার মানুষ ভিড় করেন, খরচ করেন লাখ লাখ টাকা।
জাঁকজমকপূর্ণ বিনোদনের সকল উপকরণ থাকলেও রিসোর্টটিতে নেই পরিবেশ অধিদপ্তরের নবায়নকৃত ছাড়পত্র। রিসোর্টটি সরকারি নিয়ম কানুন না মেনেই পরিচালিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা থাকলেও ডেরা রিসোর্টে নির্মান করা হয়নি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি)। পরিবেশ অধিদপ্তর কারণ দর্শানোর নোটিস করলেও টনক নড়েনি ডেরা রিসোর্ট কর্তৃপক্ষের। ক্ষমতার দাপটে ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট।
পরিবেশ অধিদপ্তর জানায়, ডেরা রিসোর্ট এন্ড স্পা (এশিউর ট্যুরিজম লি.
চলতি বছরের ১৪ জানুয়ারি অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ডেরা রিসোর্টের তদন্ত সংক্রান্ত বিষয়ে তথ্য পেতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে আবেদন করেন রাইজিংবিডির মানিকগঞ্জ প্রতিনিধি জাহিদুল হক চন্দন। ওই আবেদনের প্রেক্ষিতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব জেবুন নাহার স্বাক্ষরিত এক পত্রে জানান, ডেরা রিসোর্টের বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসন তদন্ত করছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, প্রকাশিত প্রতিবেদনের অভিযোগের ভিত্তিতে সুস্পস্ট মতামতসহ একটি স্বয়ংসম্পূর্ন প্রতিবেদন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হোটেল ও রেস্তোরাঁ সেলে প্রেরণের জন্য চলতি বছরের মার্চ মাসের তিন তারিখে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক, পুলিশ সুপার-এর প্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক/সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক/সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকসহ ছয়জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
জানা গেছে, প্রভাবশালীদের সহযোগিতায় বালিয়াখোড়া পুরান গ্রামে অত্যাধুনিক এগ্রো ফার্ম করতে কৃষি জমি দখলে নেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি। ওই সকল জমি দখলে নিয়ে মাটি ভরাট করে ডেইরি ফার্ম নির্মাণ করা হয়। পরে ২০২২ সালে ওই ডেইরি ফার্ম এলাকায় এশিউর গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার নামে পাঁচ তারকা মানের রিসোর্ট নির্মাণ করা হয়।
ডেইরি ফার্মের সাইনবোর্ড থাকা অবস্থায় চারিদিকে নিরাপত্তা বেষ্টনি দিয়ে শুরু হয় রিসোর্ট নির্মাণের কাজ। সেসময় বিষয়টি নিয়ে এলাকাবাসীর সমালোচনার মুখে পড়ে কাজ বন্ধ রাখে কর্তৃপক্ষ। এলাকাবাসীদের দমাতে তাদেরকে মামলায় ফাঁসানো হয়। পরে প্রভাবশালীদের আশকারায় রিসোর্টের কাজ পুরোদমে চালু হয়।
দুই বছর কাজ শেষে ২০২২ সালের জুলাই মাসের ৫ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় পাঁচ তারকা মানের এই অবকাশযাপন কেন্দ্রটি।
ডেরা রিসোর্ট ও স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “আমাদের ২০২৫ সাল পর্যন্ত ছাড়পত্র আপডেট করা আছে। আপনাকে হোয়াটসএ্যাপে পাঠাচ্ছি।” তার পাঠানো ছাড়পত্রটি অনলাইন স্ক্যান করে দেখা যায় ছাড়পত্রটির মেয়াদ ২০২৪ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত।
পরে তিনি বলেন, “বিষয়টি নিয়ে পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলব।” তদন্ত সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, “এর আগেও প্রশাসন থেকে তদন্ত হয়েছে। সম্প্রতি তদন্ত কমিটি সম্পর্কে আমি অবগত নই।”
মানিকগঞ্জ জেলা কৃষি উন্নয়ন কমিটির সমন্বয়কারী মো. নজরুল ইসলাম বলেন, “রিসোর্ট শুরু থেকেই কৃষকদের ফাঁদে ফেলে জমি নিয়েছে। তারা ওই এলাকায় কৃষি জমি ধ্বংস করে রিসোর্ট নির্মাণ করেছে। রিসোর্টটির পরিবেশ নিয়ন্ত্রণ না থাকায় আশেপাশের কৃষির উপর বিরুপ প্রভাব পড়ছে।”
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন কচি বলেন, “ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার দায়ে ডেরা রিসোর্টটিকে আইনানুগভাবে শাস্তি দেওয়া উচিত। আর ছাড়পত্র ছাড়া এখন কীভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে সেটি দেখার বিষয়। তদন্ত কমিটি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করি।”
মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, “ডেরা রিসোর্ট এন্ড স্পাকে পরিবেশ অধিদপ্তর শর্ত সাপেক্ষে ছাড়পত্র প্রদান করেছিল। কিন্তু ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে রিসোর্ট পরিচালনা করায় তাদের ছাড়পত্র নবায়ন দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটিকে নোটিস করা হয়েছে। প্রয়োজনে পুনরায় নোটিস প্রদান করে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “ডেরা রিসোর্টের অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে অনিয়ম পাওয়া গেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ড়পত র র ম ন কগঞ জ ব যবস থ আইন ন গ পর চ ল
এছাড়াও পড়ুন:
এক দিনে ‘ধর্ষণের শিকার’ ৬ জন ঢামেকে ভর্তি
রাজধানীর শাহ আলী, খিলগাঁও, হাতিরঝিল ও মুগদা থানা এলাকায় চার শিশুসহ ছয়জন ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে পুলিশ। এ ছাড়া দেশের কয়েকটি স্থানে স্কুলছাত্রী, মাদ্রাসাছাত্র ও শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঢামেক হাসপাতালের ওসিসির সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন জানান, পৃথক থানার পুলিশ তাদের ওসিসিতে ভর্তি করে। তাদের স্বাস্থ্য পরীক্ষা চলছে।
খিলগাঁও থানা এলাকা থেকে ১৫ বছরের কিশোরীকে গতকাল ওসিসিতে ভর্তি করা হয়। খিলগাঁও থানার এসআই ইলিয়াস মাহমুদ জানান, তাকে আলিফ সিয়াম নামের এক তরুণ বিয়ের কথা বলে গত ২৩ ফেব্রুয়ারি ধর্ষণ করে। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার থানায় মামলা হয়েছে। এ কারণে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ওসিসিতে আনা হয়েছে।
বিয়ের প্রলোভনে হাতিরঝিল এলাকায় একটি বাসায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু জানান, বুধবার ২২ বছরের তরুণী এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে থানায় মামলা করেন। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তিন শিশু ধর্ষণের অভিযোগে মুগদা থানায় পৃথক মামলা হয়েছে। থানার এসআই আল-আমীন জানান, মাণ্ডা এলাকায় বুধবার ইফতারের পর ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী জব্বারকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, এর আগে মঙ্গলবার মুগদা ঋষিপাড়ায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিন্টু চন্দ্র দাস নামে তার এক প্রতিবেশীর বিরুদ্ধে। পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিন ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে সিয়াম নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনই দোষ স্বীকার করেছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মিরপুরের শাহ আলী এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ওমর ফারুক নামের এক যুবককে বৃহস্পতিবার রাতে আটক করেছে পুলিশ। শাহ আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, শাহ আলী থানার সি-ব্লকের একটি বাসায় ওমর ফারুক এবং শিশুটি তার পরিবারের সঙ্গে বসবাস করে। ফারুকের ছোট সন্তান থাকায় ধর্ষণের শিকার শিশুটি তাদের বাসায় যেত। বুধবার মেয়েটি ওই বাসায় গেলে ফারুক তার স্ত্রী ও সন্তানকে দোকানে কেনাকাটা করতে পাঠায়। এর পর ফাঁকা বাসায় তাকে ধর্ষণ করে।
স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নবম শ্রেণির ছাত্রীকে ১৮ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ১ মার্চ বাড়ির পাশ থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় লালমনিরহাট সদরের গোকুণ্ডা এলাকার ফজলুল হক ও সেলিম মিয়া। এর পর মেয়েটিকে ফজলুলের বাড়িতে আটক রেখে ১৮ দিন ধরে ধর্ষণ করা হয়। ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে ফজলুল ও সেলিম। বুধবার রাতে ভুক্তভোগী কৌশলে পালিয়ে রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়। বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এদিন সন্ধ্যায় রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।
মানিকগঞ্জে মাদ্রাসাছাত্র, পাবনায় শিকার স্কুলছাত্রী
মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে শহরের সিদ্দিকনগর দরবার শরিফ মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে পাবনার সাঁথিয়া পৌরসভায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আকাশ হোসেন নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে বগুড়ার ধুনট উপজেলায় ছোট বোনকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইউনুছ আলী নামে এক বৃদ্ধকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ এবং হত্যার হুমকিদাতা রাকিব মিয়াকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল খালেদ নামে এক যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। কলেছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, গত ৬ মার্চ দুপুরে কলেজছাত্রীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণচেষ্টা করে আব্দুল্লাহ। পরদিন তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। এর পর ১৭ মার্চ আব্দুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।
লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার রাতের এক ঘটনায় ভুক্তভোগীর মা রায়পুর ও সদর থানায় মামলা করেন। দুই মামলার আসামি মনির হোসেন ও রিপন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যৌন হয়রানির অভিযোগে গতকাল পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীর দুমকীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবিতে গতকাল মানববন্ধন করেছে ছাত্র-জনতা। যশোরে অভয়নগরে চাচাতো বোনকে ধর্ষণের মামলায় শামীম হাসান নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। যৌন ও আর্থিক কেলেঙ্কারিতে জড়িত অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদকে দ্বিতীয়বারের মতো সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কুমিল্লার চান্দিনায় নারীসহ দুই এনজিও কর্মীকে অপহরণ ও মারধরের ঘটনার তিন দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সমালোচনার মুখে চান্দিনা থানার ওসি নাজমুল হুদাকে বদলি করা হয়েছে। বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক বদলির আদেশের পর বৃহস্পতিবার রাতে তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন। তাঁর নতুন কর্মস্থল হোমনা থানা।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট অফিস ও প্রতিনিধি)